নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে প্রবেশ করানো হচ্ছে কঠোর তল্লাশিতে। মূল সভাস্থলের আগে আটটি তল্লাশি চৌকি বসানো হয়েছে। ব্যাগ, ইলেকট্রনিকস জিনিসপত্র বিশেষভাবে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুরের দিকে সভা শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে পূর্ণ হতে শুরু করেছে পলোগ্রাউন্ড মাঠ।
আজ রোববার সকাল ৮টা থেকে সভাস্থলে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। সকাল ১০টা পর্যন্ত সভাস্থলের বাইরে মানুষের ভিড় বাড়তে থাকে। পলোগ্রাউন্ড মাঠ এরই মধ্যে পূর্ণ হতে শুরু করেছে। তবে মূল সভা শুরু হবে দুপুরের পর। ৩টার মধ্যে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় সব মন্ত্রী-এমপি সভায় উপস্থিত থাকবেন। সকালে পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরীকে নেতা-কর্মীদের নিয়ে ঢুকতে দেখা গেছে।
সাধারণ মানুষের মধ্যেও বিভিন্ন উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কেউ মাথায় নৌকা সংবলিত টুপি, কেউ বঙ্গবন্ধুর বিভিন্ন বাণী বুকে এঁকে সমাবেশে এসেছেন। মোহাম্মদ আলী এমন একজন। তিনি ঢাকা থেকে এসেছেন। তিনি প্রধানমন্ত্রীর সব অনুষ্ঠানে উপস্থিত থাকেন। মাথায় যে টুপি পরেছেন, সেটি নৌকার আদলে তৈরি করা। হাতে ব্যানার যেটি রেখেছেন, সেখানে লেখা শেখ হাসিনার একটি বক্তব্য। ‘আমি চাই বাংলার মানুষের মুক্তি, শোষণের মুক্তি, যদি বাংলার মানুষের মুক্তি না আসে, তাহলে মৃত্যই আমার শ্রেয়।
নয়ন ভান্ডারির বাড়ি চট্টগ্রামে। বুকে রেখেছেন বঙ্গবন্ধুর ছবি। হাতে লম্বা বিশাল প্লাকার্ড। তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সবিস্তার।
জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফের সদস্যরা আগে থেকে জনসভাস্থলসহ সম্ভাব্য সব স্থানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে প্রবেশ করানো হচ্ছে কঠোর তল্লাশিতে। মূল সভাস্থলের আগে আটটি তল্লাশি চৌকি বসানো হয়েছে। ব্যাগ, ইলেকট্রনিকস জিনিসপত্র বিশেষভাবে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুরের দিকে সভা শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে পূর্ণ হতে শুরু করেছে পলোগ্রাউন্ড মাঠ।
আজ রোববার সকাল ৮টা থেকে সভাস্থলে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। সকাল ১০টা পর্যন্ত সভাস্থলের বাইরে মানুষের ভিড় বাড়তে থাকে। পলোগ্রাউন্ড মাঠ এরই মধ্যে পূর্ণ হতে শুরু করেছে। তবে মূল সভা শুরু হবে দুপুরের পর। ৩টার মধ্যে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় সব মন্ত্রী-এমপি সভায় উপস্থিত থাকবেন। সকালে পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরীকে নেতা-কর্মীদের নিয়ে ঢুকতে দেখা গেছে।
সাধারণ মানুষের মধ্যেও বিভিন্ন উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কেউ মাথায় নৌকা সংবলিত টুপি, কেউ বঙ্গবন্ধুর বিভিন্ন বাণী বুকে এঁকে সমাবেশে এসেছেন। মোহাম্মদ আলী এমন একজন। তিনি ঢাকা থেকে এসেছেন। তিনি প্রধানমন্ত্রীর সব অনুষ্ঠানে উপস্থিত থাকেন। মাথায় যে টুপি পরেছেন, সেটি নৌকার আদলে তৈরি করা। হাতে ব্যানার যেটি রেখেছেন, সেখানে লেখা শেখ হাসিনার একটি বক্তব্য। ‘আমি চাই বাংলার মানুষের মুক্তি, শোষণের মুক্তি, যদি বাংলার মানুষের মুক্তি না আসে, তাহলে মৃত্যই আমার শ্রেয়।
নয়ন ভান্ডারির বাড়ি চট্টগ্রামে। বুকে রেখেছেন বঙ্গবন্ধুর ছবি। হাতে লম্বা বিশাল প্লাকার্ড। তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সবিস্তার।
জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফের সদস্যরা আগে থেকে জনসভাস্থলসহ সম্ভাব্য সব স্থানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৬ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৭ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৮ ঘণ্টা আগে