কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন ব্যবস্থার অন্তর্ভুক্ত বিআরটিসি বাসের সেবা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেল ৫টার বাসে বিশ্ববিদ্যালয় থেকে শহরে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাসে অবস্থানরত অধিকাংশ শিক্ষার্থীই বৃষ্টির পানিতে ভিজে যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, বিআরটিসির অধিকাংশ বাসের জানালা অকেজো। যা বৃষ্টি কিংবা তীব্র রোদ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য অনুপযোগী।
বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে আতিকুর রহমান শিপন নামের একজন শিক্ষার্থী বলেন, একেবারেই অস্বস্তিকর অবস্থা। বাসের অকেজো জানালার জন্য আসনে বসাও সম্ভব ছিল না। নিরুপায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকভেজা অবস্থায় যেতে হয়েছে।
ফাহিম আহমেদ নামের একজন শিক্ষার্থী বলেন, উপায়ন্তর না দেখে বাসের ভেতরেই আমি ব্যাগ থেকে ছাতা বের করি। লজ্জাজনক বিষয় হলেও বৃষ্টির পানি থেকে বাঁচতে আমি এটি করতে বাধ্য হই।
ভোগান্তি সম্পর্কে পরিবহন পুলের সেকশন অফিসার জাহিদুল আলমকে প্রশ্ন করলে বলেন, আসলে বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। বিষয়টি লজ্জাজনক। এটি নিয়ে আমি বিআরটিসির ম্যানেজারের সঙ্গে কথা বলব। বাসগুলো আমরা ভাড়ায় নিয়ে আসি, তারা এ রকম বাস কেন পাঠায়। এ বিষয়ে ব্যবস্থা নিতে যা করার দরকার বলে মনে করি সেটি করছি।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের পাশাপাশি নয়টি বিআরটিসির ভাড়া বাস রয়েছে। তবে বাসগুলোর সেবা নিয়ে মাঝেমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ চোখে পড়ে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন ব্যবস্থার অন্তর্ভুক্ত বিআরটিসি বাসের সেবা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেল ৫টার বাসে বিশ্ববিদ্যালয় থেকে শহরে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাসে অবস্থানরত অধিকাংশ শিক্ষার্থীই বৃষ্টির পানিতে ভিজে যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, বিআরটিসির অধিকাংশ বাসের জানালা অকেজো। যা বৃষ্টি কিংবা তীব্র রোদ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য অনুপযোগী।
বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে আতিকুর রহমান শিপন নামের একজন শিক্ষার্থী বলেন, একেবারেই অস্বস্তিকর অবস্থা। বাসের অকেজো জানালার জন্য আসনে বসাও সম্ভব ছিল না। নিরুপায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকভেজা অবস্থায় যেতে হয়েছে।
ফাহিম আহমেদ নামের একজন শিক্ষার্থী বলেন, উপায়ন্তর না দেখে বাসের ভেতরেই আমি ব্যাগ থেকে ছাতা বের করি। লজ্জাজনক বিষয় হলেও বৃষ্টির পানি থেকে বাঁচতে আমি এটি করতে বাধ্য হই।
ভোগান্তি সম্পর্কে পরিবহন পুলের সেকশন অফিসার জাহিদুল আলমকে প্রশ্ন করলে বলেন, আসলে বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। বিষয়টি লজ্জাজনক। এটি নিয়ে আমি বিআরটিসির ম্যানেজারের সঙ্গে কথা বলব। বাসগুলো আমরা ভাড়ায় নিয়ে আসি, তারা এ রকম বাস কেন পাঠায়। এ বিষয়ে ব্যবস্থা নিতে যা করার দরকার বলে মনে করি সেটি করছি।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের পাশাপাশি নয়টি বিআরটিসির ভাড়া বাস রয়েছে। তবে বাসগুলোর সেবা নিয়ে মাঝেমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ চোখে পড়ে।
ফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৯ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
১৮ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
১ ঘণ্টা আগেকুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে