চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরি নদীতে নিখোঁজের ৭ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলার আনিছপাড়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের মরদেহ উদ্ধার করে।
এর আগে আজ সকাল ১০টার দিকে মাতামুহুরি নদীতে মাছ শিকার করতে নেমে দুজন নিখোঁজ হয়েছিলেন।
মরদেহ উদ্ধার হওয়া দুজনের নাম চকরিয়া পূর্ব বড় ভেওলার কালাগাজী সিকদারপাড়ার ইদ্রিস মিয়ার ছেরে মনছুর আলম (২১) ও একই ইউনিয়নের সিকদারপাড়ার আব্দুস ছালামের ছেলে মো. মুবিন (১৮)।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বুধবার সকালে মনছুর ও মুবিন মাছ শিকার করতে মাতামুহুরি নদীতে নামেন। ছোট ছোট বাঁশের খুঁটি দিয়ে ঘিরে নদীতে মাছ ধরছিলেন। একপর্যায়ে নদীতে ডুব দেন দুজন। এরপর তাঁরা দুজন নিখোঁজ হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি করে।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম থেকে ডুবুরিদল এনে নদীতে তল্লাশী করার পর দুজনের মরদেহ উদ্ধার করেছে। দুজনই শখেরবশে মাছ শিকার করে। শ্রমিকের কাজের পাশাপাশি মাঝে মাঝে নদীতে মাছ করত। তাঁরা দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (টিম লিডার) সালা উদ্দিন বলেন, ‘ঘটনার উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালায়। সন্ধান না পেয়ে চট্টগ্রাম থেকে ডুবুরিদল আনা হয়। ডুবুরি দল আসার পর বিকেল ৪টা ২০মিনিটের দিকে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।’
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘মাতামুহুরি নদীতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরি নদীতে নিখোঁজের ৭ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলার আনিছপাড়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের মরদেহ উদ্ধার করে।
এর আগে আজ সকাল ১০টার দিকে মাতামুহুরি নদীতে মাছ শিকার করতে নেমে দুজন নিখোঁজ হয়েছিলেন।
মরদেহ উদ্ধার হওয়া দুজনের নাম চকরিয়া পূর্ব বড় ভেওলার কালাগাজী সিকদারপাড়ার ইদ্রিস মিয়ার ছেরে মনছুর আলম (২১) ও একই ইউনিয়নের সিকদারপাড়ার আব্দুস ছালামের ছেলে মো. মুবিন (১৮)।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বুধবার সকালে মনছুর ও মুবিন মাছ শিকার করতে মাতামুহুরি নদীতে নামেন। ছোট ছোট বাঁশের খুঁটি দিয়ে ঘিরে নদীতে মাছ ধরছিলেন। একপর্যায়ে নদীতে ডুব দেন দুজন। এরপর তাঁরা দুজন নিখোঁজ হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি করে।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম থেকে ডুবুরিদল এনে নদীতে তল্লাশী করার পর দুজনের মরদেহ উদ্ধার করেছে। দুজনই শখেরবশে মাছ শিকার করে। শ্রমিকের কাজের পাশাপাশি মাঝে মাঝে নদীতে মাছ করত। তাঁরা দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (টিম লিডার) সালা উদ্দিন বলেন, ‘ঘটনার উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালায়। সন্ধান না পেয়ে চট্টগ্রাম থেকে ডুবুরিদল আনা হয়। ডুবুরি দল আসার পর বিকেল ৪টা ২০মিনিটের দিকে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।’
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘মাতামুহুরি নদীতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মৌলভীবাজারে একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আজ শনিবার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এই ঘটনা ঘটে।
২ মিনিট আগেপ্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ফয়জুল করীম বলেন, ‘যাদেরকে আপনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, তারা মাটি ও মানুষের চিন্তা লালন করে না। তারা ভিনদেশিদের চিন্তা লালন করে। বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করা না হলে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। তবে আমরা এটা করতে চাই না।’
৭ মিনিট আগেপাবনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পদ্মাকোল খাল দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকালে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম।
৪৩ মিনিট আগেময়মনসিংহের ফুলবাড়িয়া সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পৌর এলাকার নিজ বাসার দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে