রাঙামাটি প্রতিনিধি
দেশে অন্যায়-অবিচার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। পার্বত্য চট্টগ্রামে অন্যায়-অবিচার চলছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ না খেয়ে আছে বলেও অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ শনিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে রাঙামাটি জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুদু এই বক্তব্য দেন। তিনি বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে অন্যায়-অবিচার করা হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদিন একটি মামলা দেওয়া হয়।
সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন জোরদার করতে নেতা-কর্মীদের আহ্বান জানান দুদু। সসম্মানে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানিয়ে দুদু বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না দিলে দেশে মুক্তিযুদ্ধ হতো না। দেশ স্বাধীন হতো না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক।
খালেদা জিয়া ৯ বছর আন্দোলন না করলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হতো না। কিন্তু সেই খালেদা জিয়ার সঙ্গে কী অন্যায় যে করছে সরকার।
শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রথম অধিবেশনে আরও বক্তব্য দেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ, রাঙামাটির সাবেক সাংসদ মনি স্বপন দেওয়ান প্রমুখ।
দেশে অন্যায়-অবিচার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। পার্বত্য চট্টগ্রামে অন্যায়-অবিচার চলছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ না খেয়ে আছে বলেও অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ শনিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে রাঙামাটি জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুদু এই বক্তব্য দেন। তিনি বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে অন্যায়-অবিচার করা হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদিন একটি মামলা দেওয়া হয়।
সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন জোরদার করতে নেতা-কর্মীদের আহ্বান জানান দুদু। সসম্মানে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানিয়ে দুদু বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না দিলে দেশে মুক্তিযুদ্ধ হতো না। দেশ স্বাধীন হতো না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক।
খালেদা জিয়া ৯ বছর আন্দোলন না করলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হতো না। কিন্তু সেই খালেদা জিয়ার সঙ্গে কী অন্যায় যে করছে সরকার।
শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রথম অধিবেশনে আরও বক্তব্য দেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ, রাঙামাটির সাবেক সাংসদ মনি স্বপন দেওয়ান প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেই হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।
৭ মিনিট আগেমায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা (মামলা নম্বর ২৫) করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।
১৮ মিনিট আগেসাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএ) আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল দি কক্সটুডের একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ মঙ্গলবার পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছে। একই মহাসড়কের অন্য অংশ অবরোধ করেছে ডরিন গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা। ফলে এ সড়কে চলাচলকারী যাত্
৩১ মিনিট আগে