অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে, দেয়াল ধসে, ট্রলার ডুবে ও পানিতে ডুবে ১৬ জেলায় ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় একই পরিবারের তিনজন, ভোলায় পাঁচজন, সিরাজগঞ্জে দুজন, গোপালগঞ্জ দুজন, চট্টগ্রামে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন, কক্সবাজার দুজন, মুন্সিগঞ্জে দুজন এবং বরগুনা, শরীয়তপুর, নোয়াখালী, গাজীপুর, ঢাকা, পটুয়াখালী ও নড়াইল একজন করে মারা গেছেন।
আজ মঙ্গলবার সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো সংবাদে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভোলা:
সিত্রাংয়ের প্রভাবে ভোলায় গাছচাপায়, আতঙ্কে ও নদীতে ডুবে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
নিহতরা হলেন, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. মফিজল ইসলাম (৬০), দৌলতখান উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ডের বিবি খাদিজা (৮০), চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার চেয়ারম্যান বাজারের মো. মনিরুল ইসলাম (৩০) ও লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জের ফাতেমাবাদ এলাকার আয়শা বেগম (৩০)।
কুমিল্লা:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ঘরের ওপর গাছ পড়ে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, নেজাম উদ্দিন, তাঁর স্ত্রী শারমিন আক্তার সাথি ও তাঁদের দুই বছরের শিশু নুসরাত।
গোপালগঞ্জ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিত্রাংয়ের জেরে গাছচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, উপজেলার পাঁচকাহিনিয়া গ্রামের রেজাউল খাঁর স্ত্রী শারমিন বেগম (২৫) ও বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম (৬৫)।
সিরাজগঞ্জ:
বৈরী আবহাওয়ার মধ্যে সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় নির্মাণাধীন শিল্পপার্কের উত্তর পাশে নৌকাডুবির ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়। মৃতরা হলেন, পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০) ও তাঁদের শিশুসন্তান আরাফাত।
নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে সোমবার দুপুরে গাছের ডাল পড়ে মর্জিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তাঁর বাড়ি বাগেরহাট সদর উপজেলার অর্জনবাহার গ্রামে।
বরগুনা:
গতকাল রাত ৮টার দিকে ঘরের ওপর গাছ পড়লে ভেতরে চাপা পড়ে আমেনা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সোনাখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নোয়াখালী:
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা হাবিবিয়া একটি বসতঘরের ওপর গাছ পড়ে সানজিদ আফ্রিদি আদি নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার মা সানজিদা খানম গুরুতর আহত হলে তাঁকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা:
এদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় মহাসড়কে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। রাজধানী ঢাকায়ও বেশ কয়েকটি স্থানে সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
গোপালগঞ্জ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছ চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার পাঁচ কাহিনীয়া ও বাঁশবাড়িয়া গ্রামে ওই দুই নারীর মৃত্যু হয়। নিহতেরা হলেন, উপজেলার পাঁচ কাহনীয়া গ্রামের রেজাউল খার স্ত্রী শারমিন বেগম (২৫) ও বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম (৬৫)।
চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উপকূল থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত (৭) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূলবর্তী একটি জাহাজভাঙা কারখানা সংলগ্ন এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে নগরের চাঁন্দগাওতে ঘরের ভেতরে ঢুকে যাওয়া জোয়ারের পানিতে বিদ্যুতায়িত হয়ে মোবারক হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় একই পরিবারের আরও ৩ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত আড়াইটায় উত্তর মোহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবক নগরীর মোহরা এলাকার মৃত নুর আলমের ছেলে। আহতরা হলেন, মোবারকের বড় ভাই মো. সালাউদ্দিন, তাঁর স্ত্রী রাশেদা বেগম ও ছোট ভাই মো. সাদ্দাম।
ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর থেকে যদুগোপাল পাল (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গোপীনাথ জিউ মন্দিরের পার্শ্ববর্তী পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ ফান্দাউক গ্রামের মৃত জগৎ চন্দ্র পালের ছেলে।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে ঘরে গাছ ভেঙে পড়ে জয়নাল আবেদীন (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। এতে আহত হয়েছে তাঁর স্ত্রী নিপা আক্তার (২০)। গতকাল সোমবার রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
শরীয়তপুর:
শরীয়তপুরের জাজিরায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছ চাপায় সুফিয়া খাতুন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসে গাছ উপড়ে তাঁর বসত ঘরের ওপর আছড়ে পড়ে। এতে গাছ চাপায় মারা যান তিনি। নিহত সুফিয়া জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর গ্ৰামের হালান মুসুল্লীর স্ত্রী।
গাজীপুর:
ঘূর্ণিঝড়ের কারণে গাজীপুরের কাপাসিয়ায় মাটির দেয়াল ধসে পড়ে আনিসুর রহমান নামে ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কড়িহাত ইউনিয়নের সোমবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশু ইকুরিয়া গ্রামের দিনমজুর বেলায়েত মোল্লার দ্বিতীয় ছেলে। এতে তাঁর বড় ছেলে আলামিন আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পটুয়াখালী:
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীতে মো. নূরুল ইসলাম (৪০) নামে এক ট্রলার শ্রমিক নিহত হয়েছেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীতে সোমবার রাত ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রত্তাপপুর লঞ্চঘাটে নোঙর করা অবস্থায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের মালিক আব্দুল জলিল মোল্লা সাঁতরে তীরে উঠতে পারলেও শ্রমিক নূরুল ইসলাম নিখোঁজ হন। পরে ১৩ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন।
মো. নূরুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে। জলিল মোল্লা সোমবার বিকেলে পটুয়াখালীর একটি ইটভাটা থেকে ২৫ হাজার ইট নিয়ে মুরাদিয়া যাচ্ছিলেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব বেড়ে গেলে ইটভর্তি ট্রলারটি প্রত্তাপপুর লঞ্চঘাটে নোঙর করে রাখা হয়। পরে রাতে ঘূর্ণিঝড়ের কারণে আঘাতে ট্রলারটি ডুবে যায়।
কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য নিয়ে আসা জাহাজে মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝোড়ো হাওয়ার সময় জাহাজের ওপর ডেক থেকে নিচে পড়ে শৌ মিং (৭১) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি মিয়ানমারের আকিয়াব শহরের ঢৌমিং এর ছেলে।
টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শৌ মিং মিয়ানমার থেকে পণ্য নিয়ে আসা জাহাজটির বাবুর্চি ছিলেন। এক সপ্তাহ আগে মিয়ানমার থেকে পণ্য নিয়ে জাহাজটি বন্দরে এসেছে।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজারসহ ডুবে নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জাহিদ (২৯) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান।
মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে ঘূর্নিঝড় সিত্রাংয়ে গাছ ভেঙে বসতঘরের উপর পড়ল চাঁপা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছে। এ ছাড়া বাবা গুরুতর আহত হন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মা আসমা বেগম আশু (২৮) ও মেয়ে সুরাইয়ার (৩)।
আরও পড়ুন:
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে, দেয়াল ধসে, ট্রলার ডুবে ও পানিতে ডুবে ১৬ জেলায় ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় একই পরিবারের তিনজন, ভোলায় পাঁচজন, সিরাজগঞ্জে দুজন, গোপালগঞ্জ দুজন, চট্টগ্রামে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন, কক্সবাজার দুজন, মুন্সিগঞ্জে দুজন এবং বরগুনা, শরীয়তপুর, নোয়াখালী, গাজীপুর, ঢাকা, পটুয়াখালী ও নড়াইল একজন করে মারা গেছেন।
আজ মঙ্গলবার সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো সংবাদে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভোলা:
সিত্রাংয়ের প্রভাবে ভোলায় গাছচাপায়, আতঙ্কে ও নদীতে ডুবে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
নিহতরা হলেন, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. মফিজল ইসলাম (৬০), দৌলতখান উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ডের বিবি খাদিজা (৮০), চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার চেয়ারম্যান বাজারের মো. মনিরুল ইসলাম (৩০) ও লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জের ফাতেমাবাদ এলাকার আয়শা বেগম (৩০)।
কুমিল্লা:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ঘরের ওপর গাছ পড়ে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, নেজাম উদ্দিন, তাঁর স্ত্রী শারমিন আক্তার সাথি ও তাঁদের দুই বছরের শিশু নুসরাত।
গোপালগঞ্জ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিত্রাংয়ের জেরে গাছচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, উপজেলার পাঁচকাহিনিয়া গ্রামের রেজাউল খাঁর স্ত্রী শারমিন বেগম (২৫) ও বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম (৬৫)।
সিরাজগঞ্জ:
বৈরী আবহাওয়ার মধ্যে সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় নির্মাণাধীন শিল্পপার্কের উত্তর পাশে নৌকাডুবির ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়। মৃতরা হলেন, পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০) ও তাঁদের শিশুসন্তান আরাফাত।
নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে সোমবার দুপুরে গাছের ডাল পড়ে মর্জিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তাঁর বাড়ি বাগেরহাট সদর উপজেলার অর্জনবাহার গ্রামে।
বরগুনা:
গতকাল রাত ৮টার দিকে ঘরের ওপর গাছ পড়লে ভেতরে চাপা পড়ে আমেনা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সোনাখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নোয়াখালী:
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা হাবিবিয়া একটি বসতঘরের ওপর গাছ পড়ে সানজিদ আফ্রিদি আদি নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার মা সানজিদা খানম গুরুতর আহত হলে তাঁকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা:
এদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় মহাসড়কে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। রাজধানী ঢাকায়ও বেশ কয়েকটি স্থানে সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
গোপালগঞ্জ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছ চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার পাঁচ কাহিনীয়া ও বাঁশবাড়িয়া গ্রামে ওই দুই নারীর মৃত্যু হয়। নিহতেরা হলেন, উপজেলার পাঁচ কাহনীয়া গ্রামের রেজাউল খার স্ত্রী শারমিন বেগম (২৫) ও বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম (৬৫)।
চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উপকূল থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত (৭) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূলবর্তী একটি জাহাজভাঙা কারখানা সংলগ্ন এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে নগরের চাঁন্দগাওতে ঘরের ভেতরে ঢুকে যাওয়া জোয়ারের পানিতে বিদ্যুতায়িত হয়ে মোবারক হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় একই পরিবারের আরও ৩ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত আড়াইটায় উত্তর মোহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবক নগরীর মোহরা এলাকার মৃত নুর আলমের ছেলে। আহতরা হলেন, মোবারকের বড় ভাই মো. সালাউদ্দিন, তাঁর স্ত্রী রাশেদা বেগম ও ছোট ভাই মো. সাদ্দাম।
ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর থেকে যদুগোপাল পাল (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গোপীনাথ জিউ মন্দিরের পার্শ্ববর্তী পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ ফান্দাউক গ্রামের মৃত জগৎ চন্দ্র পালের ছেলে।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে ঘরে গাছ ভেঙে পড়ে জয়নাল আবেদীন (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। এতে আহত হয়েছে তাঁর স্ত্রী নিপা আক্তার (২০)। গতকাল সোমবার রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
শরীয়তপুর:
শরীয়তপুরের জাজিরায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছ চাপায় সুফিয়া খাতুন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসে গাছ উপড়ে তাঁর বসত ঘরের ওপর আছড়ে পড়ে। এতে গাছ চাপায় মারা যান তিনি। নিহত সুফিয়া জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর গ্ৰামের হালান মুসুল্লীর স্ত্রী।
গাজীপুর:
ঘূর্ণিঝড়ের কারণে গাজীপুরের কাপাসিয়ায় মাটির দেয়াল ধসে পড়ে আনিসুর রহমান নামে ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কড়িহাত ইউনিয়নের সোমবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশু ইকুরিয়া গ্রামের দিনমজুর বেলায়েত মোল্লার দ্বিতীয় ছেলে। এতে তাঁর বড় ছেলে আলামিন আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পটুয়াখালী:
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীতে মো. নূরুল ইসলাম (৪০) নামে এক ট্রলার শ্রমিক নিহত হয়েছেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীতে সোমবার রাত ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রত্তাপপুর লঞ্চঘাটে নোঙর করা অবস্থায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের মালিক আব্দুল জলিল মোল্লা সাঁতরে তীরে উঠতে পারলেও শ্রমিক নূরুল ইসলাম নিখোঁজ হন। পরে ১৩ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন।
মো. নূরুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে। জলিল মোল্লা সোমবার বিকেলে পটুয়াখালীর একটি ইটভাটা থেকে ২৫ হাজার ইট নিয়ে মুরাদিয়া যাচ্ছিলেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব বেড়ে গেলে ইটভর্তি ট্রলারটি প্রত্তাপপুর লঞ্চঘাটে নোঙর করে রাখা হয়। পরে রাতে ঘূর্ণিঝড়ের কারণে আঘাতে ট্রলারটি ডুবে যায়।
কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য নিয়ে আসা জাহাজে মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝোড়ো হাওয়ার সময় জাহাজের ওপর ডেক থেকে নিচে পড়ে শৌ মিং (৭১) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি মিয়ানমারের আকিয়াব শহরের ঢৌমিং এর ছেলে।
টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শৌ মিং মিয়ানমার থেকে পণ্য নিয়ে আসা জাহাজটির বাবুর্চি ছিলেন। এক সপ্তাহ আগে মিয়ানমার থেকে পণ্য নিয়ে জাহাজটি বন্দরে এসেছে।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজারসহ ডুবে নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জাহিদ (২৯) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান।
মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে ঘূর্নিঝড় সিত্রাংয়ে গাছ ভেঙে বসতঘরের উপর পড়ল চাঁপা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছে। এ ছাড়া বাবা গুরুতর আহত হন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মা আসমা বেগম আশু (২৮) ও মেয়ে সুরাইয়ার (৩)।
আরও পড়ুন:
যশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
৬ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২ ঘণ্টা আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
২ ঘণ্টা আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
২ ঘণ্টা আগে