টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে বিভাগীয় কমান্ডার পর্যায়ে দুই দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। আজ বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের একটি রিসোর্টের সম্মেলন কক্ষে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির কক্সবাজার বিভাগীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব। মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিপির ব্রিগেডিয়ার জেনারেল হাটেট লিউইন। বাংলাদেশ প্রতিনিধিদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারও রয়েছেন।
সম্মেলনে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমার প্রতিনিধিদল আজ সকাল ৯টার দিকে নৌপথে নাফনদী হয়ে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়। এ সময় মিয়ানমার প্রতিনিধিদলের সদস্যদের বিজিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। বিজিবির একটি সুসজ্জিত দল মিয়ানমার প্রতিনিধিদলের প্রধানকে গার্ড অব অনার প্রদান করে।
আগামীকাল বৃহস্পতিবার যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে বিকেলে মিয়ানমার প্রতিনিধিদল দেশে ফিরে যাবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের জুনে মিয়ানমারের মংডুতে বিজিবি-বিজিপির বিভাগীয় কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। একই বছরের ৩০ অক্টোবর টেকনাফে অনুষ্ঠিত হয় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক।
বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে বিভাগীয় কমান্ডার পর্যায়ে দুই দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। আজ বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের একটি রিসোর্টের সম্মেলন কক্ষে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির কক্সবাজার বিভাগীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব। মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিপির ব্রিগেডিয়ার জেনারেল হাটেট লিউইন। বাংলাদেশ প্রতিনিধিদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারও রয়েছেন।
সম্মেলনে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমার প্রতিনিধিদল আজ সকাল ৯টার দিকে নৌপথে নাফনদী হয়ে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়। এ সময় মিয়ানমার প্রতিনিধিদলের সদস্যদের বিজিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। বিজিবির একটি সুসজ্জিত দল মিয়ানমার প্রতিনিধিদলের প্রধানকে গার্ড অব অনার প্রদান করে।
আগামীকাল বৃহস্পতিবার যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে বিকেলে মিয়ানমার প্রতিনিধিদল দেশে ফিরে যাবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের জুনে মিয়ানমারের মংডুতে বিজিবি-বিজিপির বিভাগীয় কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। একই বছরের ৩০ অক্টোবর টেকনাফে অনুষ্ঠিত হয় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকে গুম, নির্যাতন ও পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় পৃথকভাবে সাতটি অভিযোগ দায়ের করা হয়। যাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে একজন এখনো গুম থাকায় তার পক্
৩ মিনিট আগেঅ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আবারও বন্ধ হয়েছে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌ-পথে ফেরি চলাচল। এ নিয়ে চলতি মাসেই তিন দফায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো।
১৪ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল ৯টা থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। তাতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
২৬ মিনিট আগেআওয়ামী লীগের ‘প্রেতাত্মা’ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দাবি করে ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ মুক্ত করার এবং বিএনপির মেম্বারদের দিয়ে পরিচালনা করার দাবি জানিয়েছেন শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতা।
২৮ মিনিট আগে