ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঈদের ছুটিতে বাড়ি এসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হয় জাহিদুল ইসলাম নামে এক কিশোর। তাকে নৃশংসভাবে গলা কেটে জবাই করা হয়। বুক, পেটে ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে ফেলা হয়েছে। দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয় এবং দুই কানের ওপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে। এতেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, পরে লাশ পুকুরের পানিতে ফেলে দেয় তারা।
আজ মঙ্গলবার স্থানীয়দের কাছে খবর পেয়ে সদর উপজেলার সুলতানপুর পূর্ব পাড়ার ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে জাহিদুল ইসলামকে আর খুঁজে পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কিশোর সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের অটোরিকশাচালক এলাছ মিয়ার ছেলে।
ওসি এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাহিদুল ইসলামের (১৬) বাবা এলাছ মিয়া পেশায় অটোরিকশার চালক। তাঁর চার ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে এরই মধ্যে জাহিদুলসহ তিন ছেলে চট্টগ্রামে বেকারিতে কাজ করে। গত ১৭ রমজান ঈদের ছুটিতে বাড়িতে আসে সে। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে সুলতানপুরে একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘নিহত জাহিদুলের গলা কেটে জবাই করা হয়েছে। বুক ও পেটে ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে ফেলা হয়েছে। দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয়েছে। দুই কানের ওপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে।’
ঈদের ছুটিতে বাড়ি এসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হয় জাহিদুল ইসলাম নামে এক কিশোর। তাকে নৃশংসভাবে গলা কেটে জবাই করা হয়। বুক, পেটে ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে ফেলা হয়েছে। দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয় এবং দুই কানের ওপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে। এতেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, পরে লাশ পুকুরের পানিতে ফেলে দেয় তারা।
আজ মঙ্গলবার স্থানীয়দের কাছে খবর পেয়ে সদর উপজেলার সুলতানপুর পূর্ব পাড়ার ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে জাহিদুল ইসলামকে আর খুঁজে পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কিশোর সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের অটোরিকশাচালক এলাছ মিয়ার ছেলে।
ওসি এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাহিদুল ইসলামের (১৬) বাবা এলাছ মিয়া পেশায় অটোরিকশার চালক। তাঁর চার ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে এরই মধ্যে জাহিদুলসহ তিন ছেলে চট্টগ্রামে বেকারিতে কাজ করে। গত ১৭ রমজান ঈদের ছুটিতে বাড়িতে আসে সে। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে সুলতানপুরে একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘নিহত জাহিদুলের গলা কেটে জবাই করা হয়েছে। বুক ও পেটে ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে ফেলা হয়েছে। দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয়েছে। দুই কানের ওপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে।’
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১৩ মিনিট আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১৫ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
২০ মিনিট আগেমৌলভীবাজারে একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আজ শনিবার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগে