নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লিফটে ওঠা নিয়ে তর্কাতর্কির জেরে রেজাউল ইসলাম নামে একজনকে বেধড়ক মারধর ও স্ত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে মামলাটি করেন মারধরের শিকার রেজাউল ইসলামের স্ত্রী বিবি আয়েশা।
মামলায় অভিযুক্ত করা হয়েছে চমেক হাসপাতালের অর্থো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মিজানুর রহমান ও লিফটম্যান মো. রাজুসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন আসামি। তাঁদের বিরুদ্ধে ১৪৩,১৬৬, ৩২৩,৩৫৪-৫৫, ৩৫৭-৫৮,৫০৬ ও ৩৪ দণ্ডবিধির অভিযোগ আনা হয়েছে।
আদালত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দায়ের করতে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ।
মামলায় উল্লেখ করা হয়, ৩০ জুন বেলা ১১টার দিকে রেজাউল ইসলাম ও তাঁর স্ত্রী আয়েশা বেগম চমেকের ষষ্ঠ তলায় চিকিৎসাধীন তাঁর ননদ তাহমিনা আক্তারকে দেখার জন্য চমেকে যান। স্বামী রেজাউল ইসলামকে নিয়ে দ্বিতীয় তলা পর্যন্ত ওঠেন। তাঁদের সঙ্গে চার বছর বয়সী এক সন্তানও ছিল। সিঁড়িতে কাজ চলায় দ্বিতীয় তলায় লিফটের বোতাম চাপ দেন। লিফটে তাঁরা উঠতে চাইলে, লিফটের কর্মচারী জানান, এটি চিকিৎসকদের লিফট। ওঠা যাবে না। অথচ ওইখানে অনেক সাধারণ মানুষ ছিলেন। এই বিষয়ে রেজাউল ইসলাম প্রশ্ন করলে, লিফটম্যান খুবই বাজে কথা বলেন।
লিফটম্যান বাজে কথা বলার পর রেজাউল প্রতিবাদ করলে ডা. মিজানুর রহমান ও কর্মচারী রাজু লিফটে টেনে ঢুকায় ফেলেন। দুজনে রেজাউলকে চড়-থাপ্পড় মারেন। এর প্রতিবাদ করলে ডা. মিজানুর রহমানের নির্দেশে লিফটম্যান রাজু ১০ / ১২ জনকে ডেকে এনে রেজাউল, তাঁর স্ত্রী, দুই সন্তান, বড় জাসহ বাসার গৃহকর্মীকে ৫ম তলার ৩২৬ নম্বর রুমে টানাহেঁচড়ে নিয়ে যান।
সেখানে রেজাউল ও তাঁর স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালান। এ সময় স্ত্রী বাধা দিলে তাঁর স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে এবং কাপড় ছিঁড়ে ফেলে। একপর্যায়ে পাশে থাকা দুই সন্তান, বড় জা ও গৃহকর্মীকেও মারধর করেন।
বিবি আয়েশা আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচলাইশ থানায় গিয়েছিলাম কিন্তু আমাদের অভিযোগ নেয়নি। পরে আদালতে মামলা দায়ের করি। আমাদের ওপর অমানুষিক নির্যাতের প্রমাণ পাওয়া যাবে চমেকের সিসিটিভি ফুটেজে। আমাদের ওপর নির্যাতন চালিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লিফটে ওঠা নিয়ে তর্কাতর্কির জেরে রেজাউল ইসলাম নামে একজনকে বেধড়ক মারধর ও স্ত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে মামলাটি করেন মারধরের শিকার রেজাউল ইসলামের স্ত্রী বিবি আয়েশা।
মামলায় অভিযুক্ত করা হয়েছে চমেক হাসপাতালের অর্থো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মিজানুর রহমান ও লিফটম্যান মো. রাজুসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন আসামি। তাঁদের বিরুদ্ধে ১৪৩,১৬৬, ৩২৩,৩৫৪-৫৫, ৩৫৭-৫৮,৫০৬ ও ৩৪ দণ্ডবিধির অভিযোগ আনা হয়েছে।
আদালত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দায়ের করতে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ।
মামলায় উল্লেখ করা হয়, ৩০ জুন বেলা ১১টার দিকে রেজাউল ইসলাম ও তাঁর স্ত্রী আয়েশা বেগম চমেকের ষষ্ঠ তলায় চিকিৎসাধীন তাঁর ননদ তাহমিনা আক্তারকে দেখার জন্য চমেকে যান। স্বামী রেজাউল ইসলামকে নিয়ে দ্বিতীয় তলা পর্যন্ত ওঠেন। তাঁদের সঙ্গে চার বছর বয়সী এক সন্তানও ছিল। সিঁড়িতে কাজ চলায় দ্বিতীয় তলায় লিফটের বোতাম চাপ দেন। লিফটে তাঁরা উঠতে চাইলে, লিফটের কর্মচারী জানান, এটি চিকিৎসকদের লিফট। ওঠা যাবে না। অথচ ওইখানে অনেক সাধারণ মানুষ ছিলেন। এই বিষয়ে রেজাউল ইসলাম প্রশ্ন করলে, লিফটম্যান খুবই বাজে কথা বলেন।
লিফটম্যান বাজে কথা বলার পর রেজাউল প্রতিবাদ করলে ডা. মিজানুর রহমান ও কর্মচারী রাজু লিফটে টেনে ঢুকায় ফেলেন। দুজনে রেজাউলকে চড়-থাপ্পড় মারেন। এর প্রতিবাদ করলে ডা. মিজানুর রহমানের নির্দেশে লিফটম্যান রাজু ১০ / ১২ জনকে ডেকে এনে রেজাউল, তাঁর স্ত্রী, দুই সন্তান, বড় জাসহ বাসার গৃহকর্মীকে ৫ম তলার ৩২৬ নম্বর রুমে টানাহেঁচড়ে নিয়ে যান।
সেখানে রেজাউল ও তাঁর স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালান। এ সময় স্ত্রী বাধা দিলে তাঁর স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে এবং কাপড় ছিঁড়ে ফেলে। একপর্যায়ে পাশে থাকা দুই সন্তান, বড় জা ও গৃহকর্মীকেও মারধর করেন।
বিবি আয়েশা আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচলাইশ থানায় গিয়েছিলাম কিন্তু আমাদের অভিযোগ নেয়নি। পরে আদালতে মামলা দায়ের করি। আমাদের ওপর অমানুষিক নির্যাতের প্রমাণ পাওয়া যাবে চমেকের সিসিটিভি ফুটেজে। আমাদের ওপর নির্যাতন চালিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছে।’
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৮ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৯ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৯ ঘণ্টা আগে