লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে ও নির্দেশে কৃষক দলের নেতা সজীব হোসেনকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।
কৃষক দলের নেতা সজীব হোসেন হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবনের সামনে আয়োজিত জনসভা ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানী অভিযোগ করেন, বিএনপির পদযাত্রায় বিনা উসকানিতে পুলিশ গুলি ছোড়ে। এতে দুই শতাধিক নেতা-কর্মী আহত হন। পদযাত্রা চলাকালে পুলিশ সুপারের নেতৃত্বে ও নির্দেশে কৃষক দলের নেতা সজীব হোসেনকে হত্যা করা হয়েছে। অথচ এই হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করছে পুলিশ। পদোন্নতির আশায় এই হত্যাকাণ্ডের সঙ্গে পুলিশ সুপার সরাসরি জড়িত। তিনি কোনোভাবেই এই হত্যার দায় এড়াতে পারেন না। পুলিশ সুপারসহ জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে। কোনোভাবে ছাড় দেওয়া হবে না।
বিএনপির এই নেতা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সজীবের হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। আমাদের ওপর হামলা করে আবার আমাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা হামলা-মামলাকে ভয় পায় না। শেখ হাসিনার পতন নিশ্চিত হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির নেতা হারুনুর রশিদ ব্যাপারী, নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
গত মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের গোডাউন রোডে এ্যানীর বাসভবনের সামনে থেকে পদযাত্রা বের করেন দলীয় নেতা-কর্মীরা। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর স্টেশনের দিকে যাচ্ছিল। রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ বাধা দেয়। তখন নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ দেড় শতাধিক নেতা-কর্মী আহত হন।
এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ও সদর থানার ওসি মোসলেহ উদ্দিনসহ ৫০ পুলিশ সদস্যও আহত হন। দুটি মোটরসাইকেল ও দুটি প্রাইভেট হাসপাতালসহ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় আদর্শ সামাদ এলাকায় সজীব হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এই সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার রাতে সদর থানায় চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী মামলা রয়েছে দুটি। দুই মামলায়ই এ্যানীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া দুই মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। হত্যার ঘটনায় সজীবের ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক আসামির বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া কমলনগর উপজেলা আওয়ামী লীগের নেতা নুরুল আমিন রাজু বাদী হয়ে তাঁর লক্ষ্মীপুর শহরের বাড়ি ও গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে বলেছিলেন, পুলিশের গুলিতে নয়, সজীবকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই।
লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে ও নির্দেশে কৃষক দলের নেতা সজীব হোসেনকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।
কৃষক দলের নেতা সজীব হোসেন হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবনের সামনে আয়োজিত জনসভা ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানী অভিযোগ করেন, বিএনপির পদযাত্রায় বিনা উসকানিতে পুলিশ গুলি ছোড়ে। এতে দুই শতাধিক নেতা-কর্মী আহত হন। পদযাত্রা চলাকালে পুলিশ সুপারের নেতৃত্বে ও নির্দেশে কৃষক দলের নেতা সজীব হোসেনকে হত্যা করা হয়েছে। অথচ এই হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করছে পুলিশ। পদোন্নতির আশায় এই হত্যাকাণ্ডের সঙ্গে পুলিশ সুপার সরাসরি জড়িত। তিনি কোনোভাবেই এই হত্যার দায় এড়াতে পারেন না। পুলিশ সুপারসহ জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে। কোনোভাবে ছাড় দেওয়া হবে না।
বিএনপির এই নেতা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সজীবের হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। আমাদের ওপর হামলা করে আবার আমাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা হামলা-মামলাকে ভয় পায় না। শেখ হাসিনার পতন নিশ্চিত হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির নেতা হারুনুর রশিদ ব্যাপারী, নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
গত মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের গোডাউন রোডে এ্যানীর বাসভবনের সামনে থেকে পদযাত্রা বের করেন দলীয় নেতা-কর্মীরা। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর স্টেশনের দিকে যাচ্ছিল। রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ বাধা দেয়। তখন নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ দেড় শতাধিক নেতা-কর্মী আহত হন।
এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ও সদর থানার ওসি মোসলেহ উদ্দিনসহ ৫০ পুলিশ সদস্যও আহত হন। দুটি মোটরসাইকেল ও দুটি প্রাইভেট হাসপাতালসহ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় আদর্শ সামাদ এলাকায় সজীব হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এই সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার রাতে সদর থানায় চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী মামলা রয়েছে দুটি। দুই মামলায়ই এ্যানীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া দুই মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। হত্যার ঘটনায় সজীবের ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক আসামির বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া কমলনগর উপজেলা আওয়ামী লীগের নেতা নুরুল আমিন রাজু বাদী হয়ে তাঁর লক্ষ্মীপুর শহরের বাড়ি ও গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে বলেছিলেন, পুলিশের গুলিতে নয়, সজীবকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
১ মিনিট আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ মিনিট আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
১ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
১ ঘণ্টা আগে