চাঁদপুর প্রতিনিধি
নির্বাচনে বিজয়ী হয়ে ফলাফল ঘোষণার একদিন পরই ইউপি সদস্যের বাড়িতে বইছে শোকের মাতম। একদিন আগেও যে বাড়িতে ছিল বিজয়ের উল্লাস, হাসি, আনন্দ, এক রাতের ব্যবধানেই সে বাড়িতেই এখন নেমেছে গভীর শোকের ছাঁয়া। চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী তালা প্রতীকের নবনির্বাচিত ইউপি সদস্য মুরাদ মিজি (৬৫) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি হৃৎক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়ার্ডে উপনির্বাচনের এখনো গেজেট প্রকাশ হয়নি। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে তিনি হৃৎক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্স এ করে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নবনির্বাচিত এই ইউপি সদস্য।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের থেকে তালা প্রতীকের নির্বাচন করেন মুরাদ মিজি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান মিজিকে ২০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এর আগে ৩ বার ইউপি সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। এবার ই প্রথম তিনি নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর আনন্দ মিছিল করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
নির্বাচনে বিজয়ী হয়ে ফলাফল ঘোষণার একদিন পরই ইউপি সদস্যের বাড়িতে বইছে শোকের মাতম। একদিন আগেও যে বাড়িতে ছিল বিজয়ের উল্লাস, হাসি, আনন্দ, এক রাতের ব্যবধানেই সে বাড়িতেই এখন নেমেছে গভীর শোকের ছাঁয়া। চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী তালা প্রতীকের নবনির্বাচিত ইউপি সদস্য মুরাদ মিজি (৬৫) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি হৃৎক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়ার্ডে উপনির্বাচনের এখনো গেজেট প্রকাশ হয়নি। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে তিনি হৃৎক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্স এ করে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নবনির্বাচিত এই ইউপি সদস্য।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের থেকে তালা প্রতীকের নির্বাচন করেন মুরাদ মিজি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান মিজিকে ২০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এর আগে ৩ বার ইউপি সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। এবার ই প্রথম তিনি নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর আনন্দ মিছিল করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ছাড়া চুরি হওয়া ২৩টি ট্যাব ও তিনটি ল্যাপটপ ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। আজ রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট
৯ মিনিট আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে আগুন দেওয়া হয়।
১১ মিনিট আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকে গুম, নির্যাতন ও পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় পৃথকভাবে সাতটি অভিযোগ দায়ের করা হয়। যাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে একজন এখনো গুম থাকায় তার পক্
১৩ মিনিট আগেঅ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আবারও বন্ধ হয়েছে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌ-পথে ফেরি চলাচল। এ নিয়ে চলতি মাসেই তিন দফায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো।
২৫ মিনিট আগে