ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
অবশেষে আগামী রোববার থেকে আদালতে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঞা ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল আজ শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঞা বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকের পর আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে অপসারণ দাবি করা দুই বিচারকের আদালতে তাঁরা যাবেন না।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতারা জানান, তাঁদের দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন আইনমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে রোববার থেকে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুকের বদলির আগ পর্যন্ত তাঁদের আদালত বর্জন অব্যাহত থাকবে বলেও জানান আইনজীবী সমিতির নেতারা। এ ছাড়া জেলা জজ আদালতের নাজির মোমিনুল ইসলামকে দ্রুত সময়ের মধ্যে বদলি করা হবে বলেও তাঁদের আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী।
আগামীকাল শনিবার আইনজীবী সমিতির সাধারণ সভা হবে। এরপর সব আইনজীবীর সঙ্গে আলোচনা করে আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে আইনমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি নেতারা। রাত ১১টা পর্যন্ত চলা ওই বৈঠকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির এবং সাধারণ সম্পাদক আবদুন নূর দুলাল উপস্থিত ছিলেন। বৈঠকে নিজেদের দাবির কথা পুনরায় তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনজীবীরা।
গত ১ ডিসেম্বর কয়েকজন আইনজীবীর সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর আদালতে তিনটি মামলা নিয়ে বিচারকের বিতণ্ডা হয়। এরই জেরে গত ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি।
পরে জেলা জজ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারকের অপসারণ এবং জেলা জজ আদালতের নাজিরের বিচারের দাবিতে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেয় আইনজীবী সমিতি।
পরে ১০ থেকে ১২ জানুয়ারি আরও তিন দিন আদালত বর্জন করেন আইনজীবীরা। পরবর্তীকালে আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে বলে ঘোষণা করা করেছিলেন। তবে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হওয়ায় তাঁরা রোববার থেকে আদালতে যাবেন।
বিচারকের সঙ্গে তিন আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ তিন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। ১৭ জানুয়ারি আদালতে হাজির হয়ে তাঁদের ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার রুলসহ এই আদেশ দেন। ওই ঘটনায় আদালত অবমাননার অভিযোগ এনে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। তিন আইনজীবী হলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঞা, সম্পাদক (প্রশাসন) অ্যাডভোকেট আক্কাস আলী ও অ্যাডভোকেট জুবায়ের ইসলাম।
এ ছাড়া আন্দোলন চলাকালে জেলা জজের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়ায় ২৩ জানুয়ারি ২১ জন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট।
আরও পড়ুন:
অবশেষে আগামী রোববার থেকে আদালতে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঞা ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল আজ শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঞা বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকের পর আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে অপসারণ দাবি করা দুই বিচারকের আদালতে তাঁরা যাবেন না।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতারা জানান, তাঁদের দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন আইনমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে রোববার থেকে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুকের বদলির আগ পর্যন্ত তাঁদের আদালত বর্জন অব্যাহত থাকবে বলেও জানান আইনজীবী সমিতির নেতারা। এ ছাড়া জেলা জজ আদালতের নাজির মোমিনুল ইসলামকে দ্রুত সময়ের মধ্যে বদলি করা হবে বলেও তাঁদের আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী।
আগামীকাল শনিবার আইনজীবী সমিতির সাধারণ সভা হবে। এরপর সব আইনজীবীর সঙ্গে আলোচনা করে আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে আইনমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি নেতারা। রাত ১১টা পর্যন্ত চলা ওই বৈঠকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির এবং সাধারণ সম্পাদক আবদুন নূর দুলাল উপস্থিত ছিলেন। বৈঠকে নিজেদের দাবির কথা পুনরায় তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনজীবীরা।
গত ১ ডিসেম্বর কয়েকজন আইনজীবীর সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর আদালতে তিনটি মামলা নিয়ে বিচারকের বিতণ্ডা হয়। এরই জেরে গত ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি।
পরে জেলা জজ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারকের অপসারণ এবং জেলা জজ আদালতের নাজিরের বিচারের দাবিতে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেয় আইনজীবী সমিতি।
পরে ১০ থেকে ১২ জানুয়ারি আরও তিন দিন আদালত বর্জন করেন আইনজীবীরা। পরবর্তীকালে আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে বলে ঘোষণা করা করেছিলেন। তবে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হওয়ায় তাঁরা রোববার থেকে আদালতে যাবেন।
বিচারকের সঙ্গে তিন আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ তিন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। ১৭ জানুয়ারি আদালতে হাজির হয়ে তাঁদের ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার রুলসহ এই আদেশ দেন। ওই ঘটনায় আদালত অবমাননার অভিযোগ এনে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। তিন আইনজীবী হলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঞা, সম্পাদক (প্রশাসন) অ্যাডভোকেট আক্কাস আলী ও অ্যাডভোকেট জুবায়ের ইসলাম।
এ ছাড়া আন্দোলন চলাকালে জেলা জজের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়ায় ২৩ জানুয়ারি ২১ জন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট।
আরও পড়ুন:
জিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
৩১ মিনিট আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
১ ঘণ্টা আগে