নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার নিয়মিত চাকরির বয়স পূর্তিতে অবসর নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি তাঁর কর্মস্থল বাংলা বিভাগে যোগদান করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে বিকালে আবার তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন।
এদিকে উপাচার্যের অবসর গ্রহণকালীন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রুটিন দায়িত্ব পালন করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান বলেন, ‘উপাচার্যের চাকরির বয়স শেষ হওয়ায় ২৯ এপ্রিল সকালে তিনি বাংলা বিভাগে যোগদান করে অবসর গ্রহণ করেন। পরে তিনি বিকালে পুনরায় উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. শিরীণ আখতার উপাচার্যের দায়িত্ব পালন করবেন।’
তিনি আরও বলেন, ‘উপাচার্যের পদ খালি থাকতে পারে না। তাই উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব পালন করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. মহীবুল আজিজ।’
এর আগে গত ৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য তাঁর মূল কর্মস্থল বাংলা বিভাগে প্রত্যাবর্তন করতে হবে। একই দিন অপরাহ্ণে উপাচার্য পদে যোগদানের অনুমতি দেওয়া হয়।
তাঁর অনুপস্থিতিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজকে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয় আদেশে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব নূর-ই-আলম অফিস আদেশে স্বাক্ষর করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান ড. শিরীণ আখতার। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এর আগে ২০১৬ সালের ২৮ মার্চ উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পান তিনি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কোনো নারী উপ-উপাচার্য এবং উপাচার্য।
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার নিয়মিত চাকরির বয়স পূর্তিতে অবসর নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি তাঁর কর্মস্থল বাংলা বিভাগে যোগদান করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে বিকালে আবার তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন।
এদিকে উপাচার্যের অবসর গ্রহণকালীন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রুটিন দায়িত্ব পালন করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান বলেন, ‘উপাচার্যের চাকরির বয়স শেষ হওয়ায় ২৯ এপ্রিল সকালে তিনি বাংলা বিভাগে যোগদান করে অবসর গ্রহণ করেন। পরে তিনি বিকালে পুনরায় উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. শিরীণ আখতার উপাচার্যের দায়িত্ব পালন করবেন।’
তিনি আরও বলেন, ‘উপাচার্যের পদ খালি থাকতে পারে না। তাই উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব পালন করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. মহীবুল আজিজ।’
এর আগে গত ৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য তাঁর মূল কর্মস্থল বাংলা বিভাগে প্রত্যাবর্তন করতে হবে। একই দিন অপরাহ্ণে উপাচার্য পদে যোগদানের অনুমতি দেওয়া হয়।
তাঁর অনুপস্থিতিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজকে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয় আদেশে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব নূর-ই-আলম অফিস আদেশে স্বাক্ষর করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান ড. শিরীণ আখতার। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এর আগে ২০১৬ সালের ২৮ মার্চ উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পান তিনি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কোনো নারী উপ-উপাচার্য এবং উপাচার্য।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা সাত দিনের মধ্যে বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন মো. নাজিমউদ্দিন নাজিম মৃধা নামের একজন আইনজীবী। রাবির আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী এখন সুপ্রিম কোর্টের আইনজীবী।
৪ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাবলু মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৯ মিনিট আগেচট্টগ্রাম বিভাগ, কক্সবাজার জেলা, টেকনাফ, গুলি, জেলার খবর
১২ মিনিট আগেঅগ্রহায়ণের শুরুতেই উত্তরের জেলা নওগাঁয় শীত ও কুয়াশার দাপট বেড়েছে। বইছে উত্তরের হিমেল হাওয়া। কুয়াশার কারণে কয়েক দিন ধরে দেরিতে সূর্যের দেখা মিলছে। তাপমাত্রার পারদ ১৩ থেকে ১৫ এর ঘরেই থাকছে। হঠাৎ শীতের এমন প্রভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তবে প্রতিদিনই দুপুরের দিকে ঝলমলে রোদেরও দেখা মিলছে।
২৪ মিনিট আগে