নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের ধাওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা পিছু হটেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে নগরের ষোলোশহর রেলস্টেশন প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরেজমিন দেখা গেছে, আজ বিকেল ৫টার দিকে ষোলোশহর রেলস্টেশন প্ল্যাটফর্মে দুই শতাধিক কোটা আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো স্টেশন। এ সময় কেজিডিসিএলের সামনে থেকে ছাত্রলীগের কর্মীরা ষোলোশহর স্টেশনে ঢোকার চেষ্টা করেন। দুই পক্ষই পরস্পরের দিকে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিছু হটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরে কোটা আন্দোলনকারীরা পুরো ষোলোশহর দখলে নেন। ছাত্রলীগকে ২ নম্বর গেটের দিকে চলে যেতে দেখা গেছে। সংঘর্ষের মধ্যে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। সন্ধ্যা ৭টার দিকে কোটা আন্দোলনকারীরা চলে যান। এ ঘটনায় পুলিশের এক সদস্য, এক সাংবাদিকসহ পাঁচজন আহত হন। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে পুরো নগরে।
রাকিব হাসান নামের এক কোটা আন্দোলনকারী বলেন, ‘সরকারপ্রধানের বক্তব্য আমাদের মর্মাহত করেছে। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
এদিকে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, ‘ষোলোশহরে রাজাকারদের সাধারণ মানুষ প্রতিহত করেছে। যেখানে রাজাকার দেখছি, সেখানে মারধর করতেছি।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান বলেন, ষোলোশহরে সংঘর্ষের মধ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। তাতে আমাদের কয়েকজনসহ পাঁচজন আহত হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।’
চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের ধাওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা পিছু হটেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে নগরের ষোলোশহর রেলস্টেশন প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরেজমিন দেখা গেছে, আজ বিকেল ৫টার দিকে ষোলোশহর রেলস্টেশন প্ল্যাটফর্মে দুই শতাধিক কোটা আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো স্টেশন। এ সময় কেজিডিসিএলের সামনে থেকে ছাত্রলীগের কর্মীরা ষোলোশহর স্টেশনে ঢোকার চেষ্টা করেন। দুই পক্ষই পরস্পরের দিকে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিছু হটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরে কোটা আন্দোলনকারীরা পুরো ষোলোশহর দখলে নেন। ছাত্রলীগকে ২ নম্বর গেটের দিকে চলে যেতে দেখা গেছে। সংঘর্ষের মধ্যে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। সন্ধ্যা ৭টার দিকে কোটা আন্দোলনকারীরা চলে যান। এ ঘটনায় পুলিশের এক সদস্য, এক সাংবাদিকসহ পাঁচজন আহত হন। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে পুরো নগরে।
রাকিব হাসান নামের এক কোটা আন্দোলনকারী বলেন, ‘সরকারপ্রধানের বক্তব্য আমাদের মর্মাহত করেছে। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
এদিকে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, ‘ষোলোশহরে রাজাকারদের সাধারণ মানুষ প্রতিহত করেছে। যেখানে রাজাকার দেখছি, সেখানে মারধর করতেছি।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান বলেন, ষোলোশহরে সংঘর্ষের মধ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। তাতে আমাদের কয়েকজনসহ পাঁচজন আহত হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।’
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৬ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৭ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৭ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৮ ঘণ্টা আগে