রুমা (বান্দরবান) প্রতিনিধি
টানা তিন দিন বন্ধ থাকার পর বান্দরবান-রুমা সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে গত বুধবার দুপুর দেড়টায় মালবোঝাই ট্রাক যাওয়ার সময় বেইলি সেতুটি ভেঙে পড়ে যায়। এ ঘটনায় চালক আব্দুল গফুর মারা যান।
সেনাবাহিনীর ২০ ইসিবির সংশ্লিষ্টরা জানান, গত বুধবার দুপুর দেড়টায় মালবোঝাই ট্রাক যাওয়ার সময় বেইলি সেতুটি ভেঙে পড়ে। তখন থেকে বান্দরবান-রুমা সড়কযোগাযোগ বন্ধ ছিল। টানা তিন দিন পর আজ সকালে থেকে যানবাহন চলাচল শুরু করা হয়েছে। আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ভেঙে যাওয়া সেতুটিও নতুন করে স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।
এই সেনাবাহিনীর ২০ ইসিবির ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামরুল বলেন, বেইলি সেতু ভেঙে যাওয়ার পরদিন থেকে এই জায়গায় বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু করা হয়েছিল। মাটি কেটে রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে।
ওয়ারেন্ট অফিসার আরও বলেন, ভেঙে যাওয়া বেইলি সেতুটি নতুন করে করার জন্য গত মঙ্গলবার থেকে ভেঙে যাওয়া সেতুটি স্ক্রুগুলো খুলে তা সরানোর কাজ চলছে। নতুন বেইলি সেতু তৈরি করার জন্য চট্টগ্রাম থেকে ট্রাকে করে নির্মাণ সরঞ্জাম আসছে।
তাই সামনে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে নতুন বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। এর আগে যানবাহন চলাচলের জন্য বিকল্প এই রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল।
রুমা সদরঘাটে বাসের সাবকাউন্টারের লাইনম্যান লুপ্রু মারমা বলেন, আজ সকাল থেকে গণপরিবহন বাস সার্ভিস নিয়মিত চলছে।
টানা তিন দিন বন্ধ থাকার পর বান্দরবান-রুমা সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে গত বুধবার দুপুর দেড়টায় মালবোঝাই ট্রাক যাওয়ার সময় বেইলি সেতুটি ভেঙে পড়ে যায়। এ ঘটনায় চালক আব্দুল গফুর মারা যান।
সেনাবাহিনীর ২০ ইসিবির সংশ্লিষ্টরা জানান, গত বুধবার দুপুর দেড়টায় মালবোঝাই ট্রাক যাওয়ার সময় বেইলি সেতুটি ভেঙে পড়ে। তখন থেকে বান্দরবান-রুমা সড়কযোগাযোগ বন্ধ ছিল। টানা তিন দিন পর আজ সকালে থেকে যানবাহন চলাচল শুরু করা হয়েছে। আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ভেঙে যাওয়া সেতুটিও নতুন করে স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।
এই সেনাবাহিনীর ২০ ইসিবির ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামরুল বলেন, বেইলি সেতু ভেঙে যাওয়ার পরদিন থেকে এই জায়গায় বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু করা হয়েছিল। মাটি কেটে রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে।
ওয়ারেন্ট অফিসার আরও বলেন, ভেঙে যাওয়া বেইলি সেতুটি নতুন করে করার জন্য গত মঙ্গলবার থেকে ভেঙে যাওয়া সেতুটি স্ক্রুগুলো খুলে তা সরানোর কাজ চলছে। নতুন বেইলি সেতু তৈরি করার জন্য চট্টগ্রাম থেকে ট্রাকে করে নির্মাণ সরঞ্জাম আসছে।
তাই সামনে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে নতুন বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। এর আগে যানবাহন চলাচলের জন্য বিকল্প এই রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল।
রুমা সদরঘাটে বাসের সাবকাউন্টারের লাইনম্যান লুপ্রু মারমা বলেন, আজ সকাল থেকে গণপরিবহন বাস সার্ভিস নিয়মিত চলছে।
পাবনার ঈশ্বরদীর পাকশীতে মানিক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে। খুনের বিষয়টি নিশ্চিত করেছেন ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।
১৪ মিনিট আগেগাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে চতুর্থ দিনের দিনের মতো বিক্ষোভ করছেন। আজ সোমবার সকাল ৯টা থেকে এ বিক্ষোভ শুরু করেন তাঁরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচলকারী মানুষকে চরম
২৩ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ার পূর্ব পাশে শিক্ষার্থীদের মারামারির ছবি ও ভিডিও করার সময় এক সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জুনায়েত শেখ।
৩০ মিনিট আগেজাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে ববির গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করায় এই অসন্তোষ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে