টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
দীর্ঘ ৩৭ দিন পর ৬ জন বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। গতকাল বুধবার বিকেল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
এর আগে গত ১ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বোটের ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের সীমানায় চলে যাওয়ায় ৬ জন বাংলাদেশি জেলেকে আটক করে বিজিপি।
ফিরে আসা জেলেরা হলেন, টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পায়ড়ার আবু সোবহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, রাজারাছড়ার হোছন আলীর ছেলে মুহাম্মদ তৈয়ব, করাচি পাড়ার মোহাম্মদ ছফরের ছেলে আব্দুর রশিদ ও মিঠাপানির ছড়ার আবু তালেবের ছেলে মোহাম্মদ মামুন।
এ বিষয়ে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইখতেখার সাংবাদিকদের বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশি ৬ জন জেলে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। সেখানে তাঁদের বোটের ইঞ্জিন নষ্ট হয়ে ৬ জন জেলে মিয়ানমার এর সমুদ্র উপকূলে চলে যায়। এ সময় বিজিপি তাদের আটক করে জেলে আটকে রাখে। বিষয়টি বিজিবি অবহিত হওয়ার পর বিজিবি ও বিজিপির সঙ্গে যোগাযোগ হয়। মিয়ানমারের সিতওয়েতে অবস্থিত বাংলাদেশ মিশনের সহায়তায় দীর্ঘ ৩৭ দিনের প্রচেষ্টার পর বুধবার জেলেদের বাংলাদেশে ফেরত নিয়ে আসা সম্ভব হয়। বর্তমানে তাঁরা বিজিবির হেফাজতে আছেন। মিয়ানমার থেকে ফেরত আনা ৬ জনকে সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
দীর্ঘ ৩৭ দিন পর ৬ জন বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। গতকাল বুধবার বিকেল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
এর আগে গত ১ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বোটের ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের সীমানায় চলে যাওয়ায় ৬ জন বাংলাদেশি জেলেকে আটক করে বিজিপি।
ফিরে আসা জেলেরা হলেন, টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পায়ড়ার আবু সোবহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, রাজারাছড়ার হোছন আলীর ছেলে মুহাম্মদ তৈয়ব, করাচি পাড়ার মোহাম্মদ ছফরের ছেলে আব্দুর রশিদ ও মিঠাপানির ছড়ার আবু তালেবের ছেলে মোহাম্মদ মামুন।
এ বিষয়ে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইখতেখার সাংবাদিকদের বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশি ৬ জন জেলে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। সেখানে তাঁদের বোটের ইঞ্জিন নষ্ট হয়ে ৬ জন জেলে মিয়ানমার এর সমুদ্র উপকূলে চলে যায়। এ সময় বিজিপি তাদের আটক করে জেলে আটকে রাখে। বিষয়টি বিজিবি অবহিত হওয়ার পর বিজিবি ও বিজিপির সঙ্গে যোগাযোগ হয়। মিয়ানমারের সিতওয়েতে অবস্থিত বাংলাদেশ মিশনের সহায়তায় দীর্ঘ ৩৭ দিনের প্রচেষ্টার পর বুধবার জেলেদের বাংলাদেশে ফেরত নিয়ে আসা সম্ভব হয়। বর্তমানে তাঁরা বিজিবির হেফাজতে আছেন। মিয়ানমার থেকে ফেরত আনা ৬ জনকে সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (বারি) ফুটবল খেলা শেষে স্লেজিং (কটু কথা) করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক-সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।
৭ মিনিট আগেচট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে গত মাসে দুই জাহাজে আগুনের পেছনে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তবে জাহাজ দুটির ক্রুদের অদক্ষতা, অবহেলা ও যথাযথ প্রস্তুতির অভাবের কথা উল্লেখ করেছে তদন্ত কমিটি।
১১ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কালের কণ্ঠের ক্যাম্পাস প্রতিনিধি মো. জুনায়েত শেখকে মারধর করার অভিযোগে শাখা ছাত্রদল থেকে মাশফিকুল রাইনকে অব্যাহতি দেওয়া হয়েছে
১১ মিনিট আগেমুক্তির দাবিতে খুলনা জেলা কারাগারে অনশনরত দুই জঙ্গির শারীরিক অবস্থা সংকটাপন্ন। আট দিন ধরে কারা হাসপাতালে রেখে স্যালাইনের মাধ্যমে তাঁদের খাবার দেওয়া হচ্ছে।
২১ মিনিট আগে