দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গোডাউন থেকে পাচারের সময় এক ট্রাক সরকারি বই জব্দ করেছে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা। ২০২১-২০২২ সালের সরকারি টেক্সট বই (এনসিটিভি) ট্রাকে লোড করার সময় জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিত্যক্ত ভবনের গোডাউন থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-১৬২১১৪) বইগুলো লোড করে পাচার করার সময় জব্দ করা হয়।
এ সময় বই লোড করে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী গৌতম চক্রবর্তী (৫৫) ও অস্থায়ী অফিস সহকারী মো. রুবেল (২৬)। গৌতম চক্রবর্তী ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। কুমিল্লা জেলার চান্দিনা থানার ভোমরকান্দি গ্রামের মৃত কৃষ্ণবন্ধু চক্রবর্তীর ছেলে তিনি। এ ছাড়া অস্থায়ী (মাস্টার রোল) অফিস সহকারী মো. রুবেল (২৬)। তিনি দীঘিনালা উপজেলা পূর্ব কাঠাঁলতরীর মৃত আ. সামাদের ছেলে।
এ বিষয়ে দীঘিনালা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উষা আলো চাকমা বলেন, সরকার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা রাতের আঁধারে বই পাচারের কাজে নিয়োজিত ছিল তাঁদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা দরকার এবং সরকারি কর্মচারী জড়িত হয়ে বই পাচার করার নিন্দা জানাচ্ছি।
দীঘিনালা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আল মামুন বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমার অনুমতি ছাড়া বই গোডাউন থেকে বের করা হয়েছে। এই বিষয়ে আমি কিছু জানি না।’
এ বিষয়ে দীঘিনালা ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, ‘যারা বই পাচার কাজে জড়িত তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমি ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসে দেখেছি।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম পেয়ার আহমেদ বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গোডাউন থেকে পাচারের সময় এক ট্রাক সরকারি বই জব্দ করেছে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা। ২০২১-২০২২ সালের সরকারি টেক্সট বই (এনসিটিভি) ট্রাকে লোড করার সময় জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিত্যক্ত ভবনের গোডাউন থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-১৬২১১৪) বইগুলো লোড করে পাচার করার সময় জব্দ করা হয়।
এ সময় বই লোড করে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী গৌতম চক্রবর্তী (৫৫) ও অস্থায়ী অফিস সহকারী মো. রুবেল (২৬)। গৌতম চক্রবর্তী ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। কুমিল্লা জেলার চান্দিনা থানার ভোমরকান্দি গ্রামের মৃত কৃষ্ণবন্ধু চক্রবর্তীর ছেলে তিনি। এ ছাড়া অস্থায়ী (মাস্টার রোল) অফিস সহকারী মো. রুবেল (২৬)। তিনি দীঘিনালা উপজেলা পূর্ব কাঠাঁলতরীর মৃত আ. সামাদের ছেলে।
এ বিষয়ে দীঘিনালা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উষা আলো চাকমা বলেন, সরকার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা রাতের আঁধারে বই পাচারের কাজে নিয়োজিত ছিল তাঁদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা দরকার এবং সরকারি কর্মচারী জড়িত হয়ে বই পাচার করার নিন্দা জানাচ্ছি।
দীঘিনালা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আল মামুন বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমার অনুমতি ছাড়া বই গোডাউন থেকে বের করা হয়েছে। এই বিষয়ে আমি কিছু জানি না।’
এ বিষয়ে দীঘিনালা ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, ‘যারা বই পাচার কাজে জড়িত তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমি ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসে দেখেছি।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম পেয়ার আহমেদ বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপভ্যানে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতি করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ডাকাতদের আঘাতে বাবা–ছেলেসহ তিনজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা
২৯ মিনিট আগেদেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে বিমানবন্দর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্
৩২ মিনিট আগেযশোরের মনিরামপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকালে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর মামি ফারজানা ইয়াসমিন রিমি (১৯) আহত হয়েছেন।
৪২ মিনিট আগেসবুজ পাহাড়ে শীত পড়তে শুরু করেছে। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে খাগড়াছড়ির জনজীবনে। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্ত বেশির ভাগই শিশু। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে মৃত্যু হয়েছে চার শিশুর।
৪৪ মিনিট আগে