চট্টগ্রাম প্রতিনিধি
নগরের দক্ষিণ কাট্টলিতে ‘মুছা এন্টারপ্রাইজ’ নামে ফটোকপি ও কম্পিউটার কম্পোজ দোকানের মালিক মো. খালেক। তাঁর দোকানটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে মাত্র ২০ গজ দূরে। সেইখানে বসেই দীর্ঘদিন ধরে কাউন্সিলরের সনদ জাল করে বিক্রি করে আসছিলেন তিনি। এত দিন বিষয়টি গোপন থাকলেও, বিষয়টি জানাজানি হয়ে যায়। খবর পৌঁছে যায় কাউন্সিলর অফিসেও। এরপর সোমবার জাল সনদ বানানোর সিল ও ল্যাপটপসহ পুলিশের হাতে ধরা পড়েন মো. খালেক।
মো. খালেক নগরের হালিশহরের চিপা পাড়ার মো. ফজলুল হকের ছেলে।
১১ নং দক্ষিণ কাট্টলী মোহাম্মদ ইসমাইল জানান, সোমবার এক নারী ওয়ার্ড অফিসে এসে আগের একটি জাতীয়তা সনদ দেখিয়ে নতুন করে আরেকটি সনদ নিতে চান। এ সময় ওয়ার্ড অফিসের কর্মচারীর পুরোনো সনদটি দেখে সন্দেহ হলে তা যাচাই বাছাই করেন। পরে বেরিয়ে আসে মহিলার কাছে থাকা সনদটি জাল। মহিলার কাছে সনদটির ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, তিনি তা পাশের মুছা এন্টারপ্রাইজ থেকে কদিন আগে ১৫০ টাকার বিনিময়ে নিয়েছেন। পরে বিষয়টি নিশ্চিত হলে আমরা থানায় মামলা করি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা তাঁর কাছ থেকে সনদ জাল করার একটি সিল ও ল্যাপটপ জব্দ করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সনদ জাল করার বিষয়টি তিনি স্বীকার করেছেন। এর আগে এভাবে কতগুলো সনদ তিনি জাল করেছেন তা তদন্তে জানা যাবে।’
নগরের দক্ষিণ কাট্টলিতে ‘মুছা এন্টারপ্রাইজ’ নামে ফটোকপি ও কম্পিউটার কম্পোজ দোকানের মালিক মো. খালেক। তাঁর দোকানটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে মাত্র ২০ গজ দূরে। সেইখানে বসেই দীর্ঘদিন ধরে কাউন্সিলরের সনদ জাল করে বিক্রি করে আসছিলেন তিনি। এত দিন বিষয়টি গোপন থাকলেও, বিষয়টি জানাজানি হয়ে যায়। খবর পৌঁছে যায় কাউন্সিলর অফিসেও। এরপর সোমবার জাল সনদ বানানোর সিল ও ল্যাপটপসহ পুলিশের হাতে ধরা পড়েন মো. খালেক।
মো. খালেক নগরের হালিশহরের চিপা পাড়ার মো. ফজলুল হকের ছেলে।
১১ নং দক্ষিণ কাট্টলী মোহাম্মদ ইসমাইল জানান, সোমবার এক নারী ওয়ার্ড অফিসে এসে আগের একটি জাতীয়তা সনদ দেখিয়ে নতুন করে আরেকটি সনদ নিতে চান। এ সময় ওয়ার্ড অফিসের কর্মচারীর পুরোনো সনদটি দেখে সন্দেহ হলে তা যাচাই বাছাই করেন। পরে বেরিয়ে আসে মহিলার কাছে থাকা সনদটি জাল। মহিলার কাছে সনদটির ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, তিনি তা পাশের মুছা এন্টারপ্রাইজ থেকে কদিন আগে ১৫০ টাকার বিনিময়ে নিয়েছেন। পরে বিষয়টি নিশ্চিত হলে আমরা থানায় মামলা করি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা তাঁর কাছ থেকে সনদ জাল করার একটি সিল ও ল্যাপটপ জব্দ করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সনদ জাল করার বিষয়টি তিনি স্বীকার করেছেন। এর আগে এভাবে কতগুলো সনদ তিনি জাল করেছেন তা তদন্তে জানা যাবে।’
জধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৫ মিনিট আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
২৩ মিনিট আগেরাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘আমরা আর স্বৈরাচার চাই না, তবে যেসব স্বৈরাচার তৈরি হয়েছে, তারা আইন ভঙ্গ করে কিংবা আইন বাদ দিয়ে তৈরি হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে। রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার।’
৩০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে