নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিনা টিকিটে ভ্রমণ করায় কয়েক দিন আগে কুমিল্লার লাকসামে এক টিটিইর (টিকিট চেকার) সঙ্গে ঝামেলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছুদের। এই ঘটনায় দুই ঘণ্টা সোনার বাংলা ট্রেন অবরোধ করে রাখেন তাঁরা। এবার ঢাকা থেকে চট্টগ্রামে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেও একই ঘটনা ঘটল। বিনা টিকিটে ট্রেনে উঠতে না দেওয়ায় প্রায় ৩০ মিনিট ট্রেনটির ইঞ্জিন আটকে রাখেন তাঁরা। পরে বিনা টিকিটে চট্টগ্রামে আসেন শতাধিক শিক্ষার্থী।
আজ শুক্রবার ঢাকা থেকে সাড়ে ৪টায় চট্টগ্রাম ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
সুবর্ণ, সোনার বাংলা ও মহানগর গোধূলির কয়েকজন রেল কর্মচারী জানান, তাঁরা এক জোট হয়ে ট্রেনে উঠে যাচ্ছেন বিনা টিকিটে। বাধা দিলে রেল কর্মচারীদের মারধর করছেন।
চট্টগ্রামের এসিও-২ শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিনা টিকিটে ভ্রমণ করলে টিকিটের দামের পাশাপাশি জরিমানাও করার নিয়ম আছে। কিন্তু বাধ্য হয়ে চবির ভর্তিচ্ছুদের চারজন মিলে একটি টিকিট নেওয়ার সুযোগ করলেও তাঁরা নিচ্ছেন না। তাঁদের দাবি, ফ্রিতে ট্রেন ভ্রমণ করবেন। এতে যারা টিকিট কেটে ভ্রমণ করছেন, তাঁদের মারাত্মক অসুবিধা হচ্ছে।’
পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজকেও সুবর্ণ ট্রেনে বিনা টিকিটে অনেক ভর্তিচ্ছু ভ্রমণ করেছেন। ট্রেন আটকে রাখছেন। এটিতো ঠিক না। আমরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেব।’
বিনা টিকিটে ভ্রমণ করায় কয়েক দিন আগে কুমিল্লার লাকসামে এক টিটিইর (টিকিট চেকার) সঙ্গে ঝামেলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছুদের। এই ঘটনায় দুই ঘণ্টা সোনার বাংলা ট্রেন অবরোধ করে রাখেন তাঁরা। এবার ঢাকা থেকে চট্টগ্রামে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেও একই ঘটনা ঘটল। বিনা টিকিটে ট্রেনে উঠতে না দেওয়ায় প্রায় ৩০ মিনিট ট্রেনটির ইঞ্জিন আটকে রাখেন তাঁরা। পরে বিনা টিকিটে চট্টগ্রামে আসেন শতাধিক শিক্ষার্থী।
আজ শুক্রবার ঢাকা থেকে সাড়ে ৪টায় চট্টগ্রাম ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
সুবর্ণ, সোনার বাংলা ও মহানগর গোধূলির কয়েকজন রেল কর্মচারী জানান, তাঁরা এক জোট হয়ে ট্রেনে উঠে যাচ্ছেন বিনা টিকিটে। বাধা দিলে রেল কর্মচারীদের মারধর করছেন।
চট্টগ্রামের এসিও-২ শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিনা টিকিটে ভ্রমণ করলে টিকিটের দামের পাশাপাশি জরিমানাও করার নিয়ম আছে। কিন্তু বাধ্য হয়ে চবির ভর্তিচ্ছুদের চারজন মিলে একটি টিকিট নেওয়ার সুযোগ করলেও তাঁরা নিচ্ছেন না। তাঁদের দাবি, ফ্রিতে ট্রেন ভ্রমণ করবেন। এতে যারা টিকিট কেটে ভ্রমণ করছেন, তাঁদের মারাত্মক অসুবিধা হচ্ছে।’
পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজকেও সুবর্ণ ট্রেনে বিনা টিকিটে অনেক ভর্তিচ্ছু ভ্রমণ করেছেন। ট্রেন আটকে রাখছেন। এটিতো ঠিক না। আমরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেব।’
ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় আট ঘণ্টা পর বুধবার (২০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে লাইনচ্যুত ট্রেনটির উদ্ধারকাজ সম্পন্ন হয়। ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
৮ মিনিট আগেঢাকার ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ বুধবার রাতে কালাপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৫ সদস্যের একটি যৌথ কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ চলাচল দেখভাল করবে
১ ঘণ্টা আগেগত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, পঙ্গু হয়েছেন। এতো ত্যাগের পর বিএনপি পরিণত রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। বিএনপি নেতা-কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগে