চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর কৃষি ব্যাংকের পুরান বাজার শাখার নৈশপ্রহরী রাশেদ হোসেনের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে ঝাড়ুদার ব্যাংকের দরজা খুললে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানালে আজ দুপুরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়।
রাশেদ জেলার হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুর রবের ছেলে।
২০২২ সালে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে চাঁদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে অনার্স (সম্মান) শ্রেণিতে ভর্তি হন রাশেদ হোসেন। এরপর কৃষি ব্যাংকের নৈশপ্রহরী হিসেবে চাকরিতে যোগ দেন। রাশেদ ব্যাংকের একটি কক্ষে থাকতেন। রাতে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন এবং দিনে কলেজে পড়তেন।
ব্যাংক ম্যানেজার যোগেন চন্দ্র পাল বলেন, ‘খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারছি না। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।’
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম আজকের পত্রিকাকে বলেন, রাশেদ হোসেন মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন। সেখানে তাঁর বাবার উদ্দেশে লিখেছেন, ‘তোমার সম্পত্তির ভাগ নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার কাছে লোকজন ১ হাজার ৬০০ টাকা পাবে, সেই টাকা পরিশোধ করবে এবং আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই নিয়ে কোনো জটিলতা করবে না।’
ওসি আরও বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
চাঁদপুর কৃষি ব্যাংকের পুরান বাজার শাখার নৈশপ্রহরী রাশেদ হোসেনের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে ঝাড়ুদার ব্যাংকের দরজা খুললে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানালে আজ দুপুরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়।
রাশেদ জেলার হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুর রবের ছেলে।
২০২২ সালে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে চাঁদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে অনার্স (সম্মান) শ্রেণিতে ভর্তি হন রাশেদ হোসেন। এরপর কৃষি ব্যাংকের নৈশপ্রহরী হিসেবে চাকরিতে যোগ দেন। রাশেদ ব্যাংকের একটি কক্ষে থাকতেন। রাতে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন এবং দিনে কলেজে পড়তেন।
ব্যাংক ম্যানেজার যোগেন চন্দ্র পাল বলেন, ‘খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারছি না। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।’
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম আজকের পত্রিকাকে বলেন, রাশেদ হোসেন মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন। সেখানে তাঁর বাবার উদ্দেশে লিখেছেন, ‘তোমার সম্পত্তির ভাগ নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার কাছে লোকজন ১ হাজার ৬০০ টাকা পাবে, সেই টাকা পরিশোধ করবে এবং আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই নিয়ে কোনো জটিলতা করবে না।’
ওসি আরও বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেই হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।
৫ মিনিট আগেমায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা (মামলা নম্বর ২৫) করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।
১৭ মিনিট আগেসাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএ) আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল দি কক্সটুডের একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ মঙ্গলবার পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছে। একই মহাসড়কের অন্য অংশ অবরোধ করেছে ডরিন গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা। ফলে এ সড়কে চলাচলকারী যাত্
৩০ মিনিট আগে