লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রী-ছেলে ও মেয়েকে ঘরে আটকে রেখে পেট্রল ঢেলে ঘরে আগুন দিয়েছেন এক ব্যক্তি। তাঁর নাম কামাল হোসেন। এতে তাঁর সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার ও আবদুর রহমান নামের তিন বছরের এক ছেলে দগ্ধ হয়ে মারা গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় স্ত্রী সুমাইয়া আক্তারকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত কামালকে আজ মঙ্গলবার দুপুরে আটক করেছে পুলিশ। তিনি পেশায় অটোরিকশাচালক। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগুন দেওয়ার ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গতকাল সোমবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পুরান চতইল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, কামাল মাদকসহ কয়েকবার পুলিশের হাতে আটক হন। মাদক সেবন নিয়ে স্ত্রী সুমাইয়ার সঙ্গে প্রায় সময় তাঁর ঝগড়া হতো। ঘটনার সময় স্থানীয়রা শোরগোল শুনে ছুটে এসে দেখেন ঘরের দরজা বাইরে দিয়ে তালা দেওয়া। আর ভেতরে আগুন জ্বলছে।
তাঁরা দরজা খুলে আগুন নেভানোর আগেই কামালের মেয়ে আয়েশা আগুনে পুড়ে মারা যায়। দগ্ধ হন কামালের স্ত্রী সুমাইয়া ও ছেলে আব্দুর রহমান। পরে তাঁদের প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেলে আবদুর রহমান মারা যায়।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন বলেন, কামালকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। আগুনে পুড়ে ছেলে-মেয়ে দুজন মারা গেছে। তাঁর স্ত্রী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রী-ছেলে ও মেয়েকে ঘরে আটকে রেখে পেট্রল ঢেলে ঘরে আগুন দিয়েছেন এক ব্যক্তি। তাঁর নাম কামাল হোসেন। এতে তাঁর সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার ও আবদুর রহমান নামের তিন বছরের এক ছেলে দগ্ধ হয়ে মারা গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় স্ত্রী সুমাইয়া আক্তারকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত কামালকে আজ মঙ্গলবার দুপুরে আটক করেছে পুলিশ। তিনি পেশায় অটোরিকশাচালক। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগুন দেওয়ার ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গতকাল সোমবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পুরান চতইল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, কামাল মাদকসহ কয়েকবার পুলিশের হাতে আটক হন। মাদক সেবন নিয়ে স্ত্রী সুমাইয়ার সঙ্গে প্রায় সময় তাঁর ঝগড়া হতো। ঘটনার সময় স্থানীয়রা শোরগোল শুনে ছুটে এসে দেখেন ঘরের দরজা বাইরে দিয়ে তালা দেওয়া। আর ভেতরে আগুন জ্বলছে।
তাঁরা দরজা খুলে আগুন নেভানোর আগেই কামালের মেয়ে আয়েশা আগুনে পুড়ে মারা যায়। দগ্ধ হন কামালের স্ত্রী সুমাইয়া ও ছেলে আব্দুর রহমান। পরে তাঁদের প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেলে আবদুর রহমান মারা যায়।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন বলেন, কামালকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। আগুনে পুড়ে ছেলে-মেয়ে দুজন মারা গেছে। তাঁর স্ত্রী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে ওই লাশটি নারী না পুরুষের তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
১১ মিনিট আগেরংপুরের পীরগাছা উপজেলায় ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সুমাইয়া (১০) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে। সে ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে।
২৭ মিনিট আগেসংবাদ সম্মেলনে বক্তব্য দেন নবগঠিত ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব দিদারুল আলম দিদার। তিনি বলেন, ‘কোনো এক অদৃশ্য কারণে অতীতে ময়নামতি অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে। এই অঞ্চল ঐতিহাসিক গুরুত্ব, ভৌগোলিক অবস্থান বিবেচনায় কোনোভাবেই বুড়িচং উপজেলার অংশ হওয়া উচিত ছিল না। আধুনিক সভ্যতায় তথ্যপ্রযুক্তির..
২৮ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী-চন্দ্রগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস চাপায় সিএনজিতে থাকা আইরিন আক্তার (১৪) নামে এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন নিহতের ছোট বোন আঁখি আক্তার (৭)। ঘটনার পর দ্রুত পালিয়ে যায় বাসটি...
৪০ মিনিট আগে