ওষুধ কোম্পানির সার্ভে প্রতিনিধিকে আটক, মুচলেকায় ছাড়

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ১৯: ১৩

মানিকছড়িতে রোগীদের ব্যবস্থাপত্রের ছবি তোলায় ইনসেপটা কোম্পানির মাঠ পর্যায়ের সার্ভে প্রতিনিধি মো. এমদাদুল সর্দারকে আটক করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। 

জানা যায়, দেশব্যাপী বিভিন্ন ওষুধ কোম্পানির মাঠ পর্যায়ের সার্ভে প্রতিনিধিরা চিকিৎসাকেন্দ্রগুলোতে গিয়ে রোগীদের কি চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে তাঁর খোঁজখবর নেয়। এতে রোগীদের গোপনীয়তা ক্ষুণ্ন ও চিকিৎসকদের বিব্রত হতে হয়। ফলে মানিকছড়ি হাসপাতালে বিক্রয় ও সার্ভে কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এ নির্দেশনা অমান্য করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা বিষয়টি জানতে পেরে ওই মাঠ সার্ভে প্রতিনিধিকে আটক করে আইনগত ব্যবস্থা নিতে চায়। এ সময় মো. এমদাদুল সর্দার দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা দেয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

ডা. রতন খীসা বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র একজন রোগীর গোপনীয় বিষয়। ওষুধ কোম্পানির বিক্রয় ও সার্ভে প্রতিনিধিদের ছবি তোলা ও তথ্য নেওয়া আইনত অপরাধ। এ ধরনের কাজ এখানে না করার নির্দেশনা থাকা সত্ত্বেও একজন তা অমান্য করায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। 

ডা. রতন খীসা আরও বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের অন্যায় করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত