কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশের জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবেন, বিদেশিরা নয়। শুনেছি কেউ কেউ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে নালিশ করেন তাদের তদারকি ছাড়া নাকি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। বিদেশিরা এসে কাউকে ক্ষমতায় বসিয়ে দেবেন এটা দুঃস্বপ্ন। জনগণই তাদের পরবর্তী নেতা নির্বাচন করবেন। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।’
আজ রোববার দুপুরে কসবা তফজ্জল আলী (টি. আলী) ডিগ্রী কলেজ মাঠে এবি (আরব-বাংলাদেশ) ব্যাংকের সহায়তায় এলাকার ১ হাজার ৮০০ কৃষক-কৃষাণীর মধ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের কৃষকের মুখে হাসি ফোটানো। খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করা। আজ তাঁর কন্যা শেখ হাসিনা কৃষি ও কৃষকদের প্রাধান্য দিচ্ছেন। বাংলাদেশ এখন খাদ্যে স্বনির্ভর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও কৃষি কাজ করেন। আমি নিজেও কৃষি কাজ করি তাই আমরা কৃষকের দুঃখ-দুর্দশার কথা জানি।’
মন্ত্রী আরও বলেন, ‘করোনা মহামারিতে আমাদের দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। আমরা বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছি। এরপরও আমরা অন্যান্যদের তুলনায় ভালো আছি।’
সরকার উন্নয়নের জন্য প্রথমেই বিদ্যুৎ খাতকে প্রাধান্য দিয়েছিলেন বলে মন্ত্রী করে মন্ত্রী বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিদ্যুতের নাজুক পরিস্থিতি কাটিয়ে প্রতিটি ঘরে বিদ্যুৎ নিশ্চিত করেছেন। এখন প্রতিটি কৃষকের পরিবারে বিদ্যুৎ আছে। সরকার ইরি ও বোরো চাষে কৃষকদের সেচ ও অন্যান্য সুবিধায় প্রণোদনা দিচ্ছে। এক কথায় শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার।’
এবি ব্যাংকের প্রেসিডেন্ট তারেক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম. জি হাক্কানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল।
আরও উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম ও জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ প্রমুখ।
পরে মন্ত্রী এবি ব্যাংকের সহায়তায় জেলা ও উপজেলা মিলিয়ে স্মার্ট কার্ডের মাধ্যমে প্রায় ১ হাজার ৮০০ কৃষক-কৃষাণীর মধ্যে ১০ কোটি কৃষি ঋণ বিতরণ করেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশের জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবেন, বিদেশিরা নয়। শুনেছি কেউ কেউ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে নালিশ করেন তাদের তদারকি ছাড়া নাকি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। বিদেশিরা এসে কাউকে ক্ষমতায় বসিয়ে দেবেন এটা দুঃস্বপ্ন। জনগণই তাদের পরবর্তী নেতা নির্বাচন করবেন। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।’
আজ রোববার দুপুরে কসবা তফজ্জল আলী (টি. আলী) ডিগ্রী কলেজ মাঠে এবি (আরব-বাংলাদেশ) ব্যাংকের সহায়তায় এলাকার ১ হাজার ৮০০ কৃষক-কৃষাণীর মধ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের কৃষকের মুখে হাসি ফোটানো। খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করা। আজ তাঁর কন্যা শেখ হাসিনা কৃষি ও কৃষকদের প্রাধান্য দিচ্ছেন। বাংলাদেশ এখন খাদ্যে স্বনির্ভর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও কৃষি কাজ করেন। আমি নিজেও কৃষি কাজ করি তাই আমরা কৃষকের দুঃখ-দুর্দশার কথা জানি।’
মন্ত্রী আরও বলেন, ‘করোনা মহামারিতে আমাদের দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। আমরা বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছি। এরপরও আমরা অন্যান্যদের তুলনায় ভালো আছি।’
সরকার উন্নয়নের জন্য প্রথমেই বিদ্যুৎ খাতকে প্রাধান্য দিয়েছিলেন বলে মন্ত্রী করে মন্ত্রী বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিদ্যুতের নাজুক পরিস্থিতি কাটিয়ে প্রতিটি ঘরে বিদ্যুৎ নিশ্চিত করেছেন। এখন প্রতিটি কৃষকের পরিবারে বিদ্যুৎ আছে। সরকার ইরি ও বোরো চাষে কৃষকদের সেচ ও অন্যান্য সুবিধায় প্রণোদনা দিচ্ছে। এক কথায় শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার।’
এবি ব্যাংকের প্রেসিডেন্ট তারেক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম. জি হাক্কানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল।
আরও উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম ও জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ প্রমুখ।
পরে মন্ত্রী এবি ব্যাংকের সহায়তায় জেলা ও উপজেলা মিলিয়ে স্মার্ট কার্ডের মাধ্যমে প্রায় ১ হাজার ৮০০ কৃষক-কৃষাণীর মধ্যে ১০ কোটি কৃষি ঋণ বিতরণ করেন।
পাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
২৪ মিনিট আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশাল নৌবন্দর ভবনের ভেতর থেকে আজ রোববার দুপুরে হিজলা উপজেলার একটি লঞ্চঘাট ইজারার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের পরিচয় দিয়ে দরপত্র ছিনতাই করা হয় বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় নির্বাহী অফিসের সহকারী কাম কম্পিউটার নাজমুল আলমের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকা অর্জনের অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে