ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)
একেকটি নৌকা ভিড়ছে ঘাটে, সঙ্গে সঙ্গে ব্যাপারীরা ছুটে যাচ্ছেন সেটার দিকে। কোনো বোটে আছে কাঁঠাল ও কলা, আবার কোনোটায় আম, আনারস ও জাম। এমন দৃশ্যের দেখা মেলে রাঙামাটির কাপ্তাইয়ের ব্যবসার প্রাণকেন্দ্র জেটিঘাট এলাকাসংলগ্ন কাপ্তাই লেকে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টায় জেটিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কাপ্তাই লেক ধরে ইঞ্জিনচালিত নৌকায় চেপে বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি, ইজাছড়ি, রাঙামাটি সদরের মগবান, জীবতী, কাপ্তাইয়ের দুর্গম হরিণছড়া এলাকাসহ নানা জায়গা থেকে মৌসুমি ফল কাপ্তাই জেটিঘাটের সাপ্তাহিক বাজারে নিয়ে আসছেন প্রান্তিক কৃষকেরা। তাঁদের খেতে উৎপাদিত হয়েছে এসব মৌসুমি ফল। মূল বাজার জেটিঘাট থেকে একটু ওপরে হলেও নৌকাতেই কেনাবেচা হয়ে যাচ্ছে সব ফল। এতে জেটিঘাটের পাশে হ্রদে জন্ম হয়েছে এক ভাসমান হাটের।
ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশেষ করে এই ফলের মৌসুমে প্রতি শনিবার ১০ লাখ টাকার মতো বিভিন্ন মৌসুমি ফল বিকিকিনি হয় এই হাটে।
কথা হয় কাপ্তাইয়ের জেটিঘাটে কাঁঠাল ও আম বিক্রি করতে আসা রাঙামাটি সদর উপজেলার মগবান এলাকার কৃষক স্নেহ রঞ্জন চাকমা ও নয়ন চাকমার সঙ্গে। তাঁরা জানান, এক একর করে কৃষিজমিতে এ বছর কাঁঠাল ও আমের বাগান করেছেন। ভালো ফলনও হয়েছে। সাপ্তাহিক বাজার শনিবার ইঞ্জিনচালিত বোটে করে এসব ফল জেটিঘাট বাজারে নিয়ে আসেন। নৌকা ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপারীরা এসব ফল কিনে নেন, আর বাজারে তুলতে হয় না। এ বছর বেশ লাভবান হচ্ছেন তাঁরা।
কেংড়াছড়ি এলাকার কৃষক ধনপতি চাকমা আনারস ও রুপালি আম নিয়ে এসেছেন সাপ্তাহিক এই বাজারে। তিনি বলেন, ঘাট থেকে ব্যাপারীদের কাছে পাইকারি বিক্রি করে দিয়েছি আনারস ও আম। কষ্ট করে আর বাজারে তুলতে হয় নাই।
কথা হয় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার ব্যাপারী জানে আলম ও আজিমের সঙ্গে। তাঁরা দীর্ঘ ২৫ বছর ধরে এই জেটিঘাট থেকে মৌসুমি ফলসহ পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফল নিয়ে রাঙ্গুনিয়ার বিভিন্ন হাটে বিক্রি করছেন। তাঁরা জানান, পাহাড়ের উৎপাদিত এসব ফল বিষমুক্ত, তাই সমতলের মানুষের কাছে চাহিদাও বেশি। এই ফল বেঁচেই তাঁদের সংসার চলছে।
দীর্ঘ ৪০ বছর ধরে এই জেটিঘাট এলাকায় ঘাট শ্রমিকের কাজ করছেন আবু তাহের ও হারুন মাঝি। তাঁরা জানান, শনিবার হাটের দিন জেটিঘাট বেশ জমজমাট হয়। বিশেষ করে ফলের মৌসুমে শত শত ইঞ্জিনচালিত বোট দিয়ে পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা খুব সকালে তাঁদের খেতে উৎপাদিত ফল নিয়ে আসেন। বোট থেকে ফল ওপরে তুলে দেন ঘাট শ্রমিকেরা। শনিবারে তাঁদের গড়ে আয় হয় ৮০০ টাকার মতো।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এখন চলছে মৌসুমি ফলের সিজন। পাহাড়ের উৎপাদিত এসব ফলের যেমন পুষ্টিগুণ আছে, তেমনি এগুলো বিষমুক্ত, যার ফলে এর চাহিদাও বেশ।
একেকটি নৌকা ভিড়ছে ঘাটে, সঙ্গে সঙ্গে ব্যাপারীরা ছুটে যাচ্ছেন সেটার দিকে। কোনো বোটে আছে কাঁঠাল ও কলা, আবার কোনোটায় আম, আনারস ও জাম। এমন দৃশ্যের দেখা মেলে রাঙামাটির কাপ্তাইয়ের ব্যবসার প্রাণকেন্দ্র জেটিঘাট এলাকাসংলগ্ন কাপ্তাই লেকে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টায় জেটিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কাপ্তাই লেক ধরে ইঞ্জিনচালিত নৌকায় চেপে বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি, ইজাছড়ি, রাঙামাটি সদরের মগবান, জীবতী, কাপ্তাইয়ের দুর্গম হরিণছড়া এলাকাসহ নানা জায়গা থেকে মৌসুমি ফল কাপ্তাই জেটিঘাটের সাপ্তাহিক বাজারে নিয়ে আসছেন প্রান্তিক কৃষকেরা। তাঁদের খেতে উৎপাদিত হয়েছে এসব মৌসুমি ফল। মূল বাজার জেটিঘাট থেকে একটু ওপরে হলেও নৌকাতেই কেনাবেচা হয়ে যাচ্ছে সব ফল। এতে জেটিঘাটের পাশে হ্রদে জন্ম হয়েছে এক ভাসমান হাটের।
ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশেষ করে এই ফলের মৌসুমে প্রতি শনিবার ১০ লাখ টাকার মতো বিভিন্ন মৌসুমি ফল বিকিকিনি হয় এই হাটে।
কথা হয় কাপ্তাইয়ের জেটিঘাটে কাঁঠাল ও আম বিক্রি করতে আসা রাঙামাটি সদর উপজেলার মগবান এলাকার কৃষক স্নেহ রঞ্জন চাকমা ও নয়ন চাকমার সঙ্গে। তাঁরা জানান, এক একর করে কৃষিজমিতে এ বছর কাঁঠাল ও আমের বাগান করেছেন। ভালো ফলনও হয়েছে। সাপ্তাহিক বাজার শনিবার ইঞ্জিনচালিত বোটে করে এসব ফল জেটিঘাট বাজারে নিয়ে আসেন। নৌকা ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপারীরা এসব ফল কিনে নেন, আর বাজারে তুলতে হয় না। এ বছর বেশ লাভবান হচ্ছেন তাঁরা।
কেংড়াছড়ি এলাকার কৃষক ধনপতি চাকমা আনারস ও রুপালি আম নিয়ে এসেছেন সাপ্তাহিক এই বাজারে। তিনি বলেন, ঘাট থেকে ব্যাপারীদের কাছে পাইকারি বিক্রি করে দিয়েছি আনারস ও আম। কষ্ট করে আর বাজারে তুলতে হয় নাই।
কথা হয় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার ব্যাপারী জানে আলম ও আজিমের সঙ্গে। তাঁরা দীর্ঘ ২৫ বছর ধরে এই জেটিঘাট থেকে মৌসুমি ফলসহ পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফল নিয়ে রাঙ্গুনিয়ার বিভিন্ন হাটে বিক্রি করছেন। তাঁরা জানান, পাহাড়ের উৎপাদিত এসব ফল বিষমুক্ত, তাই সমতলের মানুষের কাছে চাহিদাও বেশি। এই ফল বেঁচেই তাঁদের সংসার চলছে।
দীর্ঘ ৪০ বছর ধরে এই জেটিঘাট এলাকায় ঘাট শ্রমিকের কাজ করছেন আবু তাহের ও হারুন মাঝি। তাঁরা জানান, শনিবার হাটের দিন জেটিঘাট বেশ জমজমাট হয়। বিশেষ করে ফলের মৌসুমে শত শত ইঞ্জিনচালিত বোট দিয়ে পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা খুব সকালে তাঁদের খেতে উৎপাদিত ফল নিয়ে আসেন। বোট থেকে ফল ওপরে তুলে দেন ঘাট শ্রমিকেরা। শনিবারে তাঁদের গড়ে আয় হয় ৮০০ টাকার মতো।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এখন চলছে মৌসুমি ফলের সিজন। পাহাড়ের উৎপাদিত এসব ফলের যেমন পুষ্টিগুণ আছে, তেমনি এগুলো বিষমুক্ত, যার ফলে এর চাহিদাও বেশ।
জধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৪২ মিনিট আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
১ ঘণ্টা আগেরাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘আমরা আর স্বৈরাচার চাই না, তবে যেসব স্বৈরাচার তৈরি হয়েছে, তারা আইন ভঙ্গ করে কিংবা আইন বাদ দিয়ে তৈরি হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে। রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার।’
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে