নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে সম্পত্তির জন্য মাকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগে দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্তরা হলেন-সুমন বড়ুয়া (৪২) ও অনুপম বড়ুয়া (৪০)। তাঁরা চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের অংকুরঘোনা গ্রামের মৃত সৃজিত কুমার বড়ুয়ার ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (রোববার) দুই আসামি হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
এর আগে গত ৩ ডিসেম্বর চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে মিনু রানী বড়ুয়া নামে এক নারী সন্তানদের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত তখন আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। ১১ ফেব্রুয়ারি আসামিরা উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার শর্তে আগাম জামিন দেন।
মামলার নথি থেকে জানা গেছে, বাদীর স্বামী সৃজিত কুমার বড়ুয়া মার্স করপোরেশন নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক ছিলেন। জীবিত থাকাকালে তিনি স্ত্রী ও নিজের নামে নগরীর লালখান বাজারসহ একাধিক জায়গায় বাড়ি ও সম্পত্তি ক্রয় করেন। এ সময় সৃজিত কুমার বড়ুয়া বৃদ্ধাশ্রম, চিকিৎসালয় ও একটি ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণের জন্য কাজ শুরু করেন। ওসব নির্মাণাধীন অবস্থায় তিনি পরে মারা যান।
স্বামীর মৃত্যুর পরে তাঁর সন্তানেরা মিনু বড়ুয়া রানীকে ওসব সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু বাদী স্বামীর স্বপ্ন পূরণের জন্য সম্পত্তি বিক্রিতে অস্বীকৃতি জানান। বাদী অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে তাঁকে মারধর ও গলা টিপে দুবার হত্যার চেষ্টা চালায় সন্তানেরা।
চট্টগ্রামে সম্পত্তির জন্য মাকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগে দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্তরা হলেন-সুমন বড়ুয়া (৪২) ও অনুপম বড়ুয়া (৪০)। তাঁরা চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের অংকুরঘোনা গ্রামের মৃত সৃজিত কুমার বড়ুয়ার ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (রোববার) দুই আসামি হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
এর আগে গত ৩ ডিসেম্বর চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে মিনু রানী বড়ুয়া নামে এক নারী সন্তানদের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত তখন আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। ১১ ফেব্রুয়ারি আসামিরা উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার শর্তে আগাম জামিন দেন।
মামলার নথি থেকে জানা গেছে, বাদীর স্বামী সৃজিত কুমার বড়ুয়া মার্স করপোরেশন নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক ছিলেন। জীবিত থাকাকালে তিনি স্ত্রী ও নিজের নামে নগরীর লালখান বাজারসহ একাধিক জায়গায় বাড়ি ও সম্পত্তি ক্রয় করেন। এ সময় সৃজিত কুমার বড়ুয়া বৃদ্ধাশ্রম, চিকিৎসালয় ও একটি ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণের জন্য কাজ শুরু করেন। ওসব নির্মাণাধীন অবস্থায় তিনি পরে মারা যান।
স্বামীর মৃত্যুর পরে তাঁর সন্তানেরা মিনু বড়ুয়া রানীকে ওসব সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু বাদী স্বামীর স্বপ্ন পূরণের জন্য সম্পত্তি বিক্রিতে অস্বীকৃতি জানান। বাদী অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে তাঁকে মারধর ও গলা টিপে দুবার হত্যার চেষ্টা চালায় সন্তানেরা।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৬ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৬ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৭ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৭ ঘণ্টা আগে