তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের ‘আধ্যাত্মিক পাগল’ হাজি আমির হোসেন ওরফে বিষা পাগলার ঘরে ২ কোটি ৪৫ লাখ টাকা, বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা, প্রায় ৫ ভরি স্বর্ণ ও একটি আইফোন পাওয়া গেছে।
আজ বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিষা পাগলার আত্মীয় ও সাধারণ মানুষের উপস্থিতিতে তাঁর ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুর নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শুক্রবার রাতে ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিষা পাগলা। তাঁর কোনো স্ত্রী-সন্তান নেই। তাঁকে দাফনের পর থেকেই তাঁর আত্মীয়রা ধারণা করছিলেন ঘরে বিপুল পরিমাণ টাকাপয়সা থাকতে পারে। এমন ধারণা থেকে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর ঘরের সিন্দুক খোলা হয়। সিন্দুক থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। তিতাস থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। টাকাগুলো বস্তাবন্দী করে বিষা পাগলার একটি ঘরে তালাবদ্ধ করে পুলিশ পাহারায় রাখা হয়।
পরে আজ বুধবার পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী ও এলাকাবাসী মিলে টাকা গণনা করেন। এ সময় ঘরের বাইরে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়। টাকাগুলো বিষা পাগলার বড় ভাই আওলাদ হোসেন, ছোট ভাই জামাল হোসেন, বোন মোর্শেদা, পালক মেয়ে তাসলিমা ও ভাতিজা মিঠুর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বিষা পাগলার বড় ভাই আওলাদ বলেন, ‘আমার ভাই একজন আধ্যাত্মিক পাগল ছিল। তার কাছে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসত এবং মানুষও তাকে ভালোবেসে টাকাপয়সা ও বিভিন্ন জিনিসপত্র দিয়ে যেত। এগুলো সে জমিয়ে রাখত। কিন্তু মৃত্যুর পর তার ঘরে এত টাকা পাওয়া যাবে সেটি আমরা কল্পনাও করতে পারিনি।’
আওলাদ আরও বলেন, ‘জীবিত থাকতে আমার ভাইয়ের স্বপ্ন ছিল রাস্তার পাশে একটি মসজিদ করার। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আমরা আমার ভাইয়ের রেখে যাওয়া টাকা দিয়ে একটি মসজিদ, মাদ্রাসা ও একটি মাজার তৈরি করব।’
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ‘মঙ্গলবার রাতে উপজেলার গাজীপুর গ্রামে মৃত বিষা পাগলা নামে এক আধ্যাত্মিক পাগলের ঘর থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়ার খবরে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। টাকাগুলো উদ্ধার করে তাঁর আত্মীয়দের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’
কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের ‘আধ্যাত্মিক পাগল’ হাজি আমির হোসেন ওরফে বিষা পাগলার ঘরে ২ কোটি ৪৫ লাখ টাকা, বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা, প্রায় ৫ ভরি স্বর্ণ ও একটি আইফোন পাওয়া গেছে।
আজ বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিষা পাগলার আত্মীয় ও সাধারণ মানুষের উপস্থিতিতে তাঁর ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুর নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শুক্রবার রাতে ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিষা পাগলা। তাঁর কোনো স্ত্রী-সন্তান নেই। তাঁকে দাফনের পর থেকেই তাঁর আত্মীয়রা ধারণা করছিলেন ঘরে বিপুল পরিমাণ টাকাপয়সা থাকতে পারে। এমন ধারণা থেকে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর ঘরের সিন্দুক খোলা হয়। সিন্দুক থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। তিতাস থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। টাকাগুলো বস্তাবন্দী করে বিষা পাগলার একটি ঘরে তালাবদ্ধ করে পুলিশ পাহারায় রাখা হয়।
পরে আজ বুধবার পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী ও এলাকাবাসী মিলে টাকা গণনা করেন। এ সময় ঘরের বাইরে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়। টাকাগুলো বিষা পাগলার বড় ভাই আওলাদ হোসেন, ছোট ভাই জামাল হোসেন, বোন মোর্শেদা, পালক মেয়ে তাসলিমা ও ভাতিজা মিঠুর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বিষা পাগলার বড় ভাই আওলাদ বলেন, ‘আমার ভাই একজন আধ্যাত্মিক পাগল ছিল। তার কাছে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসত এবং মানুষও তাকে ভালোবেসে টাকাপয়সা ও বিভিন্ন জিনিসপত্র দিয়ে যেত। এগুলো সে জমিয়ে রাখত। কিন্তু মৃত্যুর পর তার ঘরে এত টাকা পাওয়া যাবে সেটি আমরা কল্পনাও করতে পারিনি।’
আওলাদ আরও বলেন, ‘জীবিত থাকতে আমার ভাইয়ের স্বপ্ন ছিল রাস্তার পাশে একটি মসজিদ করার। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আমরা আমার ভাইয়ের রেখে যাওয়া টাকা দিয়ে একটি মসজিদ, মাদ্রাসা ও একটি মাজার তৈরি করব।’
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ‘মঙ্গলবার রাতে উপজেলার গাজীপুর গ্রামে মৃত বিষা পাগলা নামে এক আধ্যাত্মিক পাগলের ঘর থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়ার খবরে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। টাকাগুলো উদ্ধার করে তাঁর আত্মীয়দের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’
ছাত্র–জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতের অভিযোগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ১৪ জনকে আগামীকাল সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে। গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁদের হাজির করতে নির্দেশ দেন।
১৯ মিনিট আগেযানজটে আটকা পড়ে ফাঁকা গুলির অপরাধে হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সুহেলকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাতে উপজেলার পাকুড়িয়া খোয়াই নদীর ব্রিজে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সপ্তম আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় খেলাকে কেন্দ্র করে গণিত বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় দুই বিভাগের ম্যাচ শেষে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর পল্লবীতে দুই সন্তানকে হত্যার ঘটনায় বাবাকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত শিশুদের মা রোজীনা বেগম। মামলায় শিশুদের বাবা আব্দুল আহাদ মোল্লাকে একমাত্র আসামি করা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন...
১ ঘণ্টা আগে