কক্সবাজার প্রতিনিধি
ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে কক্সবাজারের সেন্ট মার্টিনে যাওয়ার পথে পর্যটকবাহী দুটি জাহাজকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ এই অভিযান পরিচালনা করেন।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ইনানী জেটিঘাট থেকে বার আউলিয়া ও কর্ণফুলী নামে জাহাজ দুটি সেন্ট মার্টিন দ্বীপ যাচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ বলেন, বার আউলিয়া জাহাজকে এক লাখ ও কর্ণফুলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বার আউলিয়া জাহাজে ধারণক্ষমতার অতিরিক্ত ২৫০ যাত্রী এবং কর্ণফুলী জাহাজে অতিরিক্ত ১০০ যাত্রী ছিল।
একই সঙ্গে বার আউলিয়া জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যটকদের হয়রানি ও নাজেহালের অভিযোগ ছিল। এতে জাহাজটির কর্তৃপক্ষকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।
মিয়ানমারের অভ্যন্তরে অস্থির পরিস্থিতির কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে ১০ ফেব্রুয়ারি থেকে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। কেবল বিকল্প পথে ইনানী জেটিঘাট থেকে দুটি জাহাজ চলছে।
টেকনাফে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকের অতিরিক্ত চাপ বলে জানিয়েছেন কর্ণফুলী জাহাজের কক্সবাজারের ইনচার্জ হোসাইন ইসলাম বাহাদুর। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ কারণে কিছু অতিরিক্ত টিকিট বিক্রি করেছে কাউন্টারগুলো। সামনে থেকে কাউন্টারগুলোকে অতিরিক্ত টিকিট না বেচার জন্য বলে দেওয়া হয়েছে।’
হোসাইন ইসলাম বাহাদুর বলেন, বার আউলিয়া জাহাজের ধারণক্ষমতা ৮৫০ জন। সেখানে যাত্রী ছিল ১ হাজার ৭০ জন। কর্ণফুলী জাহাজে ধারণক্ষমতা ছিল ৭৫০ জন। যাত্রী ছিল ৮৫০ জন।
ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে কক্সবাজারের সেন্ট মার্টিনে যাওয়ার পথে পর্যটকবাহী দুটি জাহাজকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ এই অভিযান পরিচালনা করেন।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ইনানী জেটিঘাট থেকে বার আউলিয়া ও কর্ণফুলী নামে জাহাজ দুটি সেন্ট মার্টিন দ্বীপ যাচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ বলেন, বার আউলিয়া জাহাজকে এক লাখ ও কর্ণফুলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বার আউলিয়া জাহাজে ধারণক্ষমতার অতিরিক্ত ২৫০ যাত্রী এবং কর্ণফুলী জাহাজে অতিরিক্ত ১০০ যাত্রী ছিল।
একই সঙ্গে বার আউলিয়া জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যটকদের হয়রানি ও নাজেহালের অভিযোগ ছিল। এতে জাহাজটির কর্তৃপক্ষকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।
মিয়ানমারের অভ্যন্তরে অস্থির পরিস্থিতির কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে ১০ ফেব্রুয়ারি থেকে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। কেবল বিকল্প পথে ইনানী জেটিঘাট থেকে দুটি জাহাজ চলছে।
টেকনাফে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকের অতিরিক্ত চাপ বলে জানিয়েছেন কর্ণফুলী জাহাজের কক্সবাজারের ইনচার্জ হোসাইন ইসলাম বাহাদুর। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ কারণে কিছু অতিরিক্ত টিকিট বিক্রি করেছে কাউন্টারগুলো। সামনে থেকে কাউন্টারগুলোকে অতিরিক্ত টিকিট না বেচার জন্য বলে দেওয়া হয়েছে।’
হোসাইন ইসলাম বাহাদুর বলেন, বার আউলিয়া জাহাজের ধারণক্ষমতা ৮৫০ জন। সেখানে যাত্রী ছিল ১ হাজার ৭০ জন। কর্ণফুলী জাহাজে ধারণক্ষমতা ছিল ৭৫০ জন। যাত্রী ছিল ৮৫০ জন।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
৯ মিনিট আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১১ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
১৫ মিনিট আগেমৌলভীবাজারে একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আজ শনিবার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে