লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশীর ৭ নম্বর ওয়ার্ডের কুচিয়া মোড় এলাকায় নির্বাচন পরবর্তী দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার বিকেলে বিজয়ী ইউপি সদস্য জাহাঙ্গীর বকসি ও পরাজিত প্রার্থী মফিজ দেওয়ানের সমর্থকের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তর চরবংশীর ৭ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হন জাহাঙ্গীর বকসি এবং পরাজিত হন মফিজ দেওয়ান। রোববার সকালে ভোট চলাকালীন জালভোট দেওয়া নিয়ে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। সোমবার বিকেল ৩টার দিকে পরাজিত প্রার্থী মফিজ দেওয়ানের সমর্থকেরা কুচিয়া মোড় এলাকায় দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় রোববারের সংঘর্ষের জের ধরে জাহাঙ্গীর বকসির ভাই লিটন বকসির নেতৃত্বে পরাজিত প্রার্থী মফিজ দেওয়ানের সমর্থকদের ওপর হামলা করে।
একপর্যায়ে মফিজ দেওয়ানের লোকজন জাহাঙ্গীর বকসির লোকজনকে ধাওয়া করলে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আরিফ হোসেন, আফছার দেওয়ান, মমিন দেওয়ান, মহিউদ্দিন, অভি দেওয়ান, রাসেল ব্যাপারী, জসিম ব্যাপারী, জামাল ব্যাপারী, মামুন হোসেনসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরাজিত প্রার্থী মফিজ দেওয়ান অভিযোগ করে বলেন, হঠাৎ করেই জাহাঙ্গীর বকসির ভাই লিটন বকসির নেতৃত্বে তাঁর সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে উল্টো তাঁর লোকজনের ওপর লাঠিচার্জ করেছে। এতে ১০ জন আহত হয়েছে।
অপরদিকে বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর বকসি পাল্টা অভিযোগ করে বলেন, পরাজিত প্রার্থী মফিজ দেওয়ানের লোকজন তাঁর সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করেছে। এতে তাঁর ১৫ নেতা-কর্মী আহত হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশীর ৭ নম্বর ওয়ার্ডের কুচিয়া মোড় এলাকায় নির্বাচন পরবর্তী দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার বিকেলে বিজয়ী ইউপি সদস্য জাহাঙ্গীর বকসি ও পরাজিত প্রার্থী মফিজ দেওয়ানের সমর্থকের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তর চরবংশীর ৭ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হন জাহাঙ্গীর বকসি এবং পরাজিত হন মফিজ দেওয়ান। রোববার সকালে ভোট চলাকালীন জালভোট দেওয়া নিয়ে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। সোমবার বিকেল ৩টার দিকে পরাজিত প্রার্থী মফিজ দেওয়ানের সমর্থকেরা কুচিয়া মোড় এলাকায় দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় রোববারের সংঘর্ষের জের ধরে জাহাঙ্গীর বকসির ভাই লিটন বকসির নেতৃত্বে পরাজিত প্রার্থী মফিজ দেওয়ানের সমর্থকদের ওপর হামলা করে।
একপর্যায়ে মফিজ দেওয়ানের লোকজন জাহাঙ্গীর বকসির লোকজনকে ধাওয়া করলে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আরিফ হোসেন, আফছার দেওয়ান, মমিন দেওয়ান, মহিউদ্দিন, অভি দেওয়ান, রাসেল ব্যাপারী, জসিম ব্যাপারী, জামাল ব্যাপারী, মামুন হোসেনসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরাজিত প্রার্থী মফিজ দেওয়ান অভিযোগ করে বলেন, হঠাৎ করেই জাহাঙ্গীর বকসির ভাই লিটন বকসির নেতৃত্বে তাঁর সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে উল্টো তাঁর লোকজনের ওপর লাঠিচার্জ করেছে। এতে ১০ জন আহত হয়েছে।
অপরদিকে বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর বকসি পাল্টা অভিযোগ করে বলেন, পরাজিত প্রার্থী মফিজ দেওয়ানের লোকজন তাঁর সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করেছে। এতে তাঁর ১৫ নেতা-কর্মী আহত হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী আফসানা রাচি নিহতের ঘটনায় শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
১২ মিনিট আগেমানিকগঞ্জের শিবালয়ে নিখোঁজের একদিন পর নূরজাহান বেগম (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বোয়ালী পাড়া বাড়ির পাশে ফসলের মাঠে এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে আহত শিক্ষার্থীর দায়ের করা হত্যাচেষ্টা মামলায় এক ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এ নিয়ে ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগেবরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক তরুণকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে