লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলায় আরও ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র্যাব চারজনকে ও পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। জোড়া খুনের মামলায় এ নিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হলো।
আজ সোমবার দুপুরে র্যাবের নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ও জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বশিকপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান নিশান, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফয়সাল, আওয়ামী লীগ কর্মী রুবেল দেওয়ান ও নাজমুল হোসেন। এর মধ্যে নিশান ও রুবেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোববার রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া রোববার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ফারুক হোসেন ও আরমান হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করেছে।
এর আগে গত ২৭ এপ্রিল র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে চার আসামিকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাঁদের চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। তাঁরা হলেন মনির হোসেন রুবেল, আজিজুল ইসলাম বাবলু, মো. সবুজ ও ইসমাইল হোসেন পাটওয়ারী।
র্যাবের নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোমান-রাকিবকে গুলি করে হত্যা করা হয়েছে। মামলার প্রধান আসামি আবুল কাশেম জিহাদী ১৯৯৬ সালে নিজের নামে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। তাঁর বাহিনীতে ৩০০ সক্রিয় সদস্য রয়েছে। যাদের মাধ্যমে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের চন্দ্রগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
মাহমুদুল হাসান আরও বলেন, কাশেম জিহাদী তাঁর সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে প্রভাব ও আধিপত্য বিস্তার করে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ২০১৩ সালে দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামিম, ২০০০ সালে আইনজীবী নুরুল ইসলাম, দত্তপাড়া এলাকার আবু তাহের, বশিকপুরের নন্দীগ্রামের মোরশেদ আলম, করপাড়ার মনির হোসেন, উত্তর জয়পুরের সেলিম ভূঁইয়া ও কামাল হোসেন হত্যা মামলারও প্রধান আসামি কাশেম জিহাদী।
পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, রিমান্ডে থাকা চার আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মামলার প্রধান আসামি আবুল কাশেম জিহাদীসহ অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিদিনই জেলার কোথাও না কোথাও বিক্ষোভ-মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এ ঘটনার পর বশিকপুরসহ আশপাশের এলাকায় এখনো থমথমে অবস্থায় বিরাজ করছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে পোদ্দার বাজার থেকে নাগের হাটে যাচ্ছিলেন যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম। পশ্চিম বাজার এলাকার ব্রিজের কাছে গেলে তাঁদের লক্ষ করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তাতে মাথায় গুলিবিদ্ধ হয়ে আবদুল্লাহ আল নোমান ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত রাকিব ইমামকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পরে ঢাকা নেওয়ার পথে মারা যান। পরদিন নিহত নোমানের বড় ভাই বশিকপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখসহ আরও ১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা করেন।
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলায় আরও ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র্যাব চারজনকে ও পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। জোড়া খুনের মামলায় এ নিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হলো।
আজ সোমবার দুপুরে র্যাবের নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ও জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বশিকপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান নিশান, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফয়সাল, আওয়ামী লীগ কর্মী রুবেল দেওয়ান ও নাজমুল হোসেন। এর মধ্যে নিশান ও রুবেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোববার রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া রোববার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ফারুক হোসেন ও আরমান হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করেছে।
এর আগে গত ২৭ এপ্রিল র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে চার আসামিকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাঁদের চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। তাঁরা হলেন মনির হোসেন রুবেল, আজিজুল ইসলাম বাবলু, মো. সবুজ ও ইসমাইল হোসেন পাটওয়ারী।
র্যাবের নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোমান-রাকিবকে গুলি করে হত্যা করা হয়েছে। মামলার প্রধান আসামি আবুল কাশেম জিহাদী ১৯৯৬ সালে নিজের নামে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। তাঁর বাহিনীতে ৩০০ সক্রিয় সদস্য রয়েছে। যাদের মাধ্যমে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের চন্দ্রগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
মাহমুদুল হাসান আরও বলেন, কাশেম জিহাদী তাঁর সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে প্রভাব ও আধিপত্য বিস্তার করে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ২০১৩ সালে দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামিম, ২০০০ সালে আইনজীবী নুরুল ইসলাম, দত্তপাড়া এলাকার আবু তাহের, বশিকপুরের নন্দীগ্রামের মোরশেদ আলম, করপাড়ার মনির হোসেন, উত্তর জয়পুরের সেলিম ভূঁইয়া ও কামাল হোসেন হত্যা মামলারও প্রধান আসামি কাশেম জিহাদী।
পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, রিমান্ডে থাকা চার আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মামলার প্রধান আসামি আবুল কাশেম জিহাদীসহ অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিদিনই জেলার কোথাও না কোথাও বিক্ষোভ-মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এ ঘটনার পর বশিকপুরসহ আশপাশের এলাকায় এখনো থমথমে অবস্থায় বিরাজ করছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে পোদ্দার বাজার থেকে নাগের হাটে যাচ্ছিলেন যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম। পশ্চিম বাজার এলাকার ব্রিজের কাছে গেলে তাঁদের লক্ষ করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তাতে মাথায় গুলিবিদ্ধ হয়ে আবদুল্লাহ আল নোমান ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত রাকিব ইমামকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পরে ঢাকা নেওয়ার পথে মারা যান। পরদিন নিহত নোমানের বড় ভাই বশিকপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখসহ আরও ১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা করেন।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৬ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৬ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৭ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৭ ঘণ্টা আগে