নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
রোববার দিবাগত রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৯৭ জন ও নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৪৫ জন। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার প্রায় ২৭ শতাংশ। একই সময়ে তিনজন মারা গেছেন। এর আগে গত বছরের ৬ অক্টোবর করোনায় তিনজনের মৃত্যু হয়।
শনিবার এক হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষায় ৫৫০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ২৮ শতাংশ। যা সব বিভাগের চেয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত ও আক্রান্তের হার বেশি ছিল। যেখানে এর আগের দিন শুক্রবার শনাক্তের হার ছিল ১২ শতাংশ।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১ হাজার ৩৩৮ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৪ হাজার ৯৭৭ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
রোববার দিবাগত রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৯৭ জন ও নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৪৫ জন। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার প্রায় ২৭ শতাংশ। একই সময়ে তিনজন মারা গেছেন। এর আগে গত বছরের ৬ অক্টোবর করোনায় তিনজনের মৃত্যু হয়।
শনিবার এক হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষায় ৫৫০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ২৮ শতাংশ। যা সব বিভাগের চেয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত ও আক্রান্তের হার বেশি ছিল। যেখানে এর আগের দিন শুক্রবার শনাক্তের হার ছিল ১২ শতাংশ।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১ হাজার ৩৩৮ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৪ হাজার ৯৭৭ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
মায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা (মামলা নম্বর ২৫) করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।
৪ মিনিট আগেসাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএ) আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল দি কক্সটুডের একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ মঙ্গলবার পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছে। একই মহাসড়কের অন্য অংশ অবরোধ করেছে ডরিন গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা। ফলে এ সড়কে চলাচলকারী যাত্
১৬ মিনিট আগে১৩১ বছর আগে ১৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এখন এর সদস্যসংখ্যা ৮ হাজারের মতো। বেসরকারি ব্যাংকে রাখা সমিতির ফিক্সড ডিপোজিটের (এফডিআর) টাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সদস্যরা।
২০ মিনিট আগে