নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শহুরে জীবনে সাপের দেখা পেয়েছেন এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আর তা যদি হয় বিষধর সাপ তাহলে তো কথায় নেই! নগরীর চান্দগাঁও থানার অদূর পাড়ায় গত বৃহস্পতিবার সত্যি সত্যি এমন ঘটনায় ঘটেছে।
রাত তখন ১২ টা। স্থানীয় বাসিন্দা মো. রায়হানের বাড়ির নিচতলার বাইরের দিকের স্যানিটারি পাইপে হঠাৎ কিছু একটা নড়াচড়ার শব্দ পান প্রতিবেশীরা। ছুটে এসে আলো ফেলতেই চমকে ওঠেন। পাইপের ভেতর আবিষ্কার করেন একটি কালো ও হলুদে মেশানো সাপ।
বাড়ির মালিক রায়হান বলেন, আমরা সাপটি দেখে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। ভয়ে বুঝে উঠতে পারছিলাম না কী করব। পরে তাড়াতাড়ি খোঁজ খবর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম রিসার্চ সেন্টারে ফোন করি। তারা তাৎক্ষণিক ভিডিও কলে নির্দেশনা দিলে কয়েকজন মিলে অনেক কষ্টে বালতির সাহায্যে সাপটি বস্তাবন্দী করি। পরে তারা এসে সাপটি নিয়ে যান।
ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক মো. মিজানুর রহমান বলেন, শুক্রবার আমরা সাপটি সংগ্রহ করেছি। এটি একটি শঙ্খিনী সাপ। লম্বায় ৫ ফুটের মতো। গায়ে হলুদ কালো ডোরা দাগ আছে। এই সাপ লাজুক প্রকৃতির। খুব একটা মানুষকে কামড়ায় না। তবে এর কামড় খেলে তিন ঘণ্টায় মানুষ মারা যেতে পারে। বাংলাদেশে এখনো এর অ্যান্টি ভেনম বা বিষ কাটানোর প্রতিষেধক নেই। তিনি জানান, সাপটি ভেনম সেন্টারের গবেষণার কাজে লাগানো হবে।
শহুরে জীবনে সাপের দেখা পেয়েছেন এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আর তা যদি হয় বিষধর সাপ তাহলে তো কথায় নেই! নগরীর চান্দগাঁও থানার অদূর পাড়ায় গত বৃহস্পতিবার সত্যি সত্যি এমন ঘটনায় ঘটেছে।
রাত তখন ১২ টা। স্থানীয় বাসিন্দা মো. রায়হানের বাড়ির নিচতলার বাইরের দিকের স্যানিটারি পাইপে হঠাৎ কিছু একটা নড়াচড়ার শব্দ পান প্রতিবেশীরা। ছুটে এসে আলো ফেলতেই চমকে ওঠেন। পাইপের ভেতর আবিষ্কার করেন একটি কালো ও হলুদে মেশানো সাপ।
বাড়ির মালিক রায়হান বলেন, আমরা সাপটি দেখে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। ভয়ে বুঝে উঠতে পারছিলাম না কী করব। পরে তাড়াতাড়ি খোঁজ খবর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম রিসার্চ সেন্টারে ফোন করি। তারা তাৎক্ষণিক ভিডিও কলে নির্দেশনা দিলে কয়েকজন মিলে অনেক কষ্টে বালতির সাহায্যে সাপটি বস্তাবন্দী করি। পরে তারা এসে সাপটি নিয়ে যান।
ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক মো. মিজানুর রহমান বলেন, শুক্রবার আমরা সাপটি সংগ্রহ করেছি। এটি একটি শঙ্খিনী সাপ। লম্বায় ৫ ফুটের মতো। গায়ে হলুদ কালো ডোরা দাগ আছে। এই সাপ লাজুক প্রকৃতির। খুব একটা মানুষকে কামড়ায় না। তবে এর কামড় খেলে তিন ঘণ্টায় মানুষ মারা যেতে পারে। বাংলাদেশে এখনো এর অ্যান্টি ভেনম বা বিষ কাটানোর প্রতিষেধক নেই। তিনি জানান, সাপটি ভেনম সেন্টারের গবেষণার কাজে লাগানো হবে।
গাজীপুরের কাশিমপুরে বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা।
৪ মিনিট আগেবারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের
১২ মিনিট আগেটাকার বিনিময়ে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে, আসামির সঙ্গে এমন ফোনালাপ ফাঁস হওয়ার পর রাজশাহীর এক ছাত্রদল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া এই নেতার নাম সাইমন রেজা। তিনি নগরের বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রদলের সদস্য ছিলেন।
২১ মিনিট আগেদুই সপ্তাহ ধরে ফাতেমা আক্তার শাপলা (২৮) নামের এক নারীর সঙ্গে সুসম্পর্ক হয় শিশুটির মা ফারজানা আক্তারের। সাবলেটের কথা বলে গত বৃহস্পতিবার তিনি আজিমপুরের ওই বাসায় ওঠেন।
৩২ মিনিট আগে