নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
গ্রাহকের দুই কোটি ৫১ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাতের দায়ে চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ৫৪ বছর কারাদণ্ড ও এক কোটি ৭২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আরও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আজ রোববার চট্টগ্রাম বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হলেন-ইস্টার্ন ব্যাংক লিমিটেড চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার ইফতেখারুল কবির। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে লাবীবা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী জাকির হোসেনের ১১ বছর কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা অর্থদণ্ড, জুলেখা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আবদুল মাবুদ, মাহমুদুল হাসান ও আজম চৌধুরী প্রত্যেককে ছয় বছর ছয় মাস করে কারাদণ্ড ও বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়।
দুদকের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে ১৪ অক্টোবর দুর্নীতি দমন আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। ২০২১ সালে ২২ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ২০২১ সালে ১ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে বিচারকাজ শুরু করে। মামলায় মোট ৩৮ জন সাক্ষী দেন। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক এই রায় দেন।
অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, ‘সালাউদ্দিন আহমেদ নামে এক গ্রাহক তাঁর স্ত্রী ও সন্তানদের নামে দুই কোটি ৮৪ লাখ টাকার ১১টি এফডিএ খোলেন। এ সময় আসামি ইফতেখারুল কবির প্রতারণার মাধ্যমে সালাউদ্দিন আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে কয়েকটি চেকে স্বাক্ষর নেন। পরে আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ওই সব চেকের মাধ্যমে ও অ্যাকাউন্ট ট্রান্সফার ফরমে জাল স্বাক্ষর করে গ্রাহকদের টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন।’
তিনি আরও বলেন, ‘রায়ের আগে আসামিদের কারাগার থেকে আদালতে তোলা হয়। পরে সাজা পরোয়ানামূলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।’
গ্রাহকের দুই কোটি ৫১ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাতের দায়ে চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ৫৪ বছর কারাদণ্ড ও এক কোটি ৭২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আরও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আজ রোববার চট্টগ্রাম বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হলেন-ইস্টার্ন ব্যাংক লিমিটেড চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার ইফতেখারুল কবির। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে লাবীবা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী জাকির হোসেনের ১১ বছর কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা অর্থদণ্ড, জুলেখা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আবদুল মাবুদ, মাহমুদুল হাসান ও আজম চৌধুরী প্রত্যেককে ছয় বছর ছয় মাস করে কারাদণ্ড ও বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়।
দুদকের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে ১৪ অক্টোবর দুর্নীতি দমন আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। ২০২১ সালে ২২ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ২০২১ সালে ১ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে বিচারকাজ শুরু করে। মামলায় মোট ৩৮ জন সাক্ষী দেন। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক এই রায় দেন।
অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, ‘সালাউদ্দিন আহমেদ নামে এক গ্রাহক তাঁর স্ত্রী ও সন্তানদের নামে দুই কোটি ৮৪ লাখ টাকার ১১টি এফডিএ খোলেন। এ সময় আসামি ইফতেখারুল কবির প্রতারণার মাধ্যমে সালাউদ্দিন আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে কয়েকটি চেকে স্বাক্ষর নেন। পরে আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ওই সব চেকের মাধ্যমে ও অ্যাকাউন্ট ট্রান্সফার ফরমে জাল স্বাক্ষর করে গ্রাহকদের টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন।’
তিনি আরও বলেন, ‘রায়ের আগে আসামিদের কারাগার থেকে আদালতে তোলা হয়। পরে সাজা পরোয়ানামূলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।’
পাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
১৩ মিনিট আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশাল নৌবন্দর ভবনের ভেতর থেকে আজ রোববার দুপুরে হিজলা উপজেলার একটি লঞ্চঘাট ইজারার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের পরিচয় দিয়ে দরপত্র ছিনতাই করা হয় বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় নির্বাহী অফিসের সহকারী কাম কম্পিউটার নাজমুল আলমের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকা অর্জনের অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে