নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ইলেকট্রনিক সামগ্রী না কিনে ২ লাখ ৮৪ হাজার ৪৬০ টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা ড. আউয়ালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে বরিশাল থেকে প্রত্যাহার করে বন বিভাগের প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
আগের কর্মস্থল বগুড়ায় এমন অভিযোগ থাকায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বিভাগীয় বন কর্মকর্তা আউয়ালের বিরুদ্ধে আগের কর্মস্থল বগুড়ায় কেবল অর্থ আত্মসাৎই নয়; বরিশালে দায়িত্ব পালনকালে নানা অভিযোগ উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি, উন্নয়নকাজ না করে টাকা উত্তোলন, ঠিকাদারের কাছ থেকে কমিশন আদায় এবং ভুয়া ভাউচারে বিল উত্তোলন। এ থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করেছেন।
এসব প্রসঙ্গে উপকূলীয় অঞ্চল, বরিশালের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান বলেন, বিভাগীয় বন কর্মকর্তা আউয়ালকে বরিশাল থেকে প্রত্যাহার করে প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার (আজ) দায়িত্ব হস্তান্তর করতে পারেন।
বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগগুলোর বিষয়ে মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তিনি বগুড়ায় কর্মকর্তা থাকাকালে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বিভাগীয় তদন্তে এর প্রতিবেদনও দেওয়া হয়েছে।
বরিশালে আউয়ালের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রত্যাহার করে ঢাকায় বন বিভাগের প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে কেন বিভাগীয় মামলা করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
আউয়াল ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা পদে যোগ দেন। যোগদানের পরই তাঁর বিরুদ্ধে নানা কৌশলে অর্থ আত্মসাৎ এবং উৎকোচ না পেলে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির অভিযোগ ওঠে।
ইলেকট্রনিক সামগ্রী না কিনে ২ লাখ ৮৪ হাজার ৪৬০ টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা ড. আউয়ালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে বরিশাল থেকে প্রত্যাহার করে বন বিভাগের প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
আগের কর্মস্থল বগুড়ায় এমন অভিযোগ থাকায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বিভাগীয় বন কর্মকর্তা আউয়ালের বিরুদ্ধে আগের কর্মস্থল বগুড়ায় কেবল অর্থ আত্মসাৎই নয়; বরিশালে দায়িত্ব পালনকালে নানা অভিযোগ উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি, উন্নয়নকাজ না করে টাকা উত্তোলন, ঠিকাদারের কাছ থেকে কমিশন আদায় এবং ভুয়া ভাউচারে বিল উত্তোলন। এ থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করেছেন।
এসব প্রসঙ্গে উপকূলীয় অঞ্চল, বরিশালের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান বলেন, বিভাগীয় বন কর্মকর্তা আউয়ালকে বরিশাল থেকে প্রত্যাহার করে প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার (আজ) দায়িত্ব হস্তান্তর করতে পারেন।
বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগগুলোর বিষয়ে মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তিনি বগুড়ায় কর্মকর্তা থাকাকালে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বিভাগীয় তদন্তে এর প্রতিবেদনও দেওয়া হয়েছে।
বরিশালে আউয়ালের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রত্যাহার করে ঢাকায় বন বিভাগের প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে কেন বিভাগীয় মামলা করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
আউয়াল ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা পদে যোগ দেন। যোগদানের পরই তাঁর বিরুদ্ধে নানা কৌশলে অর্থ আত্মসাৎ এবং উৎকোচ না পেলে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির অভিযোগ ওঠে।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৪ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৪ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৫ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৫ ঘণ্টা আগে