চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. শওকত হোসেন ৪২৪ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। শওকতকে চাকরি থেকে বরখাস্ত করার আদেশ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কনস্টেবল মো. শওকত হোসেনকে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদ থেকে বরখাস্ত করার বিষয়ে বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ পেয়েছে। প্রচারমাধ্যমে তাঁর অতীত কার্যক্রমের বিষয়ে আলোকপাত করা হলেও কী কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে, সে বিষয়টি উপেক্ষা করা হয়েছে। শওকত ২০২১ সালের ৯ নভেম্বর থেকে ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত কর্মস্থলে (বন্দর বিভাগ, সিএমপি) ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকেন। কোনো যৌক্তিক কারণ এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা যেকোনো শৃঙ্খলা বাহিনীর জন্য গর্হিত অপরাধ, যা চূড়ান্ত অসদাচরণ হিসেবে গণ্য।
পুলিশের পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, শওকতকে গত বছরের ৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের আদেশে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে গত বছরের মার্চের ১৩ তারিখে কুমিল্লা জেলায় বদলি করা হলে তিনি কুমিল্লায় যোগদান করেননি এবং রহস্যজনকভাবে অনুপস্থিত থাকেন। তাঁর অনুপস্থিতি সম্পর্কে কোনো তথ্য কর্তৃপক্ষ বরাবর পাঠাননি। পরে এ বছরের মার্চের ১ তারিখে অর্থাৎ ৩৫৩ দিন পরে কুমিল্লা জেলায় যোগদান করেন।
সব মিলিয়ে শওকত ৪২৪ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কুমিল্লা জেলায় অনুপস্থিত থাকায় তাঁকে কৈফিয়ত তলব করা হয়েছে। তিনি কুমিল্লা জেলায় অনুপস্থিত হওয়ার প্রতিবেদনে অসুস্থতাজনিত কারণে হাজির না হওয়ার কথা বললেও কোনো চিকিৎসা সনদ উপস্থাপন করতে পারেননি। তবে তিনি চাকরিতে অনুপস্থিত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময়ই হাজির ছিলেন এবং তাঁকে কোনো সময়ই শারীরিকভাবে অসুস্থ মনে হয়নি।
বিবৃতিতে বলা হয়, যিনি এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তিনি পুলিশের মতো একটি শৃঙ্খলা বাহিনীতে সংযুক্ত থাকতে পারেন না বলেই প্রতীয়মান হয়। এমন অপেশাদার, শৃঙ্খলাবহির্ভূত কার্যক্রমের পরও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে তা প্রশাসনিকভাবে খারাপ নজির হিসেবেই গণ্য হতো।
এ ছাড়া তিনি নিজেই অভিযোগের ব্যাপারে আত্মসমর্থনমূলক বক্তব্যে নিজেকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে অভিহিত করেন। পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং মানবিক কাজে সম্পৃক্ত থাকার কারণে পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, কনস্টেবল শওকতের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় ব্যবস্থার সঙ্গে তাঁর অতীত কর্মকাণ্ড সম্পৃক্ত করে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. শওকত হোসেন ৪২৪ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। শওকতকে চাকরি থেকে বরখাস্ত করার আদেশ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কনস্টেবল মো. শওকত হোসেনকে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদ থেকে বরখাস্ত করার বিষয়ে বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ পেয়েছে। প্রচারমাধ্যমে তাঁর অতীত কার্যক্রমের বিষয়ে আলোকপাত করা হলেও কী কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে, সে বিষয়টি উপেক্ষা করা হয়েছে। শওকত ২০২১ সালের ৯ নভেম্বর থেকে ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত কর্মস্থলে (বন্দর বিভাগ, সিএমপি) ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকেন। কোনো যৌক্তিক কারণ এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা যেকোনো শৃঙ্খলা বাহিনীর জন্য গর্হিত অপরাধ, যা চূড়ান্ত অসদাচরণ হিসেবে গণ্য।
পুলিশের পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, শওকতকে গত বছরের ৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের আদেশে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে গত বছরের মার্চের ১৩ তারিখে কুমিল্লা জেলায় বদলি করা হলে তিনি কুমিল্লায় যোগদান করেননি এবং রহস্যজনকভাবে অনুপস্থিত থাকেন। তাঁর অনুপস্থিতি সম্পর্কে কোনো তথ্য কর্তৃপক্ষ বরাবর পাঠাননি। পরে এ বছরের মার্চের ১ তারিখে অর্থাৎ ৩৫৩ দিন পরে কুমিল্লা জেলায় যোগদান করেন।
সব মিলিয়ে শওকত ৪২৪ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কুমিল্লা জেলায় অনুপস্থিত থাকায় তাঁকে কৈফিয়ত তলব করা হয়েছে। তিনি কুমিল্লা জেলায় অনুপস্থিত হওয়ার প্রতিবেদনে অসুস্থতাজনিত কারণে হাজির না হওয়ার কথা বললেও কোনো চিকিৎসা সনদ উপস্থাপন করতে পারেননি। তবে তিনি চাকরিতে অনুপস্থিত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময়ই হাজির ছিলেন এবং তাঁকে কোনো সময়ই শারীরিকভাবে অসুস্থ মনে হয়নি।
বিবৃতিতে বলা হয়, যিনি এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তিনি পুলিশের মতো একটি শৃঙ্খলা বাহিনীতে সংযুক্ত থাকতে পারেন না বলেই প্রতীয়মান হয়। এমন অপেশাদার, শৃঙ্খলাবহির্ভূত কার্যক্রমের পরও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে তা প্রশাসনিকভাবে খারাপ নজির হিসেবেই গণ্য হতো।
এ ছাড়া তিনি নিজেই অভিযোগের ব্যাপারে আত্মসমর্থনমূলক বক্তব্যে নিজেকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে অভিহিত করেন। পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং মানবিক কাজে সম্পৃক্ত থাকার কারণে পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, কনস্টেবল শওকতের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় ব্যবস্থার সঙ্গে তাঁর অতীত কর্মকাণ্ড সম্পৃক্ত করে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
৩ মিনিট আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
৮ মিনিট আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
২২ মিনিট আগেবাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার। গণঅভূথ্যানের ১০০ তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
২৭ মিনিট আগে