সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে উল্টে পড়ে। এতে মো. বুলবুল আহমেদ (৬০) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ভেতরে থাকা আরও ১০ যাত্রী। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি ইউনিয়নের বিএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক দীপক।
নিহত বাসযাত্রী বুলবুল নেত্রকোনা জেলার কেন্দুয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বিএম গেট এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা স্ক্র্যাপ জাহাজের মালামালের ওপর উল্টে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে এক যাত্রী নিহত হোন। পুলিশ ও ফায়ার সার্ভিস লাশটি উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করি। আধা ঘণ্টা প্রচেষ্টার পর নিহত এক যাত্রীর মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক দীপক বলেন, দুর্ঘটনায় নিহত বাসযাত্রীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে উল্টে পড়ে। এতে মো. বুলবুল আহমেদ (৬০) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ভেতরে থাকা আরও ১০ যাত্রী। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি ইউনিয়নের বিএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক দীপক।
নিহত বাসযাত্রী বুলবুল নেত্রকোনা জেলার কেন্দুয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বিএম গেট এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা স্ক্র্যাপ জাহাজের মালামালের ওপর উল্টে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে এক যাত্রী নিহত হোন। পুলিশ ও ফায়ার সার্ভিস লাশটি উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করি। আধা ঘণ্টা প্রচেষ্টার পর নিহত এক যাত্রীর মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক দীপক বলেন, দুর্ঘটনায় নিহত বাসযাত্রীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
২ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
২ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৩ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৩ ঘণ্টা আগে