চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সংবাদমাধ্যমে উপাচার্যের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামীকে ব্যাখ্যা দিতে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত চিঠিটি ডিনের কাছে পাঠানো হয়। তবে ডিন ছুটিতে থাকায় আজ মঙ্গলবার চিঠি তিনি হাতে পেয়েছেন।
চিঠিতে বলা হয়, ‘গত ০৪ অক্টোবর তারিখে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরে আপনাকে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল নয়। পুরো কর্তৃপক্ষ দুর্নীতিতে জড়িত। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সবকিছুতেই অনিয়ম হচ্ছে” প্রমাণ ছাড়া ঢালাওভাবে এই ধরনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এবং উপাচার্যের মানহানিরও শামিল। আপনার এই বক্তব্যের স্বপক্ষে আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে প্রমাণসহ ব্যাখ্যা প্রদানের জন্য আদিষ্ট হয়ে আপনাকে অনুরোধ করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. হেলাল উদ্দিন নিজামী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ৬ তারিখ (নভেম্বর) ছুটিতে ছিলাম। আজ চিঠি হাতে পেয়েছি। চিঠিতে তিনটা লাইন আছে। আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
অধ্যাপক আরও বলেন, ‘যে উপাচার্য সাড়ে তিন বছর ধরে সিন্ডিকেট নির্বাচন দেন না, তিনি কে আইনের শাসনে বিশ্বাস করেন? পুরো বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম, সেগুলো কী পত্র-পত্রিকায় ছাপানো হয়নি? এত দিন তিনি যা করেছেন তাতে কি ভাবমূর্তির ক্ষেত্রে সহায়ক হয়েছে? তিনি উচ্চ কণ্ঠে চিৎকার করে সভা পরিচালনা করলে এতে কি কারও মান ক্ষুণ্ন হয়নি? বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি এতই ঠুনকো নয় যে, কেউ চেঁচামেচি করলে, তার প্রতিবাদ করলে যে তা ক্ষুণ্ন হবে।’
ব্যবসায় প্রশাসন অনুষদের এ ডিন বলেন, ‘এই ধরনের চিঠি আইনের শাসনের অন্তরায়। আইনের শাসনে শ্রদ্ধাশীল হলে কেউ এই ধরনের চিঠি লিখতে পারেন না। আমি সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এইভাবে চিঠি দিয়ে কাউকে দমিয়ে রাখা যাবে না। আমরা কোনো অন্যায় ও আইন পরিপন্থী কাজকে আর প্রশ্রয় দিতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যিনি পরিচালনা করবেন, তাঁকে আইনের শাসনের মধ্যেই চলতে হবে।’
প্রসঙ্গত, সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে নির্বাচন দিতে গত ১২ অক্টোবর উপাচার্যকে চিঠি দিয়েছেন সব অনুষদের ডিন। কিন্তু চিঠি দেওয়ার ২২ দিন পরও নির্বাচনের কোনো উদ্যোগ না নেওয়ায় গত বৃহস্পতিবার এক সভায় এ বিষয়ে উপাচার্যের কাছে জানতে চান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী। এ সময় উপাচার্য তার চেয়ার ছেড়ে উঠে ডিনকে শাসাতে থাকেন এবং নির্বাচন দেবেন না বলে জানান। এই ঘটনায় আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদমাধ্যমে উপাচার্যের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামীকে ব্যাখ্যা দিতে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত চিঠিটি ডিনের কাছে পাঠানো হয়। তবে ডিন ছুটিতে থাকায় আজ মঙ্গলবার চিঠি তিনি হাতে পেয়েছেন।
চিঠিতে বলা হয়, ‘গত ০৪ অক্টোবর তারিখে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরে আপনাকে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল নয়। পুরো কর্তৃপক্ষ দুর্নীতিতে জড়িত। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সবকিছুতেই অনিয়ম হচ্ছে” প্রমাণ ছাড়া ঢালাওভাবে এই ধরনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এবং উপাচার্যের মানহানিরও শামিল। আপনার এই বক্তব্যের স্বপক্ষে আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে প্রমাণসহ ব্যাখ্যা প্রদানের জন্য আদিষ্ট হয়ে আপনাকে অনুরোধ করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. হেলাল উদ্দিন নিজামী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ৬ তারিখ (নভেম্বর) ছুটিতে ছিলাম। আজ চিঠি হাতে পেয়েছি। চিঠিতে তিনটা লাইন আছে। আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
অধ্যাপক আরও বলেন, ‘যে উপাচার্য সাড়ে তিন বছর ধরে সিন্ডিকেট নির্বাচন দেন না, তিনি কে আইনের শাসনে বিশ্বাস করেন? পুরো বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম, সেগুলো কী পত্র-পত্রিকায় ছাপানো হয়নি? এত দিন তিনি যা করেছেন তাতে কি ভাবমূর্তির ক্ষেত্রে সহায়ক হয়েছে? তিনি উচ্চ কণ্ঠে চিৎকার করে সভা পরিচালনা করলে এতে কি কারও মান ক্ষুণ্ন হয়নি? বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি এতই ঠুনকো নয় যে, কেউ চেঁচামেচি করলে, তার প্রতিবাদ করলে যে তা ক্ষুণ্ন হবে।’
ব্যবসায় প্রশাসন অনুষদের এ ডিন বলেন, ‘এই ধরনের চিঠি আইনের শাসনের অন্তরায়। আইনের শাসনে শ্রদ্ধাশীল হলে কেউ এই ধরনের চিঠি লিখতে পারেন না। আমি সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এইভাবে চিঠি দিয়ে কাউকে দমিয়ে রাখা যাবে না। আমরা কোনো অন্যায় ও আইন পরিপন্থী কাজকে আর প্রশ্রয় দিতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যিনি পরিচালনা করবেন, তাঁকে আইনের শাসনের মধ্যেই চলতে হবে।’
প্রসঙ্গত, সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে নির্বাচন দিতে গত ১২ অক্টোবর উপাচার্যকে চিঠি দিয়েছেন সব অনুষদের ডিন। কিন্তু চিঠি দেওয়ার ২২ দিন পরও নির্বাচনের কোনো উদ্যোগ না নেওয়ায় গত বৃহস্পতিবার এক সভায় এ বিষয়ে উপাচার্যের কাছে জানতে চান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী। এ সময় উপাচার্য তার চেয়ার ছেড়ে উঠে ডিনকে শাসাতে থাকেন এবং নির্বাচন দেবেন না বলে জানান। এই ঘটনায় আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপভ্যানে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতি করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ডাকাতদের আঘাতে বাবা–ছেলেসহ তিনজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা
১০ মিনিট আগেদেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে বিমানবন্দর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্
১৪ মিনিট আগেযশোরের মনিরামপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকালে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর মামি ফারজানা ইয়াসমিন রিমি (১৯) আহত হয়েছেন।
২৩ মিনিট আগেসবুজ পাহাড়ে শীত পড়তে শুরু করেছে। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে খাগড়াছড়ির জনজীবনে। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্ত বেশির ভাগই শিশু। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে মৃত্যু হয়েছে চার শিশুর।
২৫ মিনিট আগে