বান্দরবান প্রতিনিধি
পার্বত্য বান্দরবানের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) বান্দরবান জেলার আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গা পদত্যাগ করেছেন। আজ বুধবার দুপুরে জেলা সদরের একটি হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করার কারণ প্রসঙ্গে ছোটন কান্তি তঞ্চঙ্গা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার শারীরিক অবস্থা নাজুক। উচ্চ রক্তচাপ ও লিভার সিরোসিসে ভুগছি। তাই স্বেচ্ছায় প্রসিতপন্থি ইউপিডিএফ সংগঠনের পদবী ও অর্পিত দায়িত্ব হতে সম্পূর্ণ অব্যাহতি নিচ্ছি। আজ থেকে কোনো জবাবদিহিতা ও দায়িত্ব কর্তব্য পালনে আমি বাধ্য থাকব না।’
এ সময় লিখিত বক্তব্যে ছোটন কান্তি তঞ্চঙ্গা বলেন, ‘১৯৯৭ হতে প্রসিত বিকাশ খীসার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পরিপন্থী সংগঠনের দিকে ঝুঁকে পড়ি। পরে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ নামের নতুন সংগঠন গঠিত হলে, বান্দরবান জেলা ইউনিটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাই। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে, প্রসিত বিকাশ খীসা পূর্ণ দায়িত্ব শাসন দাবি করলে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত শুরু হয়। ইতিমধ্যে এর ব্যাপকতা আরও বৃদ্ধি পেয়েছে। পার্বত্য চুক্তির দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সমর্থন থাকলেও চুক্তির বিরোধিতা ব্যাপক প্রচার করতে থাকায় চুক্তি বাস্তবায়নে বিলম্ব হয়। তাই অধিকারবঞ্চিত জনগণ চুক্তির বহু বছর পরও শান্তির মুখ দেখতে পাননি।’
সংবাদ সম্মেলনে ছোটন কান্তি আরও বলেন, ‘আন্দোলনকারী সংগঠনগুলিতে বিভক্তি বেড়েছে। তাই বর্তমানে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এই পরিস্থিতি যত দীর্ঘ হবে ততো অধিকারবঞ্চিত জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্বন্দ্ব পরিহার করে ঐক্য স্থাপনের কোনো বিকল্প নেই।’
পদত্যাগ করায় তাঁর উপর কোনো রাজনৈতিক চাপ আসবে কী না এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করছি। আমার ও আমার পরিবারের ওপর কোনো রাজনৈতিক আক্রোশ না রাখার জন্য বিরোধী দলগুলোর প্রতি অনুরোধ করছি।’
পার্বত্য বান্দরবানের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) বান্দরবান জেলার আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গা পদত্যাগ করেছেন। আজ বুধবার দুপুরে জেলা সদরের একটি হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করার কারণ প্রসঙ্গে ছোটন কান্তি তঞ্চঙ্গা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার শারীরিক অবস্থা নাজুক। উচ্চ রক্তচাপ ও লিভার সিরোসিসে ভুগছি। তাই স্বেচ্ছায় প্রসিতপন্থি ইউপিডিএফ সংগঠনের পদবী ও অর্পিত দায়িত্ব হতে সম্পূর্ণ অব্যাহতি নিচ্ছি। আজ থেকে কোনো জবাবদিহিতা ও দায়িত্ব কর্তব্য পালনে আমি বাধ্য থাকব না।’
এ সময় লিখিত বক্তব্যে ছোটন কান্তি তঞ্চঙ্গা বলেন, ‘১৯৯৭ হতে প্রসিত বিকাশ খীসার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পরিপন্থী সংগঠনের দিকে ঝুঁকে পড়ি। পরে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ নামের নতুন সংগঠন গঠিত হলে, বান্দরবান জেলা ইউনিটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাই। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে, প্রসিত বিকাশ খীসা পূর্ণ দায়িত্ব শাসন দাবি করলে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত শুরু হয়। ইতিমধ্যে এর ব্যাপকতা আরও বৃদ্ধি পেয়েছে। পার্বত্য চুক্তির দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সমর্থন থাকলেও চুক্তির বিরোধিতা ব্যাপক প্রচার করতে থাকায় চুক্তি বাস্তবায়নে বিলম্ব হয়। তাই অধিকারবঞ্চিত জনগণ চুক্তির বহু বছর পরও শান্তির মুখ দেখতে পাননি।’
সংবাদ সম্মেলনে ছোটন কান্তি আরও বলেন, ‘আন্দোলনকারী সংগঠনগুলিতে বিভক্তি বেড়েছে। তাই বর্তমানে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এই পরিস্থিতি যত দীর্ঘ হবে ততো অধিকারবঞ্চিত জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্বন্দ্ব পরিহার করে ঐক্য স্থাপনের কোনো বিকল্প নেই।’
পদত্যাগ করায় তাঁর উপর কোনো রাজনৈতিক চাপ আসবে কী না এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করছি। আমার ও আমার পরিবারের ওপর কোনো রাজনৈতিক আক্রোশ না রাখার জন্য বিরোধী দলগুলোর প্রতি অনুরোধ করছি।’
বগুড়ার শিবগঞ্জের কাঁচাবাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম জাতের আলু। মৌসুমের শুরুতে বাজারে আলু ওঠায় আকার ও প্রকারভেদে ৩৮০-৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, আমদানির তুলনায় চাহিদা বেশি হওয়ায় দাম বেশি নেওয়া হচ্ছে।
১৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা সাত দিনের মধ্যে বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন মো. নাজিমউদ্দিন নাজিম মৃধা নামের একজন আইনজীবী। রাবির আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী এখন সুপ্রিম কোর্টের আইনজীবী।
২১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাবলু মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২৬ মিনিট আগেচট্টগ্রাম বিভাগ, কক্সবাজার জেলা, টেকনাফ, গুলি, জেলার খবর
২৯ মিনিট আগে