লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসাছাত্রকে নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে সুপার ও শিক্ষককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়পুর থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর আসামি মাদ্রাসার সুপার আবদুল ওজায়ের ও শিক্ষক আবদুর রশিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগেও শিক্ষক আবদুর রশিদের হাতে মাদ্রাসাছাত্ররা একাধিকবার যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া।
এ বিষয়ে ওসি বলেন, শারীরিক পরীক্ষার জন্য মাদ্রাসাছাত্রকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা জানার পর একাধিকবার শিশুটির চিকিৎসার ব্যবস্থাও করে দেন মাদ্রাসার সুপার আবদুল ওজায়ের। তিনিই বিষয়টি ধামাচাপা দিতেন। এসব কাজে আবদুর রশিদকে সহযোগিতা করতেন তিনি। আজ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
মাদ্রাসাছাত্রের স্বজন ও পুলিশ জানায়, ওই ছাত্র মাদ্রাসা-ই তাহফিজুল কোরআনের আবাসিক ছাত্র। শিক্ষক আবদুর রশিদ নানা উছিলায় তাকে ঘরে ডাকতেন। পরে হত্যার ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবৎ যৌন নিপীড়ন করছিলেন। ভয়ে এত দিন কাউকে কিছু বলেনি। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে পালিয়ে সে বাড়িতে আসে এবং বিষয়টি পরিবারকে জানায়। পরে সন্ধ্যার দিকে রায়পুর থানায় বিষয়টি জানানোর পর ওই মাদ্রাসার সুপার আবদুল ওজায়ের ও শিক্ষক আবদুর রশিদকে আটক করা হয়।
ভুক্তভোগী ছাত্রের অভিভাবকেরা বলেন, এ ঘটনার মাদ্রাসার সুপার ও শিক্ষককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মাদ্রাসার সুপার আবদুল ওজায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ছাত্রের মুখ থেকে বিষয়টি জানার পরই শিক্ষক আবদুর রশিদকে আমি মাদ্রাসা থেকে বের করে দিই। তবে এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবু ওই ছাত্রের অভিভাবক আমার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।’
লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসাছাত্রকে নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে সুপার ও শিক্ষককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়পুর থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর আসামি মাদ্রাসার সুপার আবদুল ওজায়ের ও শিক্ষক আবদুর রশিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগেও শিক্ষক আবদুর রশিদের হাতে মাদ্রাসাছাত্ররা একাধিকবার যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া।
এ বিষয়ে ওসি বলেন, শারীরিক পরীক্ষার জন্য মাদ্রাসাছাত্রকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা জানার পর একাধিকবার শিশুটির চিকিৎসার ব্যবস্থাও করে দেন মাদ্রাসার সুপার আবদুল ওজায়ের। তিনিই বিষয়টি ধামাচাপা দিতেন। এসব কাজে আবদুর রশিদকে সহযোগিতা করতেন তিনি। আজ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
মাদ্রাসাছাত্রের স্বজন ও পুলিশ জানায়, ওই ছাত্র মাদ্রাসা-ই তাহফিজুল কোরআনের আবাসিক ছাত্র। শিক্ষক আবদুর রশিদ নানা উছিলায় তাকে ঘরে ডাকতেন। পরে হত্যার ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবৎ যৌন নিপীড়ন করছিলেন। ভয়ে এত দিন কাউকে কিছু বলেনি। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে পালিয়ে সে বাড়িতে আসে এবং বিষয়টি পরিবারকে জানায়। পরে সন্ধ্যার দিকে রায়পুর থানায় বিষয়টি জানানোর পর ওই মাদ্রাসার সুপার আবদুল ওজায়ের ও শিক্ষক আবদুর রশিদকে আটক করা হয়।
ভুক্তভোগী ছাত্রের অভিভাবকেরা বলেন, এ ঘটনার মাদ্রাসার সুপার ও শিক্ষককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মাদ্রাসার সুপার আবদুল ওজায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ছাত্রের মুখ থেকে বিষয়টি জানার পরই শিক্ষক আবদুর রশিদকে আমি মাদ্রাসা থেকে বের করে দিই। তবে এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবু ওই ছাত্রের অভিভাবক আমার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।’
যানজটে আটকা পড়ে ফাঁকা গুলির অপরাধে হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সুহেলকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাতে উপজেলার পাকুড়িয়া খোয়াই নদীর ব্রিজে এই ঘটনা ঘটে।
৭ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সপ্তম আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় খেলাকে কেন্দ্র করে গণিত বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় দুই বিভাগের ম্যাচ শেষে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
২২ মিনিট আগেরাজধানীর পল্লবীতে দুই সন্তানকে হত্যার ঘটনায় বাবাকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত শিশুদের মা রোজীনা বেগম। মামলায় শিশুদের বাবা আব্দুল আহাদ মোল্লাকে একমাত্র আসামি করা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন...
২৫ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের চাপায় রবিউল ইসলাম রবি (৪২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক সুমন শেখকে (২৯) আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে