সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পরিবারকে অবরুদ্ধ থাকার আট দিন পর বেড়া ভেঙে চলাচলের রাস্তা উন্মুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
আজ বুধবার বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের দেলিপাড়া এলাকার কেরামত আলী কারিগর বাড়িতে গিয়ে বেড়া ভেঙে চলাচলের পথ উন্মুক্ত করেন ইউএনও মো. শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি সেকান্দার হোসাইন, অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোর্শেদ হোসেন চৌধুরী, ইউপি সদস্য মো. হারুনুর রশিদ।
ইউএনও শাহাদাত হোসেন বলেন, পারিবারিক বিরোধের জেরে প্রবাসী সেলিমের স্ত্রী ও সন্তানদের ঘরের বাইরের চারদিকে বেড়া দেন তার ভাইয়েরা। এতে চলাচলের পথ অবরুদ্ধ হওয়ায় ঘরে আটকা পড়েছেন বলে জানান প্রবাসী সেলিমের স্ত্রী মনোয়ারা বেগম।
অন্যদিকে সেলিমের ভাই ও মা অভিযোগ করেন মোনোয়ারা তাদের একটি জায়গায় কাজ করতে বাধা দিতে ১৪৫ ধারা জারি করান। তাই ওই ঘরের কাজ বন্ধ আছে। মায়ের থাকার জন্য নিজস্ব ঘর দরকার। তাই তারা সেলিমের ঘরের সামনের উঠোনে সেই ঘর নির্মাণের প্রস্তুতি নিয়েছেন।
ইউএনও আরও বলেন, ‘উভয়ের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি জানতে আজ বুধবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে এসেছি। রাস্তার বেড়া সরিয়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের পারিবারিক বিরোধ মেটাতে জায়গা পরিমাপ করে সবাইকে বুঝিয়ে দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
কুমিরার ইউপি চেয়ারম্যান মো. মোর্শেদ হোসেন চৌধুরী বলেন, ‘প্রবাসীর স্ত্রী অবরুদ্ধ আছেন জানিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু আমাকে তাঁর পক্ষে কেউ অভিযোগ না করায় আমি বিস্তারিত জানতাম না। এখন ইউএনওর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রবাসীর স্ত্রীর চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পরিবারকে অবরুদ্ধ থাকার আট দিন পর বেড়া ভেঙে চলাচলের রাস্তা উন্মুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
আজ বুধবার বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের দেলিপাড়া এলাকার কেরামত আলী কারিগর বাড়িতে গিয়ে বেড়া ভেঙে চলাচলের পথ উন্মুক্ত করেন ইউএনও মো. শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি সেকান্দার হোসাইন, অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোর্শেদ হোসেন চৌধুরী, ইউপি সদস্য মো. হারুনুর রশিদ।
ইউএনও শাহাদাত হোসেন বলেন, পারিবারিক বিরোধের জেরে প্রবাসী সেলিমের স্ত্রী ও সন্তানদের ঘরের বাইরের চারদিকে বেড়া দেন তার ভাইয়েরা। এতে চলাচলের পথ অবরুদ্ধ হওয়ায় ঘরে আটকা পড়েছেন বলে জানান প্রবাসী সেলিমের স্ত্রী মনোয়ারা বেগম।
অন্যদিকে সেলিমের ভাই ও মা অভিযোগ করেন মোনোয়ারা তাদের একটি জায়গায় কাজ করতে বাধা দিতে ১৪৫ ধারা জারি করান। তাই ওই ঘরের কাজ বন্ধ আছে। মায়ের থাকার জন্য নিজস্ব ঘর দরকার। তাই তারা সেলিমের ঘরের সামনের উঠোনে সেই ঘর নির্মাণের প্রস্তুতি নিয়েছেন।
ইউএনও আরও বলেন, ‘উভয়ের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি জানতে আজ বুধবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে এসেছি। রাস্তার বেড়া সরিয়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের পারিবারিক বিরোধ মেটাতে জায়গা পরিমাপ করে সবাইকে বুঝিয়ে দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
কুমিরার ইউপি চেয়ারম্যান মো. মোর্শেদ হোসেন চৌধুরী বলেন, ‘প্রবাসীর স্ত্রী অবরুদ্ধ আছেন জানিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু আমাকে তাঁর পক্ষে কেউ অভিযোগ না করায় আমি বিস্তারিত জানতাম না। এখন ইউএনওর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রবাসীর স্ত্রীর চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের নির্বাচনব্যবস্থা প্রায় ধ্বংসের মুখোমুখি। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে এই ব্যবস্থাকে পরিশুদ্ধকরণের কোনো বিকল্প নেই। আর এর অগ্রাধিকারগুলো হতে পারে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন, নিয়োগ আইনে অনুসন্ধান কমিটিতে সরকারি ও...
১৪ মিনিট আগেলক্ষ্মীপুরে কাজীর দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১৭ মিনিট আগেজিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
১ ঘণ্টা আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগে