নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীর সদর রোডের একটি শপিংমলে নিচতলার গাড়ির পার্কিংয়ে আগুন লেগে একটি গাড়ি পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফাতেমা সেন্টারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আশপাশের ব্যবসায়ীসহ পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে সেখানে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার পুড়ে যায়। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ব্যবসায়ীরা জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার কিছু পর ১০ তলা ভবনের নিচ তলায় গ্যারেজে পার্কিং করে রাখা একটি প্রাইভেটকারে আকস্মিক আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই গ্যারেজসহ আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন জানান, ১০-১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যারেজে পার্কিংয়ে থাকা সিটি ব্যাংকের প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত শেষে বলা যাবে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এতে অল্প সময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি প্রাইভেটকার পুড়ে গেছে। অন্য কোনো গাড়ির ক্ষতি হয়নি।
বরিশাল নগরীর সদর রোডের একটি শপিংমলে নিচতলার গাড়ির পার্কিংয়ে আগুন লেগে একটি গাড়ি পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফাতেমা সেন্টারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আশপাশের ব্যবসায়ীসহ পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে সেখানে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার পুড়ে যায়। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ব্যবসায়ীরা জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার কিছু পর ১০ তলা ভবনের নিচ তলায় গ্যারেজে পার্কিং করে রাখা একটি প্রাইভেটকারে আকস্মিক আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই গ্যারেজসহ আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন জানান, ১০-১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যারেজে পার্কিংয়ে থাকা সিটি ব্যাংকের প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত শেষে বলা যাবে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এতে অল্প সময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি প্রাইভেটকার পুড়ে গেছে। অন্য কোনো গাড়ির ক্ষতি হয়নি।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ছাড়া চুরি হওয়া ২৩টি ট্যাব ও তিনটি ল্যাপটপ ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। আজ রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে আগুন দেওয়া হয়।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকে গুম, নির্যাতন ও পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় পৃথকভাবে সাতটি অভিযোগ দায়ের করা হয়। যাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে একজন এখনো গুম থাকায় তার পক্
১ ঘণ্টা আগেঅ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আবারও বন্ধ হয়েছে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌ-পথে ফেরি চলাচল। এ নিয়ে চলতি মাসেই তিন দফায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো।
১ ঘণ্টা আগে