নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
আজ বুধবার দুপুরে কলেজের বাংলা বিভাগের সামনে প্রথমে হাতাহাতি হয় এবং পরে তা সংর্ঘষে রূপ নেয়।
কলেজ ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বাংলা বিভাগে অনার্সে ভর্তিকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।
আহতরা হলেন- মঈনুল ইসলাম, ওয়াহিদুল রহমান সুজন, আমিন ফয়সাল বিদ্যুৎ, তৌহিদুল করিম ইমন ও মো. জাহিদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে এতথ্য জানা গেছে। আহতরা সবাই ছাত্রলীগের কর্মী।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, ‘সংঘর্ষের ঘটনা ঘটেনি। সিনিয়র জুনিয়রদের মধ্যে টুকটাক সমস্যা হয়েছে। আমি ও আমার সেক্রেটারি গিয়ে মিটমাট করে দিয়েছি।’
চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সারওয়ার আজম বলেন, ‘সভাপতি মাহমুদুল করিমের গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এতে দুয়েকজন আহত হয়েছেন।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘কলেজে সামান্য ঝামেলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
আজ বুধবার দুপুরে কলেজের বাংলা বিভাগের সামনে প্রথমে হাতাহাতি হয় এবং পরে তা সংর্ঘষে রূপ নেয়।
কলেজ ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বাংলা বিভাগে অনার্সে ভর্তিকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।
আহতরা হলেন- মঈনুল ইসলাম, ওয়াহিদুল রহমান সুজন, আমিন ফয়সাল বিদ্যুৎ, তৌহিদুল করিম ইমন ও মো. জাহিদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে এতথ্য জানা গেছে। আহতরা সবাই ছাত্রলীগের কর্মী।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, ‘সংঘর্ষের ঘটনা ঘটেনি। সিনিয়র জুনিয়রদের মধ্যে টুকটাক সমস্যা হয়েছে। আমি ও আমার সেক্রেটারি গিয়ে মিটমাট করে দিয়েছি।’
চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সারওয়ার আজম বলেন, ‘সভাপতি মাহমুদুল করিমের গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এতে দুয়েকজন আহত হয়েছেন।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘কলেজে সামান্য ঝামেলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্র আন্দোলনে এক যুবককে গুলি–ককটেল বিস্ফোরণে আহত করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ১৮৭ জনের নামে মামলা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কফিল উদ্দিন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। তিনি আনোয়ারা উপজেলার বারখাইন এলা
৮ মিনিট আগেচলমান সংঘাতের জেরে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এবার চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর ৫৬ নাগরিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাঁরা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালংস্থ হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থান করছেন।
৩৩ মিনিট আগেসিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের ১৫ দিন পর মুদি দোকানির রইচ ফকির (৫৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
৩৬ মিনিট আগেশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০ তম এসআই ক্যাডেট ব্যাচের আরও তিন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার তাদের চাকরি থেকে অব্যাহতির কথা জানানো হয়।
৪৪ মিনিট আগে