কক্সবাজার প্রতিনিধি
ইয়াবা পাচারের দায়ে বাবা-ছেলে দুই রোহিঙ্গা নাগরিককে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে কক্সবাজার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় ঘোষণা করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৩ ব্লকের বাসিন্দা মৃত জাহিদ হোসাইনের ছেলে কলিম উল্লাহ (৪১) এবং তাঁর ছেলে কেফায়েত উল্লাহ (১৯)।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম।
আইনজীবী ফরিদুল আলম জানান, ২০২১ সালের ৫ আগস্ট সন্ধ্যায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের হোয়াইক্যং ক্যাম্পের একটি দল উখিয়া উপজেলার থাইলখালী ১৯ নম্বর ক্যাম্পে অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
এ সময় গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী কলিম উল্লাহর বসত ঘরের মেঝের মাটি খুঁড়ে ২ লাখ ৬৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় র্যাবের হোয়াইক্যং ক্যাম্পের সদস্য মো. আলাউদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
২০২২ সালের ৭ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ওই বছর ১৭ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
কৌঁসুলি ফরিদুল আলম আরও বলেন, ‘দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। এতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাবা-ছেলেকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন বিজ্ঞ বিচারক। এ ছাড়া জরিমানা অনাদায়ে আরও এক বছর করে দণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।’
ইয়াবা পাচারের দায়ে বাবা-ছেলে দুই রোহিঙ্গা নাগরিককে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে কক্সবাজার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় ঘোষণা করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৩ ব্লকের বাসিন্দা মৃত জাহিদ হোসাইনের ছেলে কলিম উল্লাহ (৪১) এবং তাঁর ছেলে কেফায়েত উল্লাহ (১৯)।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম।
আইনজীবী ফরিদুল আলম জানান, ২০২১ সালের ৫ আগস্ট সন্ধ্যায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের হোয়াইক্যং ক্যাম্পের একটি দল উখিয়া উপজেলার থাইলখালী ১৯ নম্বর ক্যাম্পে অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
এ সময় গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী কলিম উল্লাহর বসত ঘরের মেঝের মাটি খুঁড়ে ২ লাখ ৬৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় র্যাবের হোয়াইক্যং ক্যাম্পের সদস্য মো. আলাউদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
২০২২ সালের ৭ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ওই বছর ১৭ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
কৌঁসুলি ফরিদুল আলম আরও বলেন, ‘দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। এতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাবা-ছেলেকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন বিজ্ঞ বিচারক। এ ছাড়া জরিমানা অনাদায়ে আরও এক বছর করে দণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।’
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গহিন অরণ্যে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
৮ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে সুজিত দাস (৩০) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগেরাজধানীর পল্টনে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশা মাঝখানে চাপা পড়লে এর আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জাকির হোসেন ভুইয়া (৫৪)। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দ
৩৪ মিনিট আগেঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছনে থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে