ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এস এম ফরিদের বাগান থেকে রাতের অন্ধকারে ১৩টি সেগুন কাঠ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ জানুয়ারি সোমবার বিকেলে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানায় তিনি একটি মামলা দায়ের করেছেন। মামলায় চিৎমরম মুসলিম পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমসহ আরও অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে।
এস এম ফরিদ বলেন, চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া পাহাড় এলাকায় সাড়ে ৩ একর জমিতে তাঁর সেগুন বাগান রয়েছে। স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন চিৎমরম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম গত ৩১ ডিসেম্বর তাঁর দলবল নিয়ে রাতের অন্ধকারে তাঁর সেগুন বাগানে ঢুকে ১৩টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে। এ গাছের মূল্য আনুমানিক ৫ লাখ টাকা হবে। পারিবারিক কাজে চট্টগ্রামে থাকায় গত ২ জানুয়ারি তিনি ঘটনাটি জানতে পারেন বলেও উল্লেখ করেন।
এই বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম দাবি করেন, ওই বাগানের গাছ গুলো তাঁর কেনা। এবং কেনার বিষয়ে তিনি স্ট্যাম্প দেখাতে পারবেন। তিনি আরও জানান, রাতের অন্ধকারে তিনি গাছ কাটেন নাই। দিনের বেলায় লোকজন নিয়ে তিনি গাছ কেটেছেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এস এম ফরিদের বাগান থেকে রাতের অন্ধকারে ১৩টি সেগুন কাঠ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ জানুয়ারি সোমবার বিকেলে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানায় তিনি একটি মামলা দায়ের করেছেন। মামলায় চিৎমরম মুসলিম পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমসহ আরও অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে।
এস এম ফরিদ বলেন, চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া পাহাড় এলাকায় সাড়ে ৩ একর জমিতে তাঁর সেগুন বাগান রয়েছে। স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন চিৎমরম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম গত ৩১ ডিসেম্বর তাঁর দলবল নিয়ে রাতের অন্ধকারে তাঁর সেগুন বাগানে ঢুকে ১৩টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে। এ গাছের মূল্য আনুমানিক ৫ লাখ টাকা হবে। পারিবারিক কাজে চট্টগ্রামে থাকায় গত ২ জানুয়ারি তিনি ঘটনাটি জানতে পারেন বলেও উল্লেখ করেন।
এই বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম দাবি করেন, ওই বাগানের গাছ গুলো তাঁর কেনা। এবং কেনার বিষয়ে তিনি স্ট্যাম্প দেখাতে পারবেন। তিনি আরও জানান, রাতের অন্ধকারে তিনি গাছ কাটেন নাই। দিনের বেলায় লোকজন নিয়ে তিনি গাছ কেটেছেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের ১৫ দিন পর মুদি দোকানির রইচ ফকির (৫৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
২ মিনিট আগেশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০ তম এসআই ক্যাডেট ব্যাচের আরও তিন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার তাদের চাকরি থেকে অব্যাহতির কথা জানানো হয়।
১০ মিনিট আগেআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও তাঁর মেয়ে সুমাইয়া হোসেনসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন। অন্য দুজন হলেন আমুর এপিএস ফকরুল মজিদ মাহমুদ কির
২০ মিনিট আগেনরসিংদীর বেলাবোতে প্রায় সাড়ে তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ও অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী। আজ সোমবার বিকেলে উপজেলার সরকারি হোসেন আলী কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি করা হয়।
৩৬ মিনিট আগে