কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে তিন পর্যটক স্রোতের টানে ভেসে যান। এ সময় দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও মারুফ আহমেদ (১৯) নামে একজন এখনো নিখোঁজ রয়েছেন।
আজ সোমবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এদিকে নিখোঁজ পর্যটককে উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন সৈকতের লাইফ গার্ড কর্মী ওসমান গনি।
নিখোঁজ পর্যটক মারুফ আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী। উদ্ধার হওয়া মো. শাওন হোসেন (২০), গাজীপুরের জয়দেবপুর এলাকার হারুন মিয়ার ছেলে এবং একই কলেজের শিক্ষার্থী এবং মো. মাসুম (২০) ফুলবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং কাপাশিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী।
উদ্ধার হওয়া পর্যটক মাসুম জানান, রোববার রাতে তাঁরা তিন বন্ধু কক্সবাজার ভ্রমণে আসেন। রাতে কলাতলী এলাকার একটি হোটেলে ওঠেন। আজ (সোমবার) দুপুরে তাঁরা সৈকতে ঘুরতে গিয়ে গোসলে নামেন। এ সময় তাঁরা স্রোতের টানে ভেসে যাওয়ার উপক্রম হয়। সে সময় সৈকতে চলাচলকারী জেট-স্কি চালকের কাছে সাহায্য চাওয়া হয়। কিন্তু টাকা ছাড়া উদ্ধার করতে রাজি হননি চালক।
মাসুম আরও জানান, পরে তাদের দুজনকে লাইফগার্ড কর্মীরা উদ্ধার করতে পারলেও মারুফকে উদ্ধার করা সম্ভব হয়নি।
টুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ পর্যটককে উদ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। জেট-স্কির চালকের বিরুদ্ধে টাকা ছাড়া উদ্ধার না করার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ ও পূর্ণিমার প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র উপকূল। এতে জোয়ারের পানি বেড়েছে। এর মধ্যে টুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও লাইফগার্ড কর্মীরা সৈকতে গোসলে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করে আসছে। কিন্তু অনেক পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে সৈকতে গোসলে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন বলে জানান লাইফ গার্ড কর্মীরা।
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে তিন পর্যটক স্রোতের টানে ভেসে যান। এ সময় দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও মারুফ আহমেদ (১৯) নামে একজন এখনো নিখোঁজ রয়েছেন।
আজ সোমবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এদিকে নিখোঁজ পর্যটককে উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন সৈকতের লাইফ গার্ড কর্মী ওসমান গনি।
নিখোঁজ পর্যটক মারুফ আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী। উদ্ধার হওয়া মো. শাওন হোসেন (২০), গাজীপুরের জয়দেবপুর এলাকার হারুন মিয়ার ছেলে এবং একই কলেজের শিক্ষার্থী এবং মো. মাসুম (২০) ফুলবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং কাপাশিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী।
উদ্ধার হওয়া পর্যটক মাসুম জানান, রোববার রাতে তাঁরা তিন বন্ধু কক্সবাজার ভ্রমণে আসেন। রাতে কলাতলী এলাকার একটি হোটেলে ওঠেন। আজ (সোমবার) দুপুরে তাঁরা সৈকতে ঘুরতে গিয়ে গোসলে নামেন। এ সময় তাঁরা স্রোতের টানে ভেসে যাওয়ার উপক্রম হয়। সে সময় সৈকতে চলাচলকারী জেট-স্কি চালকের কাছে সাহায্য চাওয়া হয়। কিন্তু টাকা ছাড়া উদ্ধার করতে রাজি হননি চালক।
মাসুম আরও জানান, পরে তাদের দুজনকে লাইফগার্ড কর্মীরা উদ্ধার করতে পারলেও মারুফকে উদ্ধার করা সম্ভব হয়নি।
টুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ পর্যটককে উদ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। জেট-স্কির চালকের বিরুদ্ধে টাকা ছাড়া উদ্ধার না করার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ ও পূর্ণিমার প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র উপকূল। এতে জোয়ারের পানি বেড়েছে। এর মধ্যে টুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও লাইফগার্ড কর্মীরা সৈকতে গোসলে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করে আসছে। কিন্তু অনেক পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে সৈকতে গোসলে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন বলে জানান লাইফ গার্ড কর্মীরা।
গাজীপুর জেলা, ঢাকা বিভাগ, জেলার খবর, বিক্ষোভ, হামলা, অবরোধ
২ মিনিট আগেসেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে ৫ ঘণ্টা বিক্ষোভ করেছেন দ্বীপের বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল
৩ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর প্রায় ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।
২২ মিনিট আগেমতলব উত্তর, চাঁদপুর, আগুন, মামলা, গ্রেপ্তার, চট্টগ্রাম, জেলার খবর
২৯ মিনিট আগে