চট্টগ্রাম প্রতিনিধি
আগামীকাল শনিবার নির্দিষ্ট কিছু সময় চট্টগ্রামের পাথরঘাটা, রামপুর, ষোলোশহর, ফৌজদারহাট ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য পাথরঘাটা, রামপুর, ষোলোশহর, ফৌজদারহাট ও খাগড়াছড়ির আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময়সূচি জানানো হয়েছে।
সকাল ৬টা থেকে দুপুর ২ টা
বিক্রয় ও বিতরণ বিভাগ পাথরঘাটার আওতাধীন ৩৩ / ১১ কেভি পাথরঘাটা উপকেন্দ্রের ১১ কেভি ফিডার এইচ-০৩ (আংশিক) এবং এইচ-১৫ (আংশিক) ফিডার এর আওতায় বলুয়াদিঘীর পাড়, কোরবানিগঞ্জ, মাস্টার পোল, কাজেম আলী রোড, ঘাটফরহাদবেগ, আরোহন ক্লাব, দেওয়ান বাজার, রুমঘাটা, দেওয়ানজী পুকুড় পাড়, দিদার মার্কেট, ঈশ্বর নন্দী লেন, জেসমিন ক্রিসেন্ট হাসপাতাল, প্যারেড কর্নার, দানার বাপের বাড়ি, পারসিভিল হিল, রশিক হাজারি লেন, দেবপাহাড়, চট্টগ্রাম কলেজ, গনি বেকারি, মহসিন কলেজ, চন্দনপুরা পশ্চিম গলি, রহমতগঞ্জ, মাদ্রাসা সড়ক, সিরাজউদ্দৌলা রোড, চকবাজার ও আশপাশের সকল এলাকায় আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া পাথরঘাটা ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের বাকলিয়া পাথরঘাটা ৩৩ কেভি সার্কিট ও ২ পাথরঘাটা ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডার এবং বাকলিয়া উপকেন্দ্রের ১১ কেভি ফিডার নং এফ-০৩, এফ-০৪, এফ-০৭ এর আওতায় নিউমার্কেট, আলকরণ, কোতোয়ালী, জেল রোড, চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় কারাগার, সতীশ বাবু লেন, মিরিন্ডা লেন, আছাদগঞ্জ, খাতুনগঞ্জ, চাক্তাই, ভেড়া মার্কেট, নতুন ফিসারি ঘাট, ফিরিঙ্গীবাজার, লালদীঘি, চকবাজার আংশিক, টেরীবাজার, হাজারীলেন, জহুর মার্কেট, কোর্টবিল্ডিং রহমতগঞ্জ, আশরাফ আলী রোড, চামড়ার গুদাম, শুটকি পট্টি, ইকবাল রোড, বংশাল রোড, বাংলাদেশ ব্যাংক, সিএমপি, জিপিও, কোতোয়ালী থানা, ডিসি অফিস, এয়াকুব নগর, অভয়মিত্র ঘাট, কবি নজরুল ইসলাম সড়ক, ব্রিজঘাট, বিবিবি পাথরঘাটা উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকাসমূহ, কালোমিয়া বাজার, রমজান আলী বাপের বাড়ী, আব্দুল গফুর রোড, আব্দুল লতিফ হাটখোলা, ডেপুটি রোড, ব্যাংক কলোনি, আয়েশা মসজিদ, চেয়ারম্যানঘাটা ও সংলগ্ন এলাকাসমূহ।
তবে পর্যায়ক্রমে লোডশেডিং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ মাঝে মাঝে বন্ধ ও চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সকাল ৭টা থেকে দুপুর ২ টা
বিক্রয় ও বিতরণ বিভাগ রামপুর এর আওতাধীন ১১ কেভি ফিডার নং এইচ-০২ (আংশিক), এইচ-০৫ (আংশিক) এবং এইচ-০১ (আংশিক) এর আওতায় গোডাউন বাজার, আর্টিলারী রোড (বিজিবি) নিউ আই ব্লক ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৭টা থেকে দুপুর ২ টা
বিক্রয় ও বিতরণ বিভাগ ষোলশহর এর আওতাধীন অক্সিজেন ৩৩ কেভি উপকেন্দ্রের ও ৩৩ / ১১ কেভি ষোলোশহর উপকেন্দ্রের অধীন ফিডার নং অক্সি-১৪ এবং ষোল-০৭ এর আওতায় সুন্নিয়া মাদ্রাসা রোড, হামজারবাগ, সামার হিল, খ্রিস্টান কবরস্থান, গাউছিয়া আ/এ, গ্রীন ভিউ আ/এ, হামজারখা লেইন, পশ্চিম শহীদ নগর, উত্তর গেট, দেলোয়ার কোম্পানির বাড়ী, ফকির টিলা, মির্দ্দা পাড়া, মুরাদ নগর, হক ফুড গলি, জাঙ্গাল পাড়া, ভান্ডারী গলি, বড় বাড়ি গলি, এশিয়া ফ্যান ফ্যাক্টরী ও সংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও ষোলশহর ৩৩ / ১১ কেভি উপকেন্দ্র ও অক্সিজেন ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের ষোল-০৩, ষোল-০৪ এবং অক্সি-১২ নং ফিডারের আওতায় বায়েজিদ শিল্প এলাকা, কেডিএস গার্মেন্টস ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, এম কে স্টিল, নাঈম গার্মেন্টস, হাই ফ্যাশন, কেডিএস টেক্সটাইল, কর্ণফুলী, অক্সিজেন উপকেন্দ্র হতে রাজা মিয়া মার্কেট, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদনগর, শান্তিনগর, শেরশাহ কলোনি, তারা গেট, আর্মড পুলিশ ব্যাটেলিয়ান, পদ্মা প্লাস্টিক, চক্রশো কানন ও পার্শ্ববর্তী এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ষোলশহর ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার নং-ষোল-০৪, ষোল-০৬, ষোল-০৮ (আংশিক) এর আওতায় খন্দকিয়া বাজার, খন্দকিয়া টেম্পু স্ট্যান্ড, মাজার গেট, ভুলিয়া পাড়া, বাথুয়া, জালালাবাদ এলাকা হতে নতুন পাড়া পর্যন্ত শিল্প প্রতিষ্ঠানসমূহ, নতুন পাড়া, কাঁঠাল বাগান রোড, তুফানী রোড, চিকনদন্ডী, পূর্ব কূলগাঁও আ/এ, বালুচড়া আ/এ, কাশেম ভবনসহ তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৭টা হতে বিকাল ৩ টা
বিক্রয় ও বিতরণ বিভাগ ফৌজদারহাট এর আওতাধীন সন্দ্বীপ বিদ্যুৎ সরবরাহের আওতায় বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সন্দ্বীপ বিদ্যুৎ সরবরাহের আওতাধীন এলাকাসমূহের আবাসিক, বাণিজ্যিক ক্ষুদ্রশিল্প ও মধ্যমচাপ এবং উচ্চচাপ গ্রাহক।
সকাল ৭টা থেকে সকাল ১১ টা
বিক্রয় ও বিতরণ বিভাগ ফৌজদারহাট এর আওতাধীন বার আউলিয়া-ফৌজদারহাট সার্কিট-১ ও ২, ফৌজদারহাট ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের অধীন ফৌজদারহাট এফ-০৪, এফ-০৬ ফিডারসমূহ এর আওতায় প্রজেক্ট কর্তৃক পুরাতন লাইন অপসারণ সংক্রান্ত কাজের জন্য বর্ণিত ফিডারসমূহের আওতাধীন এলাকার আবাসিক, বাণিজ্যিক ক্ষুদ্রশিল্প ও মধ্যমচাপ এবং উচ্চচাপ গ্রাহক।
সকাল ৭টা থেকে বিকেল ৪ টা
বিক্রয় ও বিতরণ বিভাগ ফৌজদারহাট এর আওতাধীন ফৌজদারহাট ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের অধীন ফৌজদারহাট এফ-০৯ এবং এফ-১০ ফিডারসমূহ এর আওতায় প্রজেক্ট কর্তৃক নতুন লাইন নির্মাণ সংক্রান্ত কাজের জন্য বর্ণিত ফিডারসমূহের আওতাধীন এলাকার আবাসিক, বাণিজ্যিক ক্ষুদ্রশিল্প ও মধ্যমচাপ এবং উচ্চচাপ গ্রাহক।
সকাল ৮টা থেকে বিকেল ৩ টা
বিতরণ বিভাগ খাগড়াছড়ি এর আওতাধীন মহালছড়ি ৩৩ কেভি লাইনের অধীন মহালছড়ি বিদ্যুৎ সরবরাহের আওতায় মহালছড়ি উপজেলাধীন সমগ্র এলাকা।
তবে মেরামত কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বের্ডের পক্ষ থেকে দুঃখও প্রকাশ করা হয়েছে।
আগামীকাল শনিবার নির্দিষ্ট কিছু সময় চট্টগ্রামের পাথরঘাটা, রামপুর, ষোলোশহর, ফৌজদারহাট ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য পাথরঘাটা, রামপুর, ষোলোশহর, ফৌজদারহাট ও খাগড়াছড়ির আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময়সূচি জানানো হয়েছে।
সকাল ৬টা থেকে দুপুর ২ টা
বিক্রয় ও বিতরণ বিভাগ পাথরঘাটার আওতাধীন ৩৩ / ১১ কেভি পাথরঘাটা উপকেন্দ্রের ১১ কেভি ফিডার এইচ-০৩ (আংশিক) এবং এইচ-১৫ (আংশিক) ফিডার এর আওতায় বলুয়াদিঘীর পাড়, কোরবানিগঞ্জ, মাস্টার পোল, কাজেম আলী রোড, ঘাটফরহাদবেগ, আরোহন ক্লাব, দেওয়ান বাজার, রুমঘাটা, দেওয়ানজী পুকুড় পাড়, দিদার মার্কেট, ঈশ্বর নন্দী লেন, জেসমিন ক্রিসেন্ট হাসপাতাল, প্যারেড কর্নার, দানার বাপের বাড়ি, পারসিভিল হিল, রশিক হাজারি লেন, দেবপাহাড়, চট্টগ্রাম কলেজ, গনি বেকারি, মহসিন কলেজ, চন্দনপুরা পশ্চিম গলি, রহমতগঞ্জ, মাদ্রাসা সড়ক, সিরাজউদ্দৌলা রোড, চকবাজার ও আশপাশের সকল এলাকায় আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া পাথরঘাটা ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের বাকলিয়া পাথরঘাটা ৩৩ কেভি সার্কিট ও ২ পাথরঘাটা ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডার এবং বাকলিয়া উপকেন্দ্রের ১১ কেভি ফিডার নং এফ-০৩, এফ-০৪, এফ-০৭ এর আওতায় নিউমার্কেট, আলকরণ, কোতোয়ালী, জেল রোড, চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় কারাগার, সতীশ বাবু লেন, মিরিন্ডা লেন, আছাদগঞ্জ, খাতুনগঞ্জ, চাক্তাই, ভেড়া মার্কেট, নতুন ফিসারি ঘাট, ফিরিঙ্গীবাজার, লালদীঘি, চকবাজার আংশিক, টেরীবাজার, হাজারীলেন, জহুর মার্কেট, কোর্টবিল্ডিং রহমতগঞ্জ, আশরাফ আলী রোড, চামড়ার গুদাম, শুটকি পট্টি, ইকবাল রোড, বংশাল রোড, বাংলাদেশ ব্যাংক, সিএমপি, জিপিও, কোতোয়ালী থানা, ডিসি অফিস, এয়াকুব নগর, অভয়মিত্র ঘাট, কবি নজরুল ইসলাম সড়ক, ব্রিজঘাট, বিবিবি পাথরঘাটা উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকাসমূহ, কালোমিয়া বাজার, রমজান আলী বাপের বাড়ী, আব্দুল গফুর রোড, আব্দুল লতিফ হাটখোলা, ডেপুটি রোড, ব্যাংক কলোনি, আয়েশা মসজিদ, চেয়ারম্যানঘাটা ও সংলগ্ন এলাকাসমূহ।
তবে পর্যায়ক্রমে লোডশেডিং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ মাঝে মাঝে বন্ধ ও চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সকাল ৭টা থেকে দুপুর ২ টা
বিক্রয় ও বিতরণ বিভাগ রামপুর এর আওতাধীন ১১ কেভি ফিডার নং এইচ-০২ (আংশিক), এইচ-০৫ (আংশিক) এবং এইচ-০১ (আংশিক) এর আওতায় গোডাউন বাজার, আর্টিলারী রোড (বিজিবি) নিউ আই ব্লক ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৭টা থেকে দুপুর ২ টা
বিক্রয় ও বিতরণ বিভাগ ষোলশহর এর আওতাধীন অক্সিজেন ৩৩ কেভি উপকেন্দ্রের ও ৩৩ / ১১ কেভি ষোলোশহর উপকেন্দ্রের অধীন ফিডার নং অক্সি-১৪ এবং ষোল-০৭ এর আওতায় সুন্নিয়া মাদ্রাসা রোড, হামজারবাগ, সামার হিল, খ্রিস্টান কবরস্থান, গাউছিয়া আ/এ, গ্রীন ভিউ আ/এ, হামজারখা লেইন, পশ্চিম শহীদ নগর, উত্তর গেট, দেলোয়ার কোম্পানির বাড়ী, ফকির টিলা, মির্দ্দা পাড়া, মুরাদ নগর, হক ফুড গলি, জাঙ্গাল পাড়া, ভান্ডারী গলি, বড় বাড়ি গলি, এশিয়া ফ্যান ফ্যাক্টরী ও সংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও ষোলশহর ৩৩ / ১১ কেভি উপকেন্দ্র ও অক্সিজেন ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের ষোল-০৩, ষোল-০৪ এবং অক্সি-১২ নং ফিডারের আওতায় বায়েজিদ শিল্প এলাকা, কেডিএস গার্মেন্টস ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, এম কে স্টিল, নাঈম গার্মেন্টস, হাই ফ্যাশন, কেডিএস টেক্সটাইল, কর্ণফুলী, অক্সিজেন উপকেন্দ্র হতে রাজা মিয়া মার্কেট, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদনগর, শান্তিনগর, শেরশাহ কলোনি, তারা গেট, আর্মড পুলিশ ব্যাটেলিয়ান, পদ্মা প্লাস্টিক, চক্রশো কানন ও পার্শ্ববর্তী এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ষোলশহর ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার নং-ষোল-০৪, ষোল-০৬, ষোল-০৮ (আংশিক) এর আওতায় খন্দকিয়া বাজার, খন্দকিয়া টেম্পু স্ট্যান্ড, মাজার গেট, ভুলিয়া পাড়া, বাথুয়া, জালালাবাদ এলাকা হতে নতুন পাড়া পর্যন্ত শিল্প প্রতিষ্ঠানসমূহ, নতুন পাড়া, কাঁঠাল বাগান রোড, তুফানী রোড, চিকনদন্ডী, পূর্ব কূলগাঁও আ/এ, বালুচড়া আ/এ, কাশেম ভবনসহ তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৭টা হতে বিকাল ৩ টা
বিক্রয় ও বিতরণ বিভাগ ফৌজদারহাট এর আওতাধীন সন্দ্বীপ বিদ্যুৎ সরবরাহের আওতায় বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সন্দ্বীপ বিদ্যুৎ সরবরাহের আওতাধীন এলাকাসমূহের আবাসিক, বাণিজ্যিক ক্ষুদ্রশিল্প ও মধ্যমচাপ এবং উচ্চচাপ গ্রাহক।
সকাল ৭টা থেকে সকাল ১১ টা
বিক্রয় ও বিতরণ বিভাগ ফৌজদারহাট এর আওতাধীন বার আউলিয়া-ফৌজদারহাট সার্কিট-১ ও ২, ফৌজদারহাট ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের অধীন ফৌজদারহাট এফ-০৪, এফ-০৬ ফিডারসমূহ এর আওতায় প্রজেক্ট কর্তৃক পুরাতন লাইন অপসারণ সংক্রান্ত কাজের জন্য বর্ণিত ফিডারসমূহের আওতাধীন এলাকার আবাসিক, বাণিজ্যিক ক্ষুদ্রশিল্প ও মধ্যমচাপ এবং উচ্চচাপ গ্রাহক।
সকাল ৭টা থেকে বিকেল ৪ টা
বিক্রয় ও বিতরণ বিভাগ ফৌজদারহাট এর আওতাধীন ফৌজদারহাট ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের অধীন ফৌজদারহাট এফ-০৯ এবং এফ-১০ ফিডারসমূহ এর আওতায় প্রজেক্ট কর্তৃক নতুন লাইন নির্মাণ সংক্রান্ত কাজের জন্য বর্ণিত ফিডারসমূহের আওতাধীন এলাকার আবাসিক, বাণিজ্যিক ক্ষুদ্রশিল্প ও মধ্যমচাপ এবং উচ্চচাপ গ্রাহক।
সকাল ৮টা থেকে বিকেল ৩ টা
বিতরণ বিভাগ খাগড়াছড়ি এর আওতাধীন মহালছড়ি ৩৩ কেভি লাইনের অধীন মহালছড়ি বিদ্যুৎ সরবরাহের আওতায় মহালছড়ি উপজেলাধীন সমগ্র এলাকা।
তবে মেরামত কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বের্ডের পক্ষ থেকে দুঃখও প্রকাশ করা হয়েছে।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৬ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৭ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৮ ঘণ্টা আগে