লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে রিয়াজ হোসেন নামের এক যুবককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার দায়ে তাঁর দুই সহকর্মীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. কাউসার হোসেন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের এবং রাকিব হোসেন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা। নিহত রিয়াজ হোসেন দত্তপাড়া ইউনিয়নের করইতোলা গ্রামের মৃত খোকনের ছেলে।
আদালত সূত্র জানায়, রিয়াজ হোসেন, কাউসার ও রাকিব পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। ২০২৩ সালে ১৪ ফেব্রুয়ারি রাতে মান্দারী বাজারে বাসায় রিয়াজ হোসেনকে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁকে অজ্ঞান করে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন কাউসার ও রাকিব। ওই কক্ষে মৃতদেহ রেখে পরদিন কাউসার ও রাকিব চট্টগ্রামে চলে যায়। পরে রিয়াজ হোসেনের মোবাইল ফোন নম্বর থেকে স্বজনদের ফোন করে মুক্তিপণ দাবি করে কাউসার হোসেন।
মোবাইল ফোনের সূত্রে ধরে র্যাবের কাছে গ্রেপ্তার হয় কাউসার ও রাকিব। ঘটনার কয়েক দিন পর চন্দগঞ্জ থানায় অভিযুক্ত কাউসার ও রাকিব হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বজন। এ ঘটনায় হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন কাউসার হোসেন।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন রায়ে রাষ্ট্র ও বাদীপক্ষ সন্তুষ্ট হয়েছেন।
লক্ষ্মীপুরে রিয়াজ হোসেন নামের এক যুবককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার দায়ে তাঁর দুই সহকর্মীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. কাউসার হোসেন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের এবং রাকিব হোসেন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা। নিহত রিয়াজ হোসেন দত্তপাড়া ইউনিয়নের করইতোলা গ্রামের মৃত খোকনের ছেলে।
আদালত সূত্র জানায়, রিয়াজ হোসেন, কাউসার ও রাকিব পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। ২০২৩ সালে ১৪ ফেব্রুয়ারি রাতে মান্দারী বাজারে বাসায় রিয়াজ হোসেনকে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁকে অজ্ঞান করে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন কাউসার ও রাকিব। ওই কক্ষে মৃতদেহ রেখে পরদিন কাউসার ও রাকিব চট্টগ্রামে চলে যায়। পরে রিয়াজ হোসেনের মোবাইল ফোন নম্বর থেকে স্বজনদের ফোন করে মুক্তিপণ দাবি করে কাউসার হোসেন।
মোবাইল ফোনের সূত্রে ধরে র্যাবের কাছে গ্রেপ্তার হয় কাউসার ও রাকিব। ঘটনার কয়েক দিন পর চন্দগঞ্জ থানায় অভিযুক্ত কাউসার ও রাকিব হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বজন। এ ঘটনায় হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন কাউসার হোসেন।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন রায়ে রাষ্ট্র ও বাদীপক্ষ সন্তুষ্ট হয়েছেন।
যশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
৮ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২ ঘণ্টা আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
২ ঘণ্টা আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
২ ঘণ্টা আগে