লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে চারটি সংসদীয় আসনে মোট ২৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বিকল্পধারার মহাসচিবসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর মধ্যে লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু, স্বতন্ত্র (আওয়ামী লীগ) এম এ সাত্তার, জাতীয় পার্টির রাকিব হোসেন, জাকের পার্টির সামছুল করিমসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
একই আসনে দাখিল করা এক পারসেন্ট ভোটার তালিকায় গরমিল, স্বাক্ষর না মেলা ও ঋণ খেলাপি হওয়ায় স্বতন্ত্র মনীন্দ্র কুমার নাথের মনোনয়নপত্র বাতিল করা হয়। ওয়ার্কস পার্টির অ্যাডভোকেট মাহাবুবুল করিম টিপু, স্বতন্ত্র (আওয়ামী লীগ) মনিরুজ্জামান ও তৃণমূল বিএনপির মো. নাইম হোসেনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।
লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফরিদুন নাহার লাইলী, সাবেক এমপি ও স্বতন্ত্র (আওয়ামী লীগ) প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ, স্বতন্ত্র (আওয়ামী লীগ) ইস্কান্দার মির্জা শামীম, সুপ্রিম পার্টির মো. সোলায়মান হোসেন, স্বতন্ত্র প্রার্থী মাহমুদা ও মোশারেফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া একই আসনে স্বতন্ত্র অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, বিকল্পধারা মহাসচিব বর্তমান এমপি মেজর আবদুল মান্নানসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম, আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি এএফ জসিম উদ্দিন আহমেদ ও ফরহাদ মিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নুরউদ্দিন চৌধুরী নয়ন, তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী রুবিনা ইয়াসমিন লুবনা, জাতীয় পার্টির প্রার্থী বোরহান উদ্দিন আহমেদ মিঠু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শরীফুল ইসলাম, জাসদের আমির হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জহির হোসেন, আবদুল্লাহ আল মাসুদ, ইমাম উদ্দিন সুমন ও মনসুর রহমান।
লক্ষ্মীপুর-১ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই–বাছাইয়ে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন, তরিকত ফেডারেশনের মো. শাহজালাল, ন্যাশনাল পিপলস পার্টির মোশাররফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী লায়ন এমএ আউয়ালের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খান, জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুর রহমান মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখদুম ফারুকী, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এমএ গোফরান।
লক্ষ্মীপুরে চারটি সংসদীয় আসনে মোট ২৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বিকল্পধারার মহাসচিবসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর মধ্যে লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু, স্বতন্ত্র (আওয়ামী লীগ) এম এ সাত্তার, জাতীয় পার্টির রাকিব হোসেন, জাকের পার্টির সামছুল করিমসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
একই আসনে দাখিল করা এক পারসেন্ট ভোটার তালিকায় গরমিল, স্বাক্ষর না মেলা ও ঋণ খেলাপি হওয়ায় স্বতন্ত্র মনীন্দ্র কুমার নাথের মনোনয়নপত্র বাতিল করা হয়। ওয়ার্কস পার্টির অ্যাডভোকেট মাহাবুবুল করিম টিপু, স্বতন্ত্র (আওয়ামী লীগ) মনিরুজ্জামান ও তৃণমূল বিএনপির মো. নাইম হোসেনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।
লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফরিদুন নাহার লাইলী, সাবেক এমপি ও স্বতন্ত্র (আওয়ামী লীগ) প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ, স্বতন্ত্র (আওয়ামী লীগ) ইস্কান্দার মির্জা শামীম, সুপ্রিম পার্টির মো. সোলায়মান হোসেন, স্বতন্ত্র প্রার্থী মাহমুদা ও মোশারেফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া একই আসনে স্বতন্ত্র অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, বিকল্পধারা মহাসচিব বর্তমান এমপি মেজর আবদুল মান্নানসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম, আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি এএফ জসিম উদ্দিন আহমেদ ও ফরহাদ মিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নুরউদ্দিন চৌধুরী নয়ন, তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী রুবিনা ইয়াসমিন লুবনা, জাতীয় পার্টির প্রার্থী বোরহান উদ্দিন আহমেদ মিঠু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শরীফুল ইসলাম, জাসদের আমির হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জহির হোসেন, আবদুল্লাহ আল মাসুদ, ইমাম উদ্দিন সুমন ও মনসুর রহমান।
লক্ষ্মীপুর-১ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই–বাছাইয়ে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন, তরিকত ফেডারেশনের মো. শাহজালাল, ন্যাশনাল পিপলস পার্টির মোশাররফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী লায়ন এমএ আউয়ালের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খান, জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুর রহমান মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখদুম ফারুকী, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এমএ গোফরান।
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ভিন্ন বিষয় উঠে আসে। পুলিশ বলেছে, গৃহবধূ হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটি জড়িত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৩ মিনিট আগেসিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্র ও আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৩২ মিনিট আগেগাজীপুরের কাশিমপুরে বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা।
১ ঘণ্টা আগেবারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের
১ ঘণ্টা আগে