চট্টগ্রাম বিমানবন্দরে কোকেনসদৃশ বস্তুসহ বাহামার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১৪: ১২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কেজি কোকেনসদৃশ বস্তুসহ স্টাটিয়া শান্টে রোলি নামে বাহামার এক নাগরিককে আটক করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল তাঁকে আটক করে।

ওই নারীর হেফাজত থেকে জব্দ বস্তু আদৌ কোকেন কি না, সেটা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বিমানবন্দরে পৌঁছেছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার সেখানে তাঁদের টিম পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্টালিয়া গত শনিবার এমিরেটসের একটি ফ্লাইটে ব্রাজিল থেকে দুবাই পৌঁছান। সেখান থেকে দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। তবে সেদিন তাঁর লাগেজ পৌঁছায়নি। স্টাটিয়া তিন দিন ধরে নগরীর আগ্রাবাদ হোটেলে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এপিবিন সদস্যরা তাঁকে অনুসরণ করছিলেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্টালিয়া শান্টে বিমানবন্দরে যান। দুই দিন পর আসা লাগেজটি বুঝে নেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা ও গোয়েন্দা টিম এবং এপিবিএন সদস্যরা মিলে তাঁকে আটক করেন। এরপর লাগেজে থাকা একটি ইউপিএস তল্লাশি করে কোকেনসদৃশ বস্তু উদ্ধার করা হয়, যার ওজন ৩ কেজি ৯০০ গ্রাম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত