লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা দুই মামলায় জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. কাউছার হোসেন ও লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুর রহমান অভিসহ বিএনপির অঙ্গসংগঠনের আরও ১৬ নেতা–কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ভূঁইয়া ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হাসান পৃথকভাবে এই আদেশ দেন।
যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ভূঁইয়ার আদালতে ৭ নেতা-কর্মী ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হকের আদালতে ৯ নেতা কর্মী জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল রোববারে দুই মামলায় আরও ৯ আসামিকে কারাগারে পাঠানো হয়। এই নিয়ে দুইদিনে পুলিশের দায়ের করা মামলায় ২৫ নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
এর প্রতিবাদ ও নেতা কর্মীদের মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল করেন নেতা কর্মীরা।
আজ দুপুরে গোডাউন রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে শহীদ উদ্দিন চৌধুরীর বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আসামিদের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আহাম্মদ ফৌরদোস মানিক অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক এসব মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামিরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। নিম্ন আদালতে আত্মসমর্থণ করলে আদালত তাদের জামিন আবেদন নাকচ করেন। আসামিরা ন্যায় বিচার পায়নি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, পুলিশের দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইন, সরকারি কাজে বাধা ও পুলিশকে মারধর করার দুই মামলায় ১৬ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ১৮ জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা তিনটার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের গোডাউন রোডে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে থেকে পদযাত্রা বের করে বিএনপির নেতা কর্মীরা। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। মিছিলটি রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ বাধা দেয়।
এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তখন জেলা ছাত্রদলের সভাপতিসহ অন্তত ৫০ নেতকর্মী গুলিবিদ্ধ হন। আহত হন দুই শতাধিক নেতা-কর্মী। ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সহেল রানা ও সদর থানার ওসি মোসলেহ উদ্দিনসহ ৫০ পুলিশও আহত হন।
লক্ষ্মীপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা দুই মামলায় জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. কাউছার হোসেন ও লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুর রহমান অভিসহ বিএনপির অঙ্গসংগঠনের আরও ১৬ নেতা–কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ভূঁইয়া ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হাসান পৃথকভাবে এই আদেশ দেন।
যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ভূঁইয়ার আদালতে ৭ নেতা-কর্মী ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হকের আদালতে ৯ নেতা কর্মী জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল রোববারে দুই মামলায় আরও ৯ আসামিকে কারাগারে পাঠানো হয়। এই নিয়ে দুইদিনে পুলিশের দায়ের করা মামলায় ২৫ নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
এর প্রতিবাদ ও নেতা কর্মীদের মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল করেন নেতা কর্মীরা।
আজ দুপুরে গোডাউন রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে শহীদ উদ্দিন চৌধুরীর বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আসামিদের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আহাম্মদ ফৌরদোস মানিক অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক এসব মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামিরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। নিম্ন আদালতে আত্মসমর্থণ করলে আদালত তাদের জামিন আবেদন নাকচ করেন। আসামিরা ন্যায় বিচার পায়নি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, পুলিশের দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইন, সরকারি কাজে বাধা ও পুলিশকে মারধর করার দুই মামলায় ১৬ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ১৮ জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা তিনটার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের গোডাউন রোডে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে থেকে পদযাত্রা বের করে বিএনপির নেতা কর্মীরা। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। মিছিলটি রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ বাধা দেয়।
এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তখন জেলা ছাত্রদলের সভাপতিসহ অন্তত ৫০ নেতকর্মী গুলিবিদ্ধ হন। আহত হন দুই শতাধিক নেতা-কর্মী। ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সহেল রানা ও সদর থানার ওসি মোসলেহ উদ্দিনসহ ৫০ পুলিশও আহত হন।
যশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
৪ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২ ঘণ্টা আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
২ ঘণ্টা আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
২ ঘণ্টা আগে