পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে বাজার করে বাড়িতে ফেরার পথে মো. জসিম উদ্দিন (৫৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু এ ঘটনার দুই সপ্তাহ পেরোলেও পুলিশ কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি।
গত ১০ মার্চ রাতে বাজার করে বাড়িতে ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের দক্ষিণ পাশে মো. জসিম উদ্দিনকে রাস্তার ওপর এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরদিন এ ব্যাপারে নিহতের ছেলে একরাম হোসেন সোহেল পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত জসিম উদ্দিন উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের পূর্ব সাতকুচিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে চাকরি করে দেশে ফিরে বাড়িতে নিজের জমি চাষাবাদ করতেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ মার্চ রাত সাড়ে আটটার দিকে উপজেলার খন্ডল বাজার থেকে নিত্যপণ্যের বাজার করে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন জসিম। ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে জসিমের বাম হাতে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে বুকের ভেতর ঢুকিয়ে গুরুতর জখম করে হত্যা করা হয় জসিমকে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পরশুরাম থানার সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ ছাড়াও র্যাব, ডিবিসহ একাধিক টিম মাঠে কাজ করছে।’
ফেনীর পরশুরামে বাজার করে বাড়িতে ফেরার পথে মো. জসিম উদ্দিন (৫৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু এ ঘটনার দুই সপ্তাহ পেরোলেও পুলিশ কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি।
গত ১০ মার্চ রাতে বাজার করে বাড়িতে ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের দক্ষিণ পাশে মো. জসিম উদ্দিনকে রাস্তার ওপর এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরদিন এ ব্যাপারে নিহতের ছেলে একরাম হোসেন সোহেল পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত জসিম উদ্দিন উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের পূর্ব সাতকুচিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে চাকরি করে দেশে ফিরে বাড়িতে নিজের জমি চাষাবাদ করতেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ মার্চ রাত সাড়ে আটটার দিকে উপজেলার খন্ডল বাজার থেকে নিত্যপণ্যের বাজার করে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন জসিম। ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে জসিমের বাম হাতে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে বুকের ভেতর ঢুকিয়ে গুরুতর জখম করে হত্যা করা হয় জসিমকে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পরশুরাম থানার সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ ছাড়াও র্যাব, ডিবিসহ একাধিক টিম মাঠে কাজ করছে।’
অন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
১৮ মিনিট আগেকুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনি মারা যান।
২৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টর খেলা শেষে স্লেজিং (কটুকথা) করাকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক–শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ৩৪ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ মিনিট আগেবিডিআর বিদ্রোহের কারণে চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সব সৈনিকের বেতন-ভাতা ও সব সুযোগ-সুবিধাসহ চাকরি ফেরতের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে চাকরিতে পুনর্বহাল করাসহ ৫ দফা দাবি তুলে ধরেন তাঁরা
১ ঘণ্টা আগে