প্রতিনিধি, বরিশাল
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলায় জামিন পেলেন আওয়ামী লীগের ১২ নেতাকর্মী।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ শর্ত সাপেক্ষে জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত রোববার আসামিদের জামিন আবেদন করা হলে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন আদালত।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, দুই মামলার মোট গ্রেপ্তার হয়েছিলেন ২১ আওয়ামী লীগ নেতাকর্মী। এর মধ্যে নয়জনের জামিন মঞ্জুর হয় গত ২৫ এপ্রিল। আজ বাকি ১২ জনের জামিন দিয়েছেন আদালত।
মো. ইউনুস আরও বলেন, আদালত নির্দেশ দিয়েছেন যে, দুই মামলায় পুলিশের প্রতিবেদন দেওয়ার আগে পর্যন্ত আসামিরা তাঁর (ইউনুস) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলুর জিম্মায় জামিনে থাকবেন। আদালতের এ আদেশে সন্তুষ্ট বলে জানান তালুকদার ইউনুস।
আজ জামিনপ্রাপ্তরা হলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না, ত্রাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, রূপাতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু, লিটন ঘোষ, মো. রাকিব, শুভ হাওলাদার, শাহিনুল ইসলাম শাহিন, শুভ ঘোষ, মো. অলিউল্লাহ, মিরাজ গাজী ও হারুন অর রশিদ।
উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল সদর উপজেলা পরিষদে সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষে ব্যানার-ফেস্টুন লাগানো হয়। গত ১৮ আগস্ট রাত ১০টায় সিটি করপোরেশনের কর্মী পরিচয়ে অপসারণ করতে যায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী যুবলীগ-ছাত্রলীগের একদল কর্মী। এ সময় আনসার সদস্যরা এবং পরে ইউএনও মো. মুবিবুর রহমান তাদের বাধা দেয়। এতে ক্ষুব্ধ নেতাকর্মীরা রাতেই ইউএনওর সরকারি বাসভবনে হামলা করে।
এর জের ধরে রাত ২টা পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউএনও এবং পুলিশের পৃথক দুটি মামলা করেন। এতে আসামি করা হয় ২১ নেতাকর্মীকে। দুটি মামলারই প্রধান আসামি সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলায় জামিন পেলেন আওয়ামী লীগের ১২ নেতাকর্মী।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ শর্ত সাপেক্ষে জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত রোববার আসামিদের জামিন আবেদন করা হলে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন আদালত।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, দুই মামলার মোট গ্রেপ্তার হয়েছিলেন ২১ আওয়ামী লীগ নেতাকর্মী। এর মধ্যে নয়জনের জামিন মঞ্জুর হয় গত ২৫ এপ্রিল। আজ বাকি ১২ জনের জামিন দিয়েছেন আদালত।
মো. ইউনুস আরও বলেন, আদালত নির্দেশ দিয়েছেন যে, দুই মামলায় পুলিশের প্রতিবেদন দেওয়ার আগে পর্যন্ত আসামিরা তাঁর (ইউনুস) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলুর জিম্মায় জামিনে থাকবেন। আদালতের এ আদেশে সন্তুষ্ট বলে জানান তালুকদার ইউনুস।
আজ জামিনপ্রাপ্তরা হলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না, ত্রাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, রূপাতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু, লিটন ঘোষ, মো. রাকিব, শুভ হাওলাদার, শাহিনুল ইসলাম শাহিন, শুভ ঘোষ, মো. অলিউল্লাহ, মিরাজ গাজী ও হারুন অর রশিদ।
উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল সদর উপজেলা পরিষদে সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষে ব্যানার-ফেস্টুন লাগানো হয়। গত ১৮ আগস্ট রাত ১০টায় সিটি করপোরেশনের কর্মী পরিচয়ে অপসারণ করতে যায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী যুবলীগ-ছাত্রলীগের একদল কর্মী। এ সময় আনসার সদস্যরা এবং পরে ইউএনও মো. মুবিবুর রহমান তাদের বাধা দেয়। এতে ক্ষুব্ধ নেতাকর্মীরা রাতেই ইউএনওর সরকারি বাসভবনে হামলা করে।
এর জের ধরে রাত ২টা পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউএনও এবং পুলিশের পৃথক দুটি মামলা করেন। এতে আসামি করা হয় ২১ নেতাকর্মীকে। দুটি মামলারই প্রধান আসামি সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, পঙ্গু হয়েছেন। এতো ত্যাগের পর বিএনপি পরিণত রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। বিএনপি নেতা-কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।
৬ মিনিট আগেরাজধানীর ঢাকা সিটি কলেজকে বর্তমান অবস্থান থেকে সরিয়ে নেওয়াসহ ৯ দফা দাবি জানিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
১৪ মিনিট আগেবাগেরহাটে ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে ৩২ জন নারী উদ্যোক্তার মধ্যে ১ কোটি ৬১ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার বাগেরহাট চিংড়ি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে উদ্যোক্তাদের এক সমাবেশে এই ঋণের চেক বিতরণ করা হয়।
১ ঘণ্টা আগেবেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ঘেরাও করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁরা আজ বুধবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে তাঁদের নিয়ে বৈঠক করে বেতন বাড়ানো হয়।
১ ঘণ্টা আগে